Advertisement
রঞ্জন সরকার : শীত ঋতুটাকে ভ্রমণরসিক বাঙালিরা বরাবরই একটু অন্য চোখে দেখে। অনেক বাঙালি এই শীত ঋতুটাকে আদর করে ভ্রমণ ঋতুও বলেন। কারণ অধিকাংশ ভ্রমণরসিক বাঙালি ভ্রমণের সময় হিসাবে শীতকালটিকেই বেছে নিয়ে থাকেন। এই বাঙালিরা তখন দূরকে মোটেও দূর ভাবেন না। হাতে সময় থাকলে আর পকেটে নোট থাকলে কোনও কিছুর পরোয়া না করে হিল্লি-দিল্লি ঘুরে আসতে চান। কিন্তু যাদের পকেট তুলনামূলক হালকা, তারা অবশ্যই চাইবেন কাছাকাছি ১ দিন বা বড়ো জোর ২ দিনের মধ্যে তার ভ্রমণ সমাপ্ত করতে। কাছাকাছি এই রকম সস্তা অথচ মনোরম সুন্দর জায়গারও কিন্তু অভাব নেই।
ম্যাসানজোর এই জায়গাগুলির মধ্যে একটি। বিশাল ড্যামটিকে ঘিরে চতুর্দিকে দাঁড়িয়ে আছে ছোটো-বড়ো অসংখ্য পাহাড়। মাঝে সরু একফালি পাহাড়ি রাস্তা। সেই রাস্তার দু’ধারে ছড়িয়ে থাকা বিচিত্র সবুজ গাছপালা, বুনো ফুল, রঙিন প্রজাপতি, নীলাভ পাহাড় দেখে মুগ্ধ হবেন না এমন বাঙালি খুব কমই আছে। আর এসবই ধরা পড়ল জনদর্পণ-এর ক্যামেরায় …
Advertisement