মারা গেলেন ল্যারি, রয়ে গেল তাঁর কপি-কাট-পেস্ট

Advertisement
Larry
অনলাইন পেপার : বর্তমান কম্পিউটার বা মোবাইল প্রযুক্তিতে কপি, কাট বা পেস্ট কি প্রয়োজনে ব্যবহার করা হয়, এবিষয়ে নতুন করে না বললেও চলবে। কিন্তু এটা অবশ্যই বলতে হয়, এই ৩টি বিষয়ের আবিষ্কার সম্পূর্ণ বদলে দিয়েছে কম্পিউটার জগতকে। প্রযুক্তিতে এনে দিয়েছে অনেক বেশি সরলতা। মুহূর্তের মধ্যে যে কোনও বড়ো ফাইলকে হুবহু একই রকমভাবে অন্য কোথাও প্রতিলিপি তৈরি করা এখন শুধু মাউসের একটা ক্লিকই যথেষ্ট।
     কিন্তু কে করলেন এই অসাধ্য সাধন? কম্পিউটার বা মোবাইল প্রযুক্তির সাথে যুক্ত ৯০-৯৫% মানুষই জানেন না সেই আবিষ্কারকের নাম। কারণ তিনি বিল গেটস বা স্টিভ জবস-এর মতো প্রচারের আলোয় আসেননি কখনও। প্রযুক্তির এই কপি, কাট আর পেস্টের আবিষ্কারকের নাম ল্যারি টেসলার। গত ১৭ ফেব্রুয়ারি মারা গিয়েছেন ৭৪ বছর বয়সী এই বিশিষ্ট প্রযুক্তি বিজ্ঞানী।
     ১৯৪৫ সালের ২৪ এপ্রিল তাঁর জন্ম হয় মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরের ব্রোনক্সে। তিনি তাঁর কর্মজীবনে কাজ করেছেন জেরক্স, অ্যাপল, অ্যামাজন, ইয়াহুর মতো সংস্থার সঙ্গে। জেরক্সে কাজ করার সময়ে ৭০-এর দশকে তিনি আবিষ্কার করেন কপি, কাট ও পেস্ট-এর মতো এই অমূল্য বিষয় ৩টিকে। যা এখনও কম্পিউটার জগতের জনপ্রিয় কমান্ড হয়ে রয়েছে।
Advertisement
Previous articleকারুশিল্পে ‘শান্তিনিকেতনী ঘরানা’র স্রষ্টা রথীন্দ্রনাথ ও শিল্পসদন
Next article‘আমার কুটির’ ভাষা দিবসের অঙ্গীকার নিয়ে আয়োজন করল রক্তদান শিবিরের

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here