এই নিয়ে দ্বিতীয়বার সিকিম উৎসব আয়োজিত হচ্ছে শান্তিনিকেতন সৃজনী শিল্পগ্রামে। ১১ ফেব্রুয়ারি সৃজনী শিল্পগ্রামে সিকিম উৎসব উপলক্ষে একটি ৪০ ফুট উচ্চতার বুদ্ধ মূর্তি উম্মোচন হয়। সিকিম উৎসবের আগের এই দিনে একটি সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন পূর্বাঞ্চলীয় সংস্কৃতি কেন্দ্রের অধিকর্তা গৌরি বসু ও সৃজনী শিল্পগ্রামের আধিকারিক অমিত অধিকারী। অমিত অধিকারী জানালেন, সিকিমের লোকসংস্কৃতি সবার সামনে তুলে ধরতে এই উদ্যোগ এই বিশেষ উদ্যোগ। – ছবি : জনদর্পণ প্রতিনিধি |

বিজয় ঘোষাল : ভারতের উত্তর-পূর্বাঞ্চলের একটি ছোট্ট অঙ্গরাজ্য সিকিম। মোট চারটি জেলা নিয়ে গঠিত এই রাজ্যটি উত্তর-পূর্ব ভারত সহ গোটা ভারতের একটি উল্লেখ্যযোগ্য পর্যটন কেন্দ্র। আয়তনে গোয়ার পর ভারতের দ্বিতীয় ক্ষুদ্রতম রাজ্য এই সিকিম। সিকিমের অধিবাসীরা মূলত লেপচা ও ভুটিয়া ভাষাগোষ্ঠীর।
এবার এই এক টুকরো সিকিম তুলে আনার চেষ্টা করল শান্তিনিকেতনের কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রকের পূর্বাঞ্চলীয় সংস্কৃতি কেন্দ্রের সৃজনী শিল্পগ্রাম। ১২ ফেব্রুয়ারি সৃজনী শিল্পগ্রামে সিকিম উৎসবের সূচনা হয়েছে। উৎসব চলবে আগামী ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পদ্মশ্রী প্রাপক ডাঃ সুশোভন বন্দোপাধ্যায় ও সিকিমের সংস্কৃতি মন্ত্রকের বেশ কয়েকজন প্রতিনিধিবর্গ।
সিকিম উৎসবের আগে শান্তিনিকেতন সৃজনী শিল্পগ্রামে শেষ মুহূর্তের প্রস্তুতি চোখে পড়ার মতো। সৃজনী শিল্পগ্রাম সেজে উঠেছে সিকিম আঙ্গিকে। ৩ দিনের এই সিকিম উৎসবে রয়েছে সিকিমের বিভিন্ন প্রাদেশিক তথা আঞ্চলিক লোকনৃত্য, লোকগান, শাস্ত্রীয় নৃত্য। রয়েছে সিকিমের ঘরানার হস্তশিল্প নিজস্ব কৃষ্টির চিত্রকর্মশালা। আরও রয়েছে সিকিমের নানান সুস্বাদু খাবারের প্রদর্শনী।
সিকিমের লোকনৃত্য ও উৎসবের মধ্যে যেগুলো রয়েছে, তার মধ্যে অবশ্যই উল্লেখ করতে হয় সঙ্গীনী নৃত্য, মারুতি নাচ, সিংহী ছাম, তোমাং সেলো, মুখোশনাচ, ভুটিয়া নাচ, ঘাট্রু নাচ, নেপালি লোকনৃত্য, রাইসিলি প্রভৃতি লোকনৃত্য।
প্রসঙ্গত উল্লেখ্য, এই নিয়ে দ্বিতীয়বার সিকিম উৎসব আয়োজিত হচ্ছে শান্তিনিকেতন সৃজনী শিল্পগ্রামে। ১১ ফেব্রুয়ারি সৃজনী শিল্পগ্রামে সিকিম উৎসব উপলক্ষে একটি ৪০ ফুট উচ্চতার বুদ্ধ মূর্তি উম্মোচন হয়। সিকিম উৎসবের আগের এই দিনে একটি সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন পূর্বাঞ্চলীয় সংস্কৃতি কেন্দ্রের অধিকর্তা গৌরি বসু ও সৃজনী শিল্পগ্রামের আধিকারিক অমিত অধিকারী। অমিত অধিকারী জানালেন, সিকিমের লোকসংস্কৃতি সবার সামনে তুলে ধরতে এই উদ্যোগ এই বিশেষ উদ্যোগ।