রাজনগরে ডেঙ্গু নিয়ে সচেতনা শিবির

Advertisement
d

অরবিন্দ মালি : গত ১০ ডিসেম্বর রাজনগর ব্লক উন্নয়ন দফতর, স্বাস্থ্য পরিবার কল্যাণ দফতরও শিক্ষা দফতরের যৌথ সহযোগিতায় বীরভূমের রাজনগর নজরুল মঞ্চে আয়োজন করা হয় ডেঙ্গু নিয়ে একদিনের একটি সচেতনা শিবিরের। শিবিরটির আয়োজন করে কন্যাশ্রী প্রাপক স্থানীয় ছাত্রীরা। রাজনগর ছাড়াও এদিনের শিবিরে উপস্থিত ছিল পাশ্ববর্তী লাউজোড়, ভবানীপুর, সিসালফার্ম, জয়পুর, তাতিঁপাড়া প্রভৃতি অঞ্চলের উচ্চ বিদ্যালয়েরকন্যাশ্রী প্রাপক ছাত্রীরা।
     অনুষ্ঠানের সূচনা হয় ডেঙ্গু সচেতনা নিয়ে একটি বর্নাঢ্য শোভাযাত্রার মাধ্যমে। উপস্থিত ছিলেন জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক মাননীয় হিমাদ্রি আড়িঁ, রাজনগর ব্লকের জয়েন্ট বিডিও শুভাশিস ভট্টাচার্য সহ রাজনগর ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের সদস্যরা। কন্যাশ্রী প্রাপক ছাত্রীরা এদিন নাচ, গান, আবৃত্তি, বক্তৃতা ইত্যাদি অনুষ্ঠানেরও আয়োজন করে। এছাড়া ডেঙ্গু প্রতিরোধ করতে তাদের ভূমিকা কি হবে তাও তারা বক্তৃতার মাধ্যমে সবার সামনে তুলে ধরে।
     এদিন ডেঙ্গু নিয়ে একটি প্রশ্নোত্তর প্রতিযোগিতার আয়োজন করে অন্বেষা ক্লিনিক। অনুষ্ঠানের শেষে পুরষ্কার প্রদান করা হয় ছাত্রীদের।

Advertisement
Previous articleড. এম এ পোককের বর্ণনায় উঠে এল ‘এলিয়েন’
Next articleশুরু হল আসেকা সাঁওতালী বোর্ডের বার্ষিক পরীক্ষা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here