এ বছর ১৪৯টি দেশের উপর সমীক্ষা করা হয়েছে। সমীক্ষায় জোর দেওয়া হয়েছে, দেশের মানুষ তার ব্যক্তিগত জীবনে কতটা সুখী, তার উপর। আর সেই মানুষটির সুখী হতে একটি দেশের যা যা সুযোগ-সুবিধা সে স্বচ্ছন্দে ভোগ করতে পারে, সেদিকেও নজর দেওয়া হয়েছে। এই তালিকায় ২২টি দেশ আগের তুলনায় উন্নতি করেছে। তার মধ্যে চিন (৯৪তম স্থান থেকে ৮৪তম স্থান), বাংলাদেশ (১০৭তম থেকে ১০১তম)-এর নাম উল্লেখ করতে হয়। |

অনলাইন পেপার : ২০ মার্চ ছিল আন্তর্জাতিক সুখ দিবস। আর এই দিনেই ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্টে বিশ্বের সবচেয়ে সুখী দেশের তালিকায় শীর্ষে গত বছরের মতো আবারও জায়গা করে নিল ফিনল্যান্ড। ইউরোপের এই দেশটির পরেই দ্বিতীয় স্থানে রাখা হয়েছে ডেনমার্ক-কে। আর এই তালিকায় ভারতকে স্থান দেওয়া হয়েছে ১৩৯তম। যা প্রতিবেশী অন্যসব দেশগুলির থেকে অনেক পিছনে।
২০১২ সালের ২৮ জুন জাতিসংঘের সাধারণ পরিষদের একটি অধিবেশনে আন্তর্জাতিক সুখ দিবস বা বিশ্ব সুখী দিবস পালন করার সিদ্ধান্ত নেওয়া হয়। এর পর থেকেই প্রতি বছর ‘২০ মার্চ’ দিনটিকে বিশ্বের বিভিন্ন দেশে মর্যাদার সাথে আনুষ্ঠানিকভাবে পালন করা হয়। তবে ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট ২০১২ সাল থেকেই প্রতি বছর প্রকাশিত হয়ে চলেছে।
যেহেতু প্রায় সমগ্র ২০২০ সালটি করোনা আতঙ্কে অতিবাহিত হয়েছে, তাই ওই বছরটির প্রতি বিশেষ দৃষ্টি ছিল সকলের। করোনা পরিস্থিতিতে চলা লকডাউনের প্রভাবে অর্থনৈতিক অবস্থা বিশ্ব জুড়ে মোটেও ভালো যায়নি ওই বছর। এর পরেও করোনার ধাক্কা কাটাতে খুব বেশি সময়ও নেয়নি কোনও দেশই প্রায়। এই পরিস্থিতিতে ২০ মার্চ ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট প্রকাশিত হয়েছে। রিপোর্টটি প্রকাশিত হয়েছে ‘অ্যানালেটিক রিসার্চ গ্যালাপ’ এর তথ্য অনুযায়ী। সেখানে গত ৪ বছরের মতো শীর্ষ দেশের তকমা দেওয়া হয়েছে ফিনল্যান্ড-কে।
এ বছর ১৪৯টি দেশের উপর সমীক্ষা করা হয়েছে। সমীক্ষায় জোর দেওয়া হয়েছে, দেশের মানুষ তার ব্যক্তিগত জীবনে কতটা সুখী, তার উপর। আর সেই মানুষটির সুখী হতে একটি দেশের যা যা সুযোগ-সুবিধা সে স্বচ্ছন্দে ভোগ করতে পারে, সেদিকেও নজর দেওয়া হয়েছে।
এই তালিকায় ২২টি দেশ আগের তুলনায় উন্নতি করেছে। তার মধ্যে চিন (৯৪তম স্থান থেকে ৮৪তম স্থান), বাংলাদেশ (১০৭তম থেকে ১০১তম)-এর নাম উল্লেখ করতে হয়। আবার কয়েকটি দেশ তার পূর্ব স্থান থেকে পিছিয়েও গিয়েছে। তাদের মধ্যে ইংল্যান্ড (১৩তম থেকে ১৭তম) অন্যতম।
এই রিপোর্টে সবচেয়ে অসুখী দেশগুলির তালিকায় স্থান দেওয়া হয়েছে আফগানিস্থান, লেসোথো, বোতসোয়ানা, রুয়ান্ডা ও জিম্বাবয়ে-কে। ভারতকে এই তালিকায় ১৩৯তম স্থানে রাখা হয়েছে। ভারতের প্রতিবেশী দেশগুলির মধ্যে মায়ানমার রয়েছে ১২৬তম স্থানে, পাকিস্থান রয়েছে ১০৫তম স্থানে এবং শ্রীলঙ্কা রয়েছে ১২৯তম স্থানে।
ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট অনুযায়ী প্রথম ২০টি সুখী দেশ – ফিনল্যান্ড, ডেনমার্ক, সুইজারল্যান্ড, আইসল্যান্ড, নেদারল্যান্ডস, নরওয়ে, সুইডেন, লুক্সেমবার্গ, নিউজিল্যান্ড, অস্ট্রিয়া, অস্ট্রেলিয়া, ইসরায়েল, জার্মানি, কানাডা, আয়ারল্যান্ড, কোস্টারিকা, ব্রিটিশ যুক্তরাজ্য, চেক প্রজাতন্ত্র, মার্কিন যুক্তরাষ্ট্র ও বেলজিয়াম।