Wednesday, April 30, 2025

মাইক্রো চিপস : পেসমেকার বসাতে অপারেশনের প্রয়োজন হবে না আর

- Advertisement -

মার্কিন যুক্তরাষ্ট্রের নর্থ ওয়েস্টার্ন বিশ্ববিদ্যালয়ের একদল বিজ্ঞানী এই ক্ষুদ্র মাইক্রো চিপস –টি আবিস্কার করেছেন। দৈর্ঘ্য ৩.৫ মিলিমিটার, প্রস্থ ১.৮ মিলিমিটার ও উচ্চতা ১ মিলিমিটার বিশিষ্ট এই মাইক্রো চিপস পেসমেকারটি বিনা অপারেশনেই প্রতিস্থাপন করা সম্ভব। এই ক্ষুদ্র মাইক্রো চিপস –টির আকার একটি চালের দানার চেয়েও ছোট।

মাইক্রো চিপস
Image by Gerd Altmann from Pixabay

অনলাইন পেপার : দিন যত এগিয়ে চলেছে, হৃদরোগের সমস্যা তত বেড়েই চলেছে। পূর্বের তুলনায় এই রোগ এখন মাত্রাতিরিক্ত বৃদ্ধি পেয়েছে। তাই বহুক্ষেত্রে অপারেশনের মাধ্যমে বুকে পেসমেকার বসানো ছাড়া আর অন্য কোনও উপায়ও থাকে না। যা একটি জটিল প্রক্রিয়ার মধ্য দিয়ে এগিয়ে নিয়ে যেতে হয়। অনেক ক্ষেত্রে অপারেশন হওয়ার পরেও রোগীকে সঠিক উপায়ে দেখভাল করার অভাবে তার মৃত্যু পর্যন্ত ঘটতে পারে।

যদিও চিকিৎসা বিজ্ঞান থেমে নেই। উত্তরোত্তর তারও উন্নতি ঘটে চলেছে। চলছে একের পর এক গবেষণা। আর এই গবেষণার ফল স্বরূপ এবার এমন এক টেকনিকের উদ্ভাবন ঘটিয়েছেন বিজ্ঞানীরা, যেখানে অপারেশনের মাধ্যমে কাটাছেঁড়া ছাড়ায় বুকে বসানো যাবে পেসমেকার। যে পেসমেকারের আকার একেবারেই ক্ষুদ্র। যাকে এক কথায় মাইক্রো চিপস -ও বলা যাবে।

সম্প্রতি নেচার সাময়িকীতে প্রকাশ পেয়েছে এই ধরণের একটি রিপোর্ট। সেখান থেকে জানা যাচ্ছে, মার্কিন যুক্তরাষ্ট্রের নর্থ ওয়েস্টার্ন বিশ্ববিদ্যালয়ের একদল বিজ্ঞানী এই ক্ষুদ্র মাইক্রো চিপস –টি আবিস্কার করেছেন। দৈর্ঘ্য ৩.৫ মিলিমিটার, প্রস্থ ১.৮ মিলিমিটার ও উচ্চতা ১ মিলিমিটার বিশিষ্ট এই মাইক্রো চিপস পেসমেকারটি বিনা অপারেশনেই প্রতিস্থাপন করা সম্ভব। এই ক্ষুদ্র মাইক্রো চিপস –টির আকার একটি চালের দানার চেয়েও ছোট।

ওই রিপোর্ট থেকে আরও জানা যাচ্ছে, অস্থায়ী পেসমেকার বসানোর ক্ষেত্রে সার্জারির পর ইলেক্ট্রোড যুক্ত করার প্রয়োজন পড়ে। যা বাইরে থেকে একটি ডিভাইসের মাধ্যমে করতে হয়। এই ডিভাইস আবার যুক্ত থাকে তারের মাধ্যমে। পরে সেই তার টেনে বের করে ফেলতে হয়। এই সময় বেশ জটিল প্রক্রিয়ার মধ্য দিয়ে এগোতে হয় চিকিৎসকদের। কারণ তার টেনে বের করার সময় শরীরের একাধিক টিস্যু ক্ষতিগ্রস্ত হতে পারে। ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে হৃদপেশীরও।

- Advertisement -

উদাহরণ হিসেবে ওই রিপোর্টে তুলে ধরা হয়েছে, চাঁদে প্রথম পদস্পর্শকারী নীল আর্মস্ট্রংয়ের নাম। বাইপাস সার্জারির সময় তাঁর ক্ষেত্রেও বুকে একটি অস্থায়ী পেসমেকার বসানো হয়েছিল। পরে শরীর থেকে তার বের করার সময়ে অত্যধিক রক্তক্ষরণে তাঁর মৃত্যু ঘটে।

কিন্তু নর্থ ওয়েস্টার্ন বিশ্ববিদ্যালয়ের ওই বিজ্ঞানীদের দাবি, এক্ষেত্রে তেমন কোনও ঘটনা ঘটার সম্ভাবনা থাকবে না। কারণ এই মাইক্রো চিপস যুক্ত পেসমেকারটি সম্পূর্ণভাবে ওয়ারলেস। অর্থাৎ এটির সঙ্গে কোনও প্রকার তার যুক্ত থাকবে না।

তবে কীভাবে কাজ করবে এটি? বিজ্ঞানীরা জানাচ্ছেন, মাইক্রো চিপস –টি তাঁরা তৈরি করেছিলেন নবজাতক শিশু বিশেষ করে যারা জন্মগতভাবে হৃদরোগের সমস্যা নিয়ে ভূমিষ্ঠ হচ্ছে, তাদের কথা মাথায় রেখে। শরীরের ওপরেই একে নরম টেপের সাহায্যে প্রতিস্থাপন করা যাবে। হৃদপিণ্ডের গতি স্বাভাবিকের চেয়ে কম হলে টেপ তা শনাক্ত করে ইনফ্রায়েড রশ্মির মাধ্যমে সংকেত পাঠাবে। যা পেসমেকারকে সক্রিয় করে তুলবে। মাইক্রো চিপস যুক্ত এই পেসমেকারে কোনও ব্যাটারিও থাকবে না।

বিজ্ঞানীরা আরও জানাচ্ছেন, এই পেসমেকার নবজাতকদের জন্য তৈরি করা হলেও এটিকে সর্বস্তরের মানুষের ক্ষেত্রে ব্যবহার করা যাবে।

- Advertisement -

এই রকম আরও

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সাম্প্রতিক খবর