দীর্ঘ ৫০ বছর যুক্তরাজ্যে এক ব্যক্তির বাড়ির ড্রয়ারে অবহেলায় পড়েছিল মহাত্মা গাঁধীর ব্যবহৃত এক জোড়া চশমা। চশমা জোড়াটি গাঁধীজি ব্যবহার করতেন ১৯২০ সাল নাগাদ দক্ষিণ আফ্রিকায় থাকার সময়ে। ওই চশমা জোড়াটি গত ২১ আগস্ট নিলামে বিক্রিয় হল ২ লক্ষ ৬০ হাজার পাউন্ডে। কিনেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের একজন সংগ্রাহক। যদিও নিলাম প্রতিষ্ঠানটির ধারণা ছিল ওই চশমা জোড়াটি বড় জোর বিক্রি হতে পারে ১৫ হাজার পাউন্ডে। – ছবি : সংগৃহীত |
অনলাইন পেপার : অনেক সময় চোখের সামনে দুষ্প্রাপ্য এমন কিছু পড়ে থাকে, তৎক্ষণাৎ যার সঠিক মূল্য আন্দাজ করা কঠিন হয়ে পড়ে। হয়তো সংরক্ষণকারী সেটি তাঁর পূর্ব পুরুষের কাছ থেকে অর্জন করেছেন, কিন্তু তাঁর নিজের প্রয়োজনে কখনও সেটি লাগেনি। তাই বাধ্য হয়েই দুষ্প্রাপ্য সেটিকে ফেলে রেখেছেন অবহেলায় ঘরের নির্দিষ্ট কোথাও। মাঝে মধ্যে ভুলেও যেতে পারেন তিনি, বস্তুটি যে তাঁর কাছেই রয়েছে এতদিন। অথবা হারিয়ে যেতে পারে, চুরি হয়ে যাওয়াটাও অস্বাভাবিক কিছু নয়।
কিন্তু দীর্ঘদিন পর যখন তিনি জানতে পারবেন, তাঁর কাছে এতদিনের সংরক্ষিত ওই বস্তুটি কোনও মহান মানুষের ব্যবহৃত সম্পদ ছিল কোনও এক সময়ে এবং তার বর্তমান মূল্য কোটি টাকারও বেশি, তাহলে কেমন হতে পারে তাঁর মানসিক অবস্থা!
সম্প্রতি এরকমই একটি ঘটনা ঘটেছে ব্রিটিশ মুলুকে। বিবিসি সংবাদ মাধ্যমের একটি রিপোর্ট থেকে জানা যাচ্ছে, দীর্ঘ প্রায় ৫০ বছর যুক্তরাজ্যের এক ব্যক্তির বাড়ির ড্রয়ারে অবহেলায় পড়ে ছিল ভারতের ‘জাতির পিতা’ মহাত্মা গাঁধীর এক সময়কার ব্যবহৃত এক জোড়া চশমা। সম্প্রতি ওই চশমা জোড়াটি নিলামে বিক্রি হয়েছে ২ লক্ষ ৬০ হাজার পাউন্ডে। ভারতীয় মুদ্রায় হিসাব করলে যার মূল্য দাঁড়াবে প্রায় আড়াই কোটি টাকা।
ওই রিপোর্ট থেকে আরও জানা যাচ্ছে, নিলাম হয়েছে গত ২১ আগস্ট ৬ মিনিটের ফোন বার্তার মাধ্যমে। নিলামকারী এন্ড্রু স্টো-এর বক্তব্য থেকে জানা যায়, মহাত্মা গাঁধীর ব্যবহৃত ওই চশমা জোড়াটি এতদিন সংরক্ষিত ছিল ইংল্যান্ডের ম্যাঙ্গোসফিল্ড অঞ্চলের একজন প্রবীণ বাসিন্দার বাড়ির ড্রয়ারে। সম্প্রতি করোনা আবহের মধ্যেই বাড়ি পরিষ্কার করার সময়ে সেটি তাঁর নজরে পড়ে। ওই চশমা জোড়াটি ১৯২০ সাল নাগাদ তাঁদের এক আত্মীয় দক্ষিণ আফ্রিকায় মহাত্মা গাঁধীর সঙ্গে দেখা করার সময় পেয়েছিলেন। তখন থেকেই তাঁদের পরিবারে কাছে বংশপরম্পরায় এটি সংরক্ষিত ছিল।
পরে ম্যাঙ্গোসফিল্ড অঞ্চলের ওই প্রবীণ বাসিন্দা নিলামের জন্য এন্ড্রু স্টো-এর নিলাম প্রতিষ্ঠান ‘ইস্ট ব্রিস্টল অকশন হাউজ’-এ দেন। ওই প্রবীণ বাসিন্দা চেয়েছিলেন, এমন একজন মানুষের হাতে ওই চশমা জোড়াটি পৌঁছক, যিনি এর ঐতিহাসিক কদর বুঝবেন। কিন্তু তখনও পর্যন্ত এর মূল্য সম্পর্কে তাঁর কোনও ধারণা ছিল না। এন্ড্রু স্টো জানিয়েছেন, মালিক এর কদর বুঝতে না পেরে বলেছিল যদি নিলামে চশমা জোড়াটি বিক্রি না হয়, তাহলে এটিকে যেন ফেলে দেওয়া হয়। কিন্তু নিলাম প্রতিষ্ঠানের ধারণা ছিল এর মূল্য ১৫ হাজার পাউন্ড হতে পারে।
অবশেষে সাদা এনভেলপে মোড়া ওই চশমা জোড়াটি নিলামে বিক্রি হয়েছে ২ লক্ষ ৬০ হাজার পাউন্ডে। চশমা জোড়াটি কিনেছেন আমেরিকার একজন সংগ্রাহক।