Advertisement
আরব দেশগুলির মধ্যে প্রথম দেশ হিসাবে মঙ্গলে অভিযান চালাতে চলেছে আরব আমিরাত। আগামী ১৪ জুলাই জাপানের তানেগাশিমা দ্বীপ থেকে তারা মহাকাশ যান ‘আমাল’-কে মঙ্গলের উদ্দেশ্যে প্রেরণ করবে। যানটি মঙ্গলের কক্ষপথে পৌঁছবে আগামী বছরের ফেব্রুয়ারি মাস নাগাদ। – ছবি : সংগৃহীত
|
অনলাইন পেপার : এতদিন মঙ্গল গ্রহে অভিযান চালাতে সীমাবদ্ধতা ছিল হাতে গোনা বিশ্বের মাত্র কয়েকটি দেশের মধ্যে। এদের মধ্যে রাশিয়া, আমেরিকা, ইউরোপীয় ইউনিয়ন, জাপান একাধিকবার মঙ্গলের দিকে যান পাঠিয়েছে। ভারতও কয়েক বছর আগে খুব কম খরচে মঙ্গলের উদ্দেশ্যে যান পাঠাতে সক্ষম হয়েছে। তবে এবার মঙ্গলে পাড়ি দিতে মহাকাশ যান পাঠাতে চলেছে এমন একটি দেশ, যে কিনা সমগ্র আরব দেশগুলির মধ্যে প্রথম। বিশ্বের কাছে অন্যতম প্রধান খনিজ তেল রপ্তানিকারি দেশ হিসাবে পরিচিত আরব আমিরাত আগামী ১৪ জুলাই যান পাঠাতে দিন স্থির করেছে।
বিবিসি সংবাদ মাধ্যম সূত্রে জানা গিয়েছে, আগামী সপ্তাহেই ওই মানব বিহীন মঙ্গলযানটিতে জ্বালানী ভরার কাজ শুরু করবে আরব আমিরাত। তাদের পাঠানো ওই মঙ্গল যানটির নাম রাখা হয়েছে ‘আমাল’ (আরবি শব্দ)। যার অর্থ ‘আশা’।
পৃথিবী থেকে সৌরজগতের চতুর্থতম এই গ্রহটির দূরত্ব প্রায় ৪৯৩ মিলিয়ন কিলোমিটার। জানা গিয়েছে, ওই পথ অতিক্রম করতে আমালের সময় লাগতে পারে প্রায় ৭ মাস। অর্থাৎ যানটি মঙ্গলের কক্ষপথে পৌঁছবে আগামী বছরের ফেব্রুয়ারি মাস নাগাদ। তারপর মঙ্গলের কক্ষপথ ধরে সেটি বিচরণ করতে শুরু করবে। মঙ্গলকে একবার পাক খেতে আমালের সময় লাগবে প্রায় ৫৫ ঘণ্টা। এমনিতেই বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে পূর্বে যত মহাকাশ যান মঙ্গলে পাঠানো হয়েছে তাদের বেশিরভাগই মঙ্গলের ভূতত্ত্ব নিয়ে গবেষণা করেছে। তবে এবার আরব আমিরাতের এই মহাকাশ যানটি মঙ্গলের জলবায়ু নিয়ে গবেষণা চালাবে। সবচেয়ে বেশি গবেষণা চালাবে অক্সিজেন ও হাইড্রোজেনের উপস্থিতি নিয়ে। যা মূলত জল তৈরির উপাদান।
মঙ্গল যানটিতে থাকবে তিন ধরণের বিশেষ সেন্সর। যা বায়ুমণ্ডল পরিমাপ করতে সাহায্য করবে। থাকবে একটি উচ্চ প্রযুক্তির ক্যামেরাও। মঙ্গল যানটিতে থাকা ইনফ্রারেড এস্পেক্টোমিটার বায়ুমণ্ডলের বিভিন্ন অংশ পরিমাপ করবে। এই যন্ত্রটি তৈরি করেছে মার্কিন যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা স্টেট ইউনিভার্সিটি।
এমনিতেই বিশ্বের অন্য দেশগুলি মহাকাশ বিজ্ঞানে যথেষ্ট এগিয়ে গেলেও আরব দেশগুলিকে সে তুলনায় তেমন অগ্রসর হতে দেখা যায়নি। এদের মধ্যে আরব আবিরাতই একমাত্র দেশ যে এই প্রথম মঙ্গলের উদ্দেশ্যে পাড়ি জমাতে চলেছে। যা সমগ্র আরব দেশগুলির মধ্যে উল্লেখযোগ্য ভূমিকা রাখবে, বলছেন বিশ্বের বিভিন্ন প্রান্তের মহাকাশ বিশেষজ্ঞরা।
আগামী ১৪ জুলাই ‘আমাল’ যানটি পাঠানোর দিনক্ষণ ঠিক করা হয়েছে। যানটি তারা পাঠাবে জাপানের তানেগাশিমা দ্বীপ অঞ্চল থেকে, জাপানি রকেটের মাধ্যমে।
Advertisement
আমাদের পৃথিবীটাকে অন্তর দিয়ে দেখেছি কি? পৃথিবীর মানুষ কেমন করে শারীরিক,মানসিক ও অর্থনৈতিক ভাবে দিন দিন দুর্বল হতে দুর্বলতর হচ্ছে সে বিষয়ে কোনো অভিযানের খবর আছে? বিজ্ঞান মানে একত্ববোধ। দর্শন সেই একত্ববোধকে দর্শন করে এবং সাহিত্য সে সবের সুক্ষাতিসুক্ষ্ম পর্যালোচনা করে। এ বিশ্বে এখন বিজ্ঞান নাই,দর্শন নাই সাহিত্যে তো কানাগলিতে কাদামাছি খেলা।