Advertisement
রঞ্জন সরকার : বহু কাঙ্ক্ষিত শতাব্দী প্রাচীন বীরভূমের জয়দেব মেলা শুরু হল অজয় তীরবর্তী কেঁদুলি গ্রামে। যা শুধু পশ্চিমবঙ্গ নয়, দীর্ঘদিন ধরে দেশ–বিদেশের মানুষের কাছেও এর আকর্ষণ রয়েছে। এই মেলা মূলত বাঙালি উৎসর্গ করেছে কবি জয়দেবের স্মৃতি তর্পণে। এটাকে দূর–দুরান্ত থেকে আগত সাধু–সন্ত, বাউল শিল্পী, কীর্তনিয়াদের এক মিলিত ক্ষেত্র হিসাবে ধরা হয়। মকরসংক্রান্তির পূর্ণ তিথিতে ভোরবেলায় গঙ্গাস্নানের ফল লাভ করার জন্য লক্ষ লক্ষ পূর্ণার্থীদের আগমন ঘটে।
ইতিহাস বলছে, কবি জয়দেব প্রতি বছর মকরসংক্রান্তিতে গঙ্গাস্নান করতে যেতেন কাটোয়ার গঙ্গায়। একবার তিনি দারুণ অসুস্থ হয়ে পড়েন। রাতে স্বপন দেখেন মা গঙ্গা উজানে বয়ে অজয় নদে মিলিত হবেন। তাই ওইদিন অজয় নদে স্নান করলেও গঙ্গাস্নানের পূর্ণ লাভ করা যাবে। সেই থেকে রীতিমতো কবি প্রতি বছর মকরসংক্রান্তিতে অজয়েই গঙ্গাস্নান করতেন। এর পরে বহু মানুষ গঙ্গাস্নানের জন্য কেঁদুলিতে ভিড় জমাতে থাকেন। যা এখনও অব্যাহত।
এই মেলার আর একটা দিক হল, লক্ষ লক্ষ লোক সমাগমের কারণে দিন কয়েকের জন্য এখানে প্রায় ৩০০–রও বেশি স্টল বসে। সেখান থেকে বিভিন্ন প্রয়োজনীয় জিনিস দর্শনার্থীরা ক্রয় করতে পারেন। আর সেই সাথে আখড়া করা হয় ২৫০–৩০০ প্রায়। সেখানে আগত দর্শনার্থীরা বিনামূল্যে থাকা–খাওয়ার সুবিধা পেয়ে চলেছেন। সাথে বাউল গান, কীর্তনের আসরে মেতে থাকাও যায় বেশ কয়েকদিন।
তবে মেলা উদ্বোধনে এবার ৪ দশকেরও বেশি সময়ের রীতি ভাঙা হয়েছে। সেটা হল, এতদিন মকরসংক্রান্তির দিনে বিকালে উদ্বোধন করা হত। যা এবার করা হয়েছে তার আগের দিনে। বীরভূম প্রশাসন এবং স্থানীয় সূত্রে জানা গেল, এই মেলা আরও ভালো করে পরিচালনার জন্য ও মেলায় আগত মানুষকে বিব্রত না করার জন্যই মিলিতভাবেই এই সিদ্ধান্ত নিয়েছে সরকারি মেলা কমিটি। যা এতটা ভালো উদ্যোগ বলে জানাচ্ছেন স্থানীয় মানুষ এবং মেলায় আগতরা।
কলকাতা থেকে এই মেলায় প্রথমবারের জন্য আগত মীনাক্ষী সেনগুপ্ত জানালেন, মেলায় এবারই তাঁর প্রথম আসা। এতদিনের কিছু ভ্রান্ত ধারণা ভেঙে গিয়েছে। প্রশাসনিক উদ্যোগে মেলা পরিচালনার জন্য বেশ নিরাপদ বোধ করছেন তিনি। আমোদপুর থেকে প্রত্যেক বছরে আসা সুনিত কুমার মণ্ডল বললেন, অন্যবারের তুলনায় এবারের মেলা খুবই পরিষ্কার–পরিচ্ছন্ন। মেলায় ঘুরে এবং মন্দিরে পুজো দিয়ে তিনি দারুণ খুশি। তিনি আসা করছেন, এইভাবে যেন প্রতি বছর বাইরের দর্শনার্থীরা এসে খুশিতে মেতে উঠতে পারেন।
Advertisement
Wow