বোলপুর শান্তিনিকেতনে চলছে লিটল ম্যাগাজিন মেলা ২০২০ (থিম সঙ ভিডিও সহ)

Advertisement
l
সজয় পাল : সাহিত্য চর্চায় লিটল ম্যাগাজিনের ভূমিকা অস্বীকার করার কোনও উপায় নেই। বর্তমান যুগের এমন কোনও লেখক বা লেখিকা নেই যাঁদের হাতে-খড়ি লিটল ম্যাগাজিনে হয়নি। এমন একটা সময় ছিল, যখন বাংলা সাহিত্য চর্চার ক্ষেত্রে লিটল ম্যাগাজিন ছিল একমাত্র প্রাঙ্গণ। অনেক ক্ষেত্রে দেখা গিয়েছে আজকের সময়ের বড়ো লেখকেরাও এক সময়ে ওতপ্রোতভাবে যুক্ত ছিলেন এই লিটল ম্যাগাজিনের সাথে। তবে বর্তমানে এই লিটল ম্যাগাজিনের অবস্থা অনেকটাই করুণ।
     বঙ্গদেশ বিশেষ করে বীরভূম জেলায় লিটল ম্যাগাজিনের বিশেষ কোনও অভাব নেই। কিন্তু বড়ো সমস্যা, কোনও ম্যাগাজিনই খুব বেশিদিন টিকে থাকতে পারে না। তার অন্যতম কারণ অর্থ। এই সমস্ত ম্যাগাজিন অর্থ সহযোগে ক্রয় করার মানুষ খুবই কম। তার ওপর পাঠকের অভাবও বড়ো কারণ। বর্তমান সময়ের সোশ্যাল মিডিয়া, বিশেষ করে ফেসবুক, হোয়াটস অ্যাপ বা ইন্টারনেটের দৌলতে কাগজ-কলমে সাহিত্য চর্চার চাহিদা ক্রমশই হ্রাস পাচ্ছে। লেখক গোষ্ঠী খুব বেশি করে নির্ভর হয়ে পড়ছে ই-ম্যাগাজিনের ওপর।
     তাই লেখক ও পাঠকদের সচেতনতা বৃদ্ধি করতে বোলপুর শান্তিনিকেতন লিটল ম্যাগাজিন মেলা কমিটি বোলপুর ভুবনডাঙ্গার সুধাময়ী নিম্ন বুনিয়াদী বিদ্যালয় প্রাঙ্গণে ১৫ ফেব্রুয়ারি থেকে শুরু করল ২ দিনের লিটল ম্যাগাজিন মেলার। মেলা চলবে ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত। বীরভূম জেলার বিভিন্ন প্রান্তের একাধিক সম্পাদককে তাঁদের ম্যাগাজিন নিয়ে এই মেলায় প্রদর্শনের সুযোগ করে দেওয়া হয়েছে।
     ১৫ ফেব্রুয়ারি বেলা ৩টেয় এই মেলার উদ্বোধন করেন সুনীতিকুমার পাঠক। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সন্দীপ দত্ত। এছাড়াও সম্মানীয় অতিথি হিসাবে মেলা প্রাঙ্গণের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অমল পাল, ফাল্গুনী ভট্টাচার্য, কুন্তল রুদ্র, আদিত্য মুখোপাধ্যায়, মৌলিনাথ মুখোপাধ্যায়, দেবাংশু মুখোপাধ্যায় প্রমুখ। অনুষ্ঠানের শুরুতেই উদ্বোধনী বক্তব্য রাখেন প্রদীপ ভট্টাচার্য। উদ্বোধনী সংগীত পরিবেশন করে বিশ্বভারতীর সংগীত ভবনের শিক্ষার্থীরা।
     ২ দিনের এই মেলা প্রাঙ্গণে থাকছে বিভিন্ন আকর্ষণীয় অনুষ্ঠান। তার মধ্যে ১৫ ফেব্রুয়ারির ‘সোশ্যাল মিডিয়া ও হোয়াটস অ্যাপ-এর দুনিয়ায় লিটল ম্যাগাজিন আবেগহীন’ শীর্ষক আলোচনা সভা ছিল অন্যতম আকর্ষণ। এই আলোচনা সভায় দেবকুমার দত্ত, প্রদীপ কবিরাজের মতো প্রবীণ লিটল ম্যাগাজিন সম্পাদকেরা অংশগ্রহণ করেন। তারা প্রত্যেকেই তুলে ধরেন বর্তমান সময়ে লিটল ম্যাগাজিনের মূল সমস্যার কথা।
     ১৫ ফেব্রুয়ারি মেলা প্রাঙ্গণের অনুষ্ঠান সঞ্চালনার দায়িত্বে ছিলেন মানস বন্দ্যোপাধ্যায়। অনুষ্ঠানে সমস্ত রকমভাবে সাহায্য করেছেন মেলা কমিটির কার্যকরী সভাপতি প্রতিভা গাঙ্গুলী। এছাড়া এবারের বোলপুর শান্তিনিকেতন লিটল ম্যাগাজিন মেলার ‘থিম সঙ’ পরিবেশন করার দায়িত্বে ছিল হৃদয় মাঝারে বাংলা গানের দল।
Advertisement
Previous articleরোজ প্রকৃতি ও পক্ষী প্রীতির নিদর্শন রাখে শ্রীনিকেতন পল্লী শিক্ষাভবন গ্রন্থাগার
Next articleশীত কমতেই ভেক বদলে এলাকা জুড়ে ঝাঁপিয়ে পড়ছে নির্ভীক মশা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here