এবছর পশ্চিমবঙ্গ থেকে মোট ৬ লাখ ৯৮ হাজার ৬২৮ জন শিক্ষার্থী মাধ্যমিক পরীক্ষা দিয়েছে। যার মধ্যে ছাত্র ছিল ২ লাখ ৯০ হাজার ১৭২ জন ও ছাত্রীর সংখ্যা ছিল ৩ লাখ ৫৬ হাজার ২১ জন। পরীক্ষা শুরু হয়েছিল ২৩ ফেব্রুয়ারি আর শেষ হয়েছিল ৪ মার্চ। ২৮৬৭টি কেন্দ্রে এবছর মাধ্যমিক পরীক্ষা নেওয়া হয়েছিল।

অনলাইন পেপার : জীবনের প্রথম সবচেয়ে বড় পরীক্ষার ফলাফল প্রকাশ হতে চলেছে আগামীকাল। অর্থাৎ ২০২২-২০২৩ মাধ্যমিক শিক্ষাবর্ষের রেজাল্ট বেরুবে ১৯ মে। যে রেজাল্টের উপর অনেকটাই নির্ভর করছে ছাত্র-ছাত্রীদের পরবর্তী শিক্ষা জীবন। পরীক্ষার ৭৫ দিন পর এই ফলাফলের দিন নির্দিষ্ট করেছে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ।
পর্ষদ সূত্রে জানা যাচ্ছে, ১৯ মে সকাল ১০টা নাগাদ তারা সাংবাদিক বৈঠক করবে। আর ১২টায় মাধ্যমিক পরীক্ষার ফলাফল ঘোষণা করবে মধ্যশিক্ষা পর্ষদের নিজস্ব ওয়েব সাইটে। যেখান থেকে রেজাল্ট জানতে পারবে পরীক্ষার্থীরা। ওই সময় থেকে পর্ষদের ওয়েব সাইটের পাশাপাশি অন্য কয়েকটি ওয়েব সাইট থেকেও এই রেজাল্ট জানা সম্ভব হবে।
মধ্যশিক্ষা পর্ষদের নিজস্ব ওয়েব সাইট wbbse.wb.gov.in এর পাশাপাশি আরও যে সমস্ত ওয়েব সাইট থেকে মাধ্যমিক পরীক্ষার ফলাফল জানা যাবে সেগুলি হল wbresults.nic.in, wbbse.org, fastresult.in, exametc.com, vidyavision.com, indiaresults.com, schools9.com ও results.shiksha।
এর পাশাপাশি থাকছে অ্যাপস এর সুবিধাও। অর্থাৎ মোবাইল অ্যাপস এর মাধ্যমেও জানা যাবে মাধ্যমিক পরীক্ষার ফলাফল। এক্ষেত্রে গুগুল প্লে স্টোর এ গিয়ে বিনামূল্যে Madhyamik results 2023, Exametc, Fast result বা Madhyamik result অ্যাপসগুলির যে কোনও একটিকে ইন্সট্রল করতে হবে।
এছাড়াও এসএমএস এর মাধ্যমেও জানতে পারা যাবে মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট। WB10 এর সঙ্গে ক্রমিক নম্বর লিখে 5676570 এ এসএমএস করলেই পাওয়া যাবে মাধ্যমিক পরীক্ষার ফলাফল।
ওয়েব সাইট বা অ্যাপসগুলিতে কীভাবে দেখবেন মাধ্যমিক পরীক্ষার ফলাফল? এক্ষেত্রে যে কোনও একটি সাইটে প্রবেশ করে WBBSE class 10th results লিঙ্কে ক্লিক করতে হবে। সেখানে রেজিস্ট্রেশন নাম্বার ও জন্ম তারিখ লিখে সার্চ করলেই পাওয়া যাবে মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট। এর পাশাপাশি এখান থেকে পরীক্ষার মার্কশিটও ডাউনলোড করার সুবিধা থাকবে।
এবছর পশ্চিমবঙ্গ থেকে মোট ৬ লাখ ৯৮ হাজার ৬২৮ জন শিক্ষার্থী মাধ্যমিক পরীক্ষা দিয়েছে। যার মধ্যে ছাত্র ছিল ২ লাখ ৯০ হাজার ১৭২ জন ও ছাত্রীর সংখ্যা ছিল ৩ লাখ ৫৬ হাজার ২১ জন। পরীক্ষা শুরু হয়েছিল ২৩ ফেব্রুয়ারি আর শেষ হয়েছিল ৪ মার্চ। ২৮৬৭টি কেন্দ্রে এবছর মাধ্যমিক পরীক্ষা নেওয়া হয়েছিল।