সূর্যের কাছে যাওয়ার অভিযানে নাসা

Advertisement
WhatsApp%2BImage%2B2019 12 19%2Bat%2B15.48.37

রঞ্জন সরকার : দুঃসাহসে ভর করে দীর্ঘদিন ধরে নাসা অভিযান চালিয়ে আসছে সূর্যে। এবার তাদের পাঠানো মহাকাশ যান পৌঁছে গেল সূর্যের একদম কাছে, অর্থাৎ সূর্য পৃষ্ঠ থেকে মাত্র ২৭.২ মিলিয়ন কিলোমিটার দূরে।
     আপাতভাবে এই দূরত্ব বিশ্ববাসীর কাছে বিরাট অঙ্কের বলে মনে হলেও অ্যাটমোস্ফিয়ারের এই অঞ্চলটি (করোনা) সাংঘাতিক রকম গরম। এবার সেখান থেকেই পৃথিবীতে এসে পৌঁছল সূর্যের প্রথম এবং সবচেয়ে কাছের ছবি। সময়টা ছিল এবছরের ৩১ অক্টোবর থেকে ১১ নভেম্বরের মধ্যকাল। ছবি তুলতে নাসা ওই মহাকাশ যানে বসিয়েছিল Wide field imager for solar probe নামের ক্যামেরা।
     গত ৬০ বছর ধরে সূর্যের কাছে গিয়ে রহস্যময় সৌর আবহাওয়ার ছবি তুলে গবেষণা করার চেষ্টা করছে নাসা। এবার সে বিষয়ে তারা প্রায় অনেকটাই সফল, বলছেন বিজ্ঞানীরা। নাসার এই অভিযান জারি থাকবে ২০২৫ সাল পর্যন্ত। সূর্যকে বুঝে নেওয়ার এই অভিযানের দিকে এখন তাকিয়ে আছে বিশ্বের কোটি কোটি চোখ।

Advertisement
Previous articleস্পেশাল ‘বড়দিন’ ১ : ভিন্ন রীতিতে ‘বড়দিন’ বলার কারণ আসলে একই
Next articleইতিহাস হয়ে যাওয়া সংক্ষিপ্ততম পত্রালাপ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here