Advertisement
সিডব্লিউইউআর তাদের নিজস্ব ওয়েবসাইটে যে প্রথম সারির ২০০০টি বিশ্ববিদ্যালয়ের তালিকা প্রকাশ করেছে, তার মধ্যে হার্ভার্ড ইউনিভার্সিটিকে প্রথম স্থান দেওয়া হয়েছে। এই তালিকায় ভারতের ৬৪টি বিশ্ববিদ্যালয় স্থান পেয়েছে। এদের মধ্যে ইন্ডিয়ান ইন্সটিটিউট অফ ম্যানেজমেন্ট আহমেদাবাদ ৪২৫তম স্থানে রয়েছে। – ছবি : সংগৃহীত
|
অনলাইন পেপার : ‘সেন্টার ফর ওয়ার্ল্ড ইউনিভার্সিটি’ (সিডব্লিউইউআর) গত ৮ জুন তাদের নিজস্ব ওয়েবসাইটে ২০২০-২০২১ বর্ষের বিশ্বের ২০০০টি বিশ্ববিদ্যালয়ের মর্যাদাক্রম (Rank)-এর তালিকা প্রকাশ করেছে। সেখানে ভারতের ৬৪টি বিশ্ববিদ্যালয় স্থান পেয়েছে। ভারতের এই বিশ্ববিদ্যালয়গুলির মধ্যে মর্যাদাক্রমে ৪১৫তম স্থান দেওয়া হয়েছে ইন্ডিয়ান ইন্সটিটিউট অফ ম্যানেজমেন্ট আহমেদাবাদ (Indian Institute of Management Ahmedabad)-কে। তার স্কোর দেওয়া হয়েছে ৭৫.১। ওই তালিকায় (National Rank) এই বিশ্ববিদ্যালয়টি ভারতীয় অন্য বিশ্ববিদ্যালয়গুলির মধ্যে প্রথম। সিডব্লিউইউআর (CWUR) এর বিচারে মর্যাদাক্রমের তালিকায় মার্কিন যুক্তরাষ্ট্রের হার্ভার্ড ইউনিভার্সিটিকে প্রথম স্থান দেওয়া হয়েছে। এই বিশ্ববিদ্যালয়টির স্কোর ১০০।
২০১২ সাল থেকে আরব আমিরাতের এই সংস্থাটি তাদের ওয়েবসাইটের মাধ্যমে বিশ্বের সেরা বিশ্ববিদ্যালয়গুলির মর্যাদাক্রমের তালিকা প্রকাশ করে থাকে। সেখানে স্থান দেওয়া হয় তাদের বিচারে প্রথম সারির ২০০০টি বিশ্ববিদ্যালয়কে। তারা এই তালিকা প্রকাশ করে প্রধান ৪টি এবং সর্বমোট ৭টি সূচকের ওপর নির্ভর করে। প্রতি সূচকে শতকরা হিসাবে স্কোরও দেওয়া হয়ে থাকে।
এই সূচকগুলি হল (১) Quality of Education (শিক্ষার মান), এখানে ২৫ শতাংশ স্কোর থাকে। (২) Alumni Employment (প্রাক্তন কর্মসংস্থান), এখানে স্কোর থাকে ২৫ শতাংশ। (৩) Quality of Faculty (দক্ষতার গুনমান), এই সূচকে স্কোর দেওয়া হয় ১০ শতাংশ। (৪) Research Performance (গবেষণা সম্পাদন), এই সূচকটিকে আবার ৪টি অংশে ভাগ করা হয়েছে, (i) Research Output (মোট গবেষণাপত্রের পরিমাপ), (ii) High-Quality Publication (শীর্ষস্তরের জার্নালগুলিতে গবেষণাপত্রগুলির সংখ্যা দ্বারা পরিমাপ), (iii) Influence (প্রভাব) এবং (iv) Citations (উদ্ধৃতি সমূহ)। এই সূচকগুলির প্রত্যেকটি অংশে ১০ শতাংশ স্কোর দেওয়া হয়েছে। মোট স্কোর দেওয়া হয় ১০০ শতাংশ।
সিডব্লিউইউআর-এর এই মর্যাদাক্রমের তালিকায় প্রথম ১০টি বিশ্ববিদ্যালয়ের ৮টি-ই মার্কিন যুক্তরাষ্ট্রের। ক্রমানুসারে সেগুলি হল হার্ভার্ড ইউনিভার্সিটি, ম্যাসাচুসেটস ইন্সটিটিউট অফ টেকনোলজি, স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি, কলম্বিয়া ইউনিভার্সিটি, প্রিন্সটোন ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি অফ পেনসিলভানিয়া, ইউনিভার্সিটি অফ শিকাগো ও ইয়েল ইউনিভার্সিটি। এছাড়াও দেশটির আরও ৩৪৯টি বিশ্ববিদ্যালয় এই তালিকায় স্থান পেয়েছে। প্রথম ১০-এর তালিকায় ইংল্যান্ডের ইউনিভার্সিটি অফ কেমব্রিজ ও ইউনিভার্সিটি অফ অক্সফোর্ড-কে যথাক্রমে চতুর্থ এবং পঞ্চম স্থান দেওয়া হয়েছে।
এই ২০০০টি বিশ্ববিদ্যালয়ের তালিকায় ভারতের মোট ৬৪টি বিশ্ববিদ্যালয়কে বেছে নেওয়া হয়েছে। ভারতের প্রতিবেশী দেশগুলির মধ্যে চিনের ২৬৭টি, পাকিস্থানের ১০টি এবং বাংলাদেশের ১টি বিশ্ববিদ্যালয় (ঢাকা বিশ্ববিদ্যালয়)-কে এই তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে।
Advertisement