Advertisement
রঞ্জন সরকার : মঙ্গলে ছড়িয়ে থাকা কিছু চকচকে পাথরের সন্ধান পাওয়া গেল। সন্ধান দিয়েছে নাসার পাঠানো ‘কিউরিসিটি’। মঙ্গলের খুব কাছ থেকে ছবি তুলে পাঠানোর সময় কিউরিসিটির ক্যামেরায় ধরা পড়েছে ওই পাথরগুলি। বিজ্ঞানীরা যার নাম দিয়েছেন “লিটল ক্যালোনসে” বা “গোল্ডেন রক”।
পাথরগুলি এতটাই উজ্জ্বল যে অনেক উপর থেকেও স্পষ্ট বুঝতে পারা যাচ্ছে। তবে অনেক বিজ্ঞানী ধারণা করছেন, ওই পাথরগুলি আসলে উল্কার অংশ। তবে প্রকৃত রহস্য এখনও উদ্ধার করা সম্ভব হয়নি। যদিও কিউরিসিটির ‘কেম ক্যাম’ গবেষণার কাজ চালিয়ে যাচ্ছে। কেম ক্যামের লেজার রশ্মি তাতে সহযোগিতা করছে। বর্তমানে কিউরিসিটি মঙ্গলের নির্দিষ্ট একটি পাহাড়ি অঞ্চলে ভ্রমণ করছে। অঞ্চলটিতে ছড়িয়ে থাকা কিছু ছাই রঙের বেডরক নিয়ে গবেষণা চালাচ্ছে।
Advertisement