সুরাপায়ীদের জন্য সুখবর, দাম কমতে পারে মদের

Advertisement

করোনা সংক্রমণ রুখতে দীর্ঘ লকডাউনের সময় অন্য সমস্ত কিছুর মতো মদের দোকানও বন্ধ রাখার নির্দেশ ছিল। পরে মদের দোকান খোলার পরপরই রাজ্যের প্রতিটি দোকানে দেখা গিয়েছিল উপচে পড়া ভিড়। যদিও পূর্বের তুলনায় মদের দাম বেড়েছিল ৩০ শতাংশ। ফলে স্বাভাবিকভাবেই সুরাপায়ীরা কম মদ কিনতে শুরু করায় মদের ব্যবসায় ভাঁটা পড়তে শুরু করে। এবার বর্ধিত সেই ৩০ শতাংশ দাম তুলে নিতে চলেছে রাজ্য সরকার। – ছবি : সংগৃহীত

good news for alcoholics alcohol can reduce prices

জনদর্পণ ডেস্ক : এ রাজ্যের এক বিশাল সংখ্যক মানুষের অন্যতম পছন্দের পানীয় মদ। এই তরল কেউ শখে পান করেন, কেউবা নেশার খোরাক হিসাবে নিয়মিত পান করে থাকেন। যাঁরা নেশার খোরাক হিসাবে পান করেন, দিনের শেষে তাঁদের এক বা দুই ‘প্যাগ’ পেটে চালান দিতেই হয়। তাতে বাধা দিলেই ‘দক্ষ-যজ্ঞ’ বেধে যেতে পারে। ‘সুরা’-র দাম যতই বাড়ুক, তাতে তাঁদের কিছু যায়-আসেনি কোনও কালেই। দামি হোক বা সস্তার, সামান্যটুকু হলেই তাঁরা সন্তুষ্ট।

     কিন্তু মাস কয়েক আগে এই সুরাপানে বাধা হয়ে দাঁড়িয়েছিল লকডাউন। করোনা সংক্রমণ রুখতে মার্চের চতুর্থ সপ্তাহের প্রথম দিক থেকেই দেশ জুড়ে শুরু হয়েছিল লকডাউন। অন্য সমস্ত কিছুর মতোই দেশ জুড়ে মদের দোকানও বন্ধ রাখার নির্দেশ ছিল। অন্যথা হয়নি পশ্চিমবঙ্গেও। ফলে ওই সময় সুরাপায়ীদের এই নেশায় তীব্র ব্যাঘাত ঘটেছে বলা চলে। যারা লকডাউন শুরু হওয়ার পূর্বে কিছু মদ গচ্ছিত রাখতে পেরেছেন, তাঁরাও ভাবতে পারেননি লকডাউনের মেয়াদ দীর্ঘ হতে পারে। ধীরে ধীরে তাঁদের ভাঁড়ার শূন্য হয়ে গিয়েছিল।

     যদিও লকডাউন শুরুর দীর্ঘ প্রায় দুই মাস পর রাজ্য সরকার নির্দিষ্ট প্রশাসনিক বিধিনিষেধ মেনে মদের দোকান খোলার সম্মতি দেয়। প্রথম দিনই রাজ্যের প্রায় প্রতিটি মদের দোকানে দেখা গিয়েছিল উপচে পড়া ভিড়। এ নিয়ে অনেক সমালোচনাও হয়েছিল রাজনৈতিক মহলে। সেসময় একদিনের মদ বেচে রাজস্ব আদায়ের রেকর্ড গড়েছিল রাজ্য সরকার। নতুন করে মদের দোকান খোলাতে সুরাপায়ীরাও যে খুব খুশি হয়েছিল সে সময়, তাঁদের ভঙ্গিমা দেখেই বুঝতে পারা গিয়েছিল।

     কিন্তু সুরাপায়ীদের সেই খুশি খুব বেশিদিনের ছিল না। কারণ দোকান খোলার পরপরই এ রাজ্যে মদের দাম এক ধাক্কায় বেড়ে যায় ৩০ শতাংশ। এমনিতেই দীর্ঘদিন লকডাউনের জন্য কর্মক্ষেত্র বন্ধ। পকেটও প্রায় ‘গড়ের মাঠ’। সংসার চালানোর অর্থ মজুত রেখে মদ কেনার বাড়তি টাকা পাবে কোথায়? ফলে স্বাভাবিকভাবেই মদের দোকানে ভিড় কমতে শুরু করে।

     এবার এই পরিস্থিতি স্বাভাবিক করতে নড়ে বসল রাজ্য। রাজ্য সরকার সূত্রে জানা যাচ্ছে, মদের উপর বর্ধিত ওই ৩০ শতাংশ দাম এবার তুলে নেওয়া হতে পারে। এই সিদ্ধান্ত কার্যকর হতে পারে আগামী সেপ্টেম্বর মাস নাগাদ। আর সেটা হলে এবার থেকে সুরাপায়ীরা পুরনো দামেই মদ কিনতে পারবেন।

Advertisement
Previous articleবাংলাদেশে এবছর ইলিশ এত বাড়ন্ত কেন?
Next articleযুক্তরাজ্যে কোটি টাকায় মহাত্মা গাঁধীর চশমা বিক্রি হল নিলামে

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here