বিশ্বকাপ ঘরে আনা হল না ভারতের প্রমিলা বাহিনীর

Advertisement
জনদর্পণ ডেস্ক : অধরায় থেকে গেল বিশ্বকাপ। মেলবোর্নের সবুজ পিচে লড়াই করার এতটুকু জায়গাও পেলেন না হারমনপ্রিতের দল। অস্ট্রেলিয়ার করা বিশাল স্কোরের কাছে কার্যত মাথা নত করতে হল তাঁদের। ১০০ রানের গণ্ডিও পেরাতে পারলেন না আশা জাগানো এই প্রমিলা ব্রিগেড।
P2
ছবি : সংগৃহীত
     অথচ সিরিজের শুরুটা বেশ ভালোই করেছিলেন তাঁরা। অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, শ্রীলঙ্কা আর বাংলাদেশকে হেলায় হারিয়ে সেমিফাইনালে প্রবেশ করেছিল ভারতের মেয়েরা। সেমিফাইনাল যদিও বৃষ্টিতে ভেস্তে গিয়েছিল। তবু পয়েন্ট টেবিলে সবার উপরে থাকায় ফাইনালের ছাড়পত্র আদায় করতে সক্ষম হয় ভারত। ফাইনালে মুখোমুখি সেই অস্ট্রেলিয়া। এই অস্ট্রেলিয়াকেই গ্রুপ ম্যাচে প্রায় হেলায় হারিয়েছিল শেফালির ব্যাট আর পুনমের ভেল্কি বল। কিন্তু ফাইনালে শেষ রক্ষা আর হল।
     এদিন টসে জিতে প্রথম ব্যাট করতে নামে অস্ট্রেলিয়া। শুরু থেকেই মারমুখী হয়ে ওঠে অস্ট্রেলিয়ার দুই ওপেনার। বেথ মোনির তুলনায় এলেসা হিলি ছিলেন অনেক বেশি আগ্রাসী। মাত্র ৩৯ বল খেলে ৭৫ রানের লম্বা ইনিংস খেলেন তিনি। তার ইনিংসে সাজানো ছিল ৭টি চার ও ৫টি ছয়। ম্যাচের ১১৫ রানের মাথায় তিনি রাধা যাদবের বলে ভেদা কৃষ্ণমূর্তির হাতে ক্যাচ তুলে ফিরে যান। বেথ অপারাজিত থেকে যান। মূলত ঠাণ্ডা মাথায় ভারতীয় স্প্রিন সামলিয়ে তিনি তোলেন ৫৪ বলে ৭৮ রান। তার ইনিংসে ছিল ১০টি চার। শেষ পর্যন্ত অস্ট্রেলিয়া ৪ উইকেটে ১৮৪ রানের পাহাড় তুলে দেয় ভারতের সামনে।
P1
ছবি : সংগৃহীত
     এদিন একেবারেই নিস্ক্রিয় দেখা গিয়েছে দীপ্তি-পুনমদের। শিখা পাণ্ডে ৪ ওভার হাত ঘুরিয়ে ৫৪ রান দিয়ে কোনও উইকেট পাননি। দীপ্তি শর্মা ২ উইকেট পেলেও রান দিয়েছেন ৩৮।
     ভারতের ব্যাটিং লাইন আপ প্রথম থেকেই ছিল নড়বড়ে। প্রথম ওভারেই স্কটের বলে হিলির হাতে ক্যাচ দিয়ে ফিরতে হয় প্রতিভাবান শেফালি বর্মাকে। স্কোর বোর্ডে তখন তাঁর রান মাত্র ২। এই শুরু। একে একে বিদায় নিতে থাকেন স্মৃতি মান্ধনা, তানিয়া ভাটিয়া, জেমাইমা রডরিগেজ, ক্যাপ্টেন হারমিনপ্রিত কাউর। এবারের বিশ্বকাপ মোটেও ভালো যায়নি হারমিনপ্রিতের। এরপর কিছুটা লড়াই জারি রাখার চেষ্টা করে অভিজ্ঞ দীপ্তি শর্মা ও ভেদা কৃষ্ণমূর্তি। ভেদা আউট হওয়ার পর ক্রিজে আসে রিচা ঘোষ। তিনি কিছুটা ঝড় তুলতে চেষ্টা করেন। কিন্তু ১৮ বলে ১৮ রান করে তিনিও থেমে যান স্কটের বলে নিকোলার হাতে ক্যাচ তুলে। দীপ্তি শর্মা ব্যক্তিগত ৩৩ রানে ফিরে যাওয়ায় ভারতের আশাও শেষ হয়ে যায়। অবশেষে ৯৯ রানে থমকে যায় ভারতের ব্যাটিং লাইন আপ।
     এদিন বল হাতে মেগা স্কট ছিলেন সবচেয়ে বেশি ভয়ঙ্কর। ৩.১ ওভার হাত ঘুরিয়ে মাত্র ১৮ রান দিয়ে তিনি তুলে নিয়েছেন ৪ উইকেট। জেস জোনাসেনও আগ্রাসী বোলিং করেছেন। তিনি ৪ ওভারে ২০ রান দিয়ে তুলেছেন ৩ উইকেট। সোফি মলিনেক্স, ডেলিসা কিমিনসে আর নিকোলা ক্যারে ১টি করে উইকেট পান।
Advertisement
Previous articleআমোদপুরে প্রথমবারের জন্য অনুষ্ঠিত হচ্ছে গানমেলা ও বইমেলা
Next article‘নারী দিবস’-এর দিনেই সিউড়িতে নারী দ্বারা পরিচালিত হল বসন্ত উৎসব

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here