বিশ্বভারতী রথীন্দ্র কৃষি বিজ্ঞান কেন্দ্রে ‘বিশ্ব মৃত্তিকা দিবস’ পালন

Advertisement
ক্রমাগত অহব্যবহার করা হচ্ছে মাটিকে। বাড়ছে মৃত্তিকা দূষণ। এই সমস্ত কিছু বিবেচনা করে ও মাটি সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করতে International Union of Soil Science ২০০২ সালে ‘বিশ্ব মৃত্তিকা দিবস’ পালন করার প্রস্তাব রাখে। পরে জাতিসংঘের সাধারণ পরিষদ ২০১৩ সালে প্রতি বছর ৫ ডিসেম্বর এই দিবস পালন করতে সম্মত হয়। ঠিক এর পরের বছর অর্থাৎ ২০১৪ সাল থেকে জাতিসংঘের তত্ত্বাবধানে বিশ্বব্যাপী এই ‘বিশ্ব মৃত্তিকা দিবস’ পালন করা শুরু হয়। – ছবি : জনদর্পণ প্রতিনিধি

বিশ্বভারতী রথীন্দ্র কৃষি বিজ্ঞান কেন্দ্রে ‘বিশ্ব মৃত্তিকা দিবস’ পালন
বিশ্বভারতী রথীন্দ্র কৃষি বিজ্ঞান কেন্দ্রে ‘বিশ্ব মৃত্তিকা দিবস’ পালন 2

জনদর্পণ ডেস্ক : পৃথিবীর ৩ ভাগ জল ও ১ ভাগ স্থল। পৃথিবীর যত জীবনগাঁথা রচিত রয়েছে, সবই প্রায় এই স্থল বা মাটির ওপর। মাটির গুরুত্ব কত বিশাল তা একমাত্র মাটির ওপরের জীবই বলতে পারবে। অবশ্য মানুষও এর থেকে কোনওভাবেই আলাদা নয়। কারণ মানুষের যত কর্মকাণ্ড সবই তো প্রায় এই মাটির ওপরই। মাটি ছাড়া তাই গোটা পৃথিবীটাই যেন অর্থহীন।

তবুও মাটির মায়া আজ ক’জন বুঝছে। ক্রমাগত অহব্যবহার করা হচ্ছে এই মাটিকে। বাড়ছে মৃত্তিকা দূষণ। এই সমস্ত কিছু বিবেচনা করে ও মাটি সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করতে International Union of Soil Science ২০০২ সালে ‘বিশ্ব মৃত্তিকা দিবস’ পালন করার প্রস্তাব রাখে। পরে জাতিসংঘের সাধারণ পরিষদ ২০১৩ সালে প্রতি বছর ৫ ডিসেম্বর এই দিবস পালন করতে সম্মত হয়। ঠিক এর পরের বছর অর্থাৎ ২০১৪ সাল থেকে জাতিসংঘের তত্ত্বাবধানে বিশ্বব্যাপী এই ‘বিশ্ব মৃত্তিকা দিবস’ পালন করা শুরু হয়।

বিশ্বের অন্যান্য জায়গার মতো এবছর গত ৫ ডিসেম্বর বিশ্বভারতী রথীন্দ্র কৃষি বিজ্ঞান কেন্দ্রেও পালিত হল ‘বিশ্ব মৃত্তিকা দিবস’। তবে করোনা মহামারীর জন্য এই দিবস পালনের অনুষ্ঠান তেমন জাঁকজমকপূর্ণ ছিল না। অনুষ্ঠান প্রাঙ্গণে উপস্থিত ছিলেন পল্লী শিক্ষা ভবনের অধ্যক্ষ প্রফেসর দেবাশীষ ভট্টাচার্য, রথীন্দ্র কৃষি বিজ্ঞান কেন্দ্রের ভারপ্রাপ্ত বিভাগীয় প্রধান ও শস্য বিজ্ঞান শাখার বিষয়বস্তু বিশেষজ্ঞ ডঃ সুব্রত মণ্ডল, শস্য সুরক্ষা বিভাগের বিষয়বস্তু বিশেষজ্ঞ সৌরভ মণ্ডল ও কৃষি বিজ্ঞান কেন্দ্রের কার্যক্রম সমণ্বায়ক (খামার পরিদর্শক) পলাশ আঁকুড়ে। এছাড়াও উপস্থিত ছিলেন কৃষি বিজ্ঞান কেন্দ্রে প্রশিক্ষণরত ছাত্র-ছাত্রী ও কৃষি বিজ্ঞান কেন্দ্রের সঙ্গে জড়িত বেশ কয়েকজন কৃষক।

অনুষ্ঠানের শুরুতেই কৃষি বিজ্ঞান কেন্দ্রের বিভাগীয় প্রধান (ভারপ্রাপ্ত) ডঃ সুব্রত মণ্ডল মাটির গুনাগুণ ও গুরুত্ব সম্পর্কে বক্তব্য রাখেন। এছাড়াও তিনি ‘সয়েল হেল্প কার্ড’ সম্পর্কেও উপস্থিত সকলকে অবগত করেন। মাটির উপকারি জীবাণু ও প্রাণী সম্পর্কে বক্তব্য রাখেন কৃষি বিজ্ঞান কেন্দ্রের শস্যসুরক্ষা বিভাগের বিষয়বস্তু বিশেষজ্ঞ সৌরভ মণ্ডল। তিনি মাটির ওই সমস্ত উপকারি জীবাণু ও প্রাণী সুরক্ষা সম্পর্কেও আলোচনা করেন। এছাড়াও এদিনের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকা পল্লী শিক্ষা ভবনের অধ্যক্ষ প্রফেসর দেবাশীষ ভট্টাচার্যও মাটির গুরুত্ব সম্পর্কে বক্তব্য রাখেন।

Advertisement
Previous articleগ্রহাণুর মাটি নিয়ে ফিরল হায়াবুসা-২ এর ক্যাপসুল
Next articleচার কোটি বছর ধরে মিলনরত অবস্থায় অ্যাম্বারে আবদ্ধ রয়েছে এক জোড়া মাছি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here