‘সৃজনী’-তে এবার আয়োজন করা হল ওড়িশার পারম্পরিক দেওয়াল চিত্র

Advertisement
কিন্তু সমাজ যত আধুনিকতার দিকে এগিয়ে চলেছে, ক্রমশ হারিয়ে যাচ্ছে ওই সমস্ত লোকচিত্র ও তার ঐতিহ্য। তবে পুরোপুরি এখনও হয়তো হারিয়ে যায়নি। লোকচিত্রের কিছুটা নান্দনিক মূল্য এখনও হয়তো সমাজ ব্যবস্থার অন্দরে প্রোথিত রয়েছে। যার প্রমাণ বারংবার দিয়ে চলেছে বীরভূমের পূর্বাঞ্চলী সংস্কৃতি কেন্দ্রের শান্তিনিকেতনের সৃজনী শিল্পগ্রাম। এবার তারা পূর্ব ভারতের ওড়িশা রাজ্যের সৌরচিত্র ও পটচিত্রকে তুলে ধরার চেষ্টা করছে।
‘সৃজনী’-তে এবার আয়োজন করা হল ওড়িশার পারম্পরিক দেওয়াল চিত্র

বিজয় ঘোষাল : যে কোনও লোকচিত্র বা লোককলা সেই সমাজ বা গোষ্ঠীর কৃষ্টি ও সংস্কৃতি পরম্পরা অনুযায়ী ঐতিহ্য বহন করে আসে যুগ যুগ ধরে। এককালে লোকচিত্র, বিশেষ করে পটচিত্র ও দেওয়ালচিত্র লোকশিক্ষার অন্যতম মাধ্যম হিসেবে কাজ এসেছে। সেখানে শিল্পী তাঁর অনুপম দক্ষতার সঙ্গে ফুটিয়ে তুলত পৌরাণিক ঘটনার নানান বিবরণ ও তাদের সমাজ ব্যবস্থার সাধারণ ঘটনাবলীর খন্ডচিত্র।

কিন্তু সমাজ যত আধুনিকতার দিকে এগিয়ে চলেছে, ক্রমশ হারিয়ে যাচ্ছে ওই সমস্ত লোকচিত্র ও তার ঐতিহ্য। তবে পুরোপুরি এখনও হয়তো হারিয়ে যায়নি। লোকচিত্রের কিছুটা নান্দনিক মূল্য এখনও হয়তো সমাজ ব্যবস্থার অন্দরে প্রোথিত রয়েছে। যার প্রমাণ বারংবার দিয়ে চলেছে বীরভূমের পূর্বাঞ্চলী সংস্কৃতি কেন্দ্রের শান্তিনিকেতনের সৃজনী শিল্পগ্রাম। এবার তারা পূর্ব ভারতের ওড়িশা রাজ্যের সৌরচিত্র ও পটচিত্রকে তুলে ধরার চেষ্টা করছে। এর আগেও এখানকার কর্মকর্তারা ওড়িশার অন্যতম শিল্প রুপোর তারের শিল্পকর্মের উপর কর্মশালার করেছিলেন।


আরও পড়ুন :


গত ৫ সেপ্টেম্বর শুরু হয়েছে ওড়িশার এই পারম্পরিক দেওয়াল চিত্রের উপর কর্মশালা। যা চলবে আগামী ১৯ সেপ্টেম্বর পর্যন্ত। ওড়িশা থেকে আগত ৭ জন শিল্পী এই কর্মশালাকে সাফল্যের সঙ্গে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। মূলত দুই ধরণের দেওয়াল চিত্রের কর্মশালা চলছে সৃজনীর ওড়িশার লোক ঘরে। সৌর চিত্র এবং পটচিত্র। সৌর চিত্র একটি শৈল প্রাচীর মূলক চিত্রকর্ম, যা ওড়িশার সৌর আদিবাসী সংস্কৃতির সঙ্গে যুক্ত। আর পটচিত্রের মাধ্যমে দেওয়ালে ফুটিয়ে তোলা হচ্ছে বিষ্ণুর দশাবতার সহ শ্রীকৃষ্ণের বিভিন্ন লীলা চিত্র।

সৃজনী শিল্পগ্রামের আধিকারিক অমিত অধিকারী জানালেন, আয়োজিত ওড়িশা রাজ্যের এই লোকচিত্রের উপর কর্মশালা শিল্পীদের উৎসাহিত করবে এবং তার সঙ্গে শান্তিনিকেতনে আগত স্থানীয় পর্যটকরা সৃজনী শিল্পগ্রামে এসে ওড়িশার শিল্পীদের এই শিল্পকর্ম দেখে তাঁদের সংস্কৃতি সম্পর্কে জানতে উৎসুক হবেন।

Advertisement
Previous articleদুঃস্থদের বস্ত্রবিতরণ ও যাত্রাশিল্পীদের সাহায্য প্রদান বীরভূমের পাহাড়পুরে
Next articleবরাবরই অসহায় মুমূর্ষু রোগীদের নিশ্চিত ভরসা ‘রক্তযোদ্ধা’ লাল্টু মিদ্যা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here