বীরভূম জেলা জুড়ে ত্রাণ বিতরণ করল ডিস্ট্রিক লিগ্যাল সার্ভিসেস অথরিটি

Advertisement
1
জনদর্পণ ডেস্ক : করোনা সংক্রমণ রুখতে টানা লকডাউনে একপ্রকার দিশেহারা হয়ে পড়েছে দেশের আমজনতা। সবচেয়ে বেশি সমস্যায় পড়তে হচ্ছে ‘দিন আনা দিন খাওয়া’ মানুষগুলিকে। কারণ এই মুহূর্তে তাঁদের কর্মক্ষেত্রগুলি সবই প্রায় বন্ধ হয়ে রয়েছে। তাই সেখান থেকে অনেক দূরে সরে আসতে বাধ্য হয়েছেন তাঁরা। এঁদের বেশিরভাগেরই সঞ্চিত অর্থ বলে তেমন কিছুই নেই। রেশন ব্যবস্থায় কিছুটা খাদ্যের সমস্যা মিটলেও তা সাময়িক পর্যায়েই আটকে রয়েছে। তাতে পুরোপুরি অভাব মিটছে না তাঁদের। তাই স্বাভাবিকভাবেই লকডাউনের এই সময়ে নিত্য অভাব থেকেই যাচ্ছে ওই দিন আনা দিন খাওয়া মানুষগুলির ঘরে।
     এরকম অবস্থায় বেশ কিছু সংস্থা বা দফতর তাঁদের নিজস্ব উদ্যোগে এগিয়ে এসেছে সাহায্যার্থে। এদিন যেমন এগিয়ে আসতে দেখা গেল ডিস্ট্রিক লিগ্যাল সার্ভিসেস অথরিটিকে। ১০ মে বেলা ২টো থেকে তারা ত্রাণ বিতরণ করল সমগ্র বীরভূম জেলা জুড়ে। ওই দফতরের সচিব বিচারক দেবজ্যোতি মুখোপাধ্যায়ের নেতৃত্বে ও নির্দেশে এদিন বীরভূম জেলার সিউড়ি, সাঁইথিয়া, মহম্মদবাজার, রামপুরহাট, ময়ূরেশ্বর, মুরারই, বোলপুর, শান্তিনিকেতন সহ ১৩টি জায়গায় ত্রাণ বিতরণ করা হয়।
     বীরভূম ডিস্ট্রিক লিগ্যাল সার্ভিসেস অথরিটির বোলপুরের আইনি সহায়ক মহিউদ্দীন আহমেদ জানালেন, এদিনের ত্রাণে ছিল আলু, চাল, ডাল, তেল, লবণ প্রভৃতি খাদ্যদ্রব্য। শিশুদের জন্যেও বিশেষ খাবারের ব্যবস্থা করেছিলেন তারা। বোলপুর মহকুমার শান্তিনিকেতন থানার ঝর্নাডাঙ্গা গ্রামে এদিন স্থানীয় ৩টি গ্রামের দুঃস্থ মানুষদের খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। তিনি আরও জানালেন, জেলার সমস্ত জায়গাতেই ত্রাণ বিতরণের সময়ে জেলা পুলিশের সহায়তা পাওয়া গিয়েছে আশানরূপভাবে।
     উল্লেখ্য, ডিস্ট্রিক লিগ্যাল সার্ভিসেস অথরিটির সাহারা প্রকল্পে এদিনের এই খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। সমগ্র জেলা জুড়ে এই ত্রাণ বিতরণের কাজে সহযোগিতা করতে এগিয়ে আসেন আইনী সহায়ক মহিউদ্দীন আহমেদ, শ্বান্তনা খাতুন, শান্তি মন্ডল, শিবদাস মন্ডল, মোসারফ হোসেন, সেখ সালাউদ্দীন সহ আরও অনেকেই।
     এখানে বিশেষভাবে উল্লেখ করতে হয়, দীর্ঘ লকডাউনের এই সময়ে বীরভূম ডিস্ট্রিক লিগ্যাল সার্ভিসেস অথরিটি প্রশাসনের সঙ্গে সহযোগিতা করে বিভিন্ন উদ্যোগমূলক কাজ করে চলেছে। তাদের খাদ্য সামগ্রী বিতরণ, বাজারের অত্যাবশ্যকীয় পণ্যের দাম পর্যবেক্ষন সহ ভিন রাজ্যে আটকে থাকা শ্রমিকদের ফেরানোর জন্য কাজগুলি যথেষ্ট প্রশংসার দাবি রাখবে।
Advertisement
Previous articleপ্রচারের অভাবে হারিয়ে যেতে বসেছে ঐতিহ্যবাহী সাঁওতালি পুতুল শিল্প
Next articleলকডাউনের প্রত্যেক দিনই মিলবে খাবার, ব্যবস্থা করল চৌরঙ্গী সেবাশ্রম

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here