Advertisement
স্বপ্নদীপ বাগদী : ১লা মে দিনটি বিশ্ববাসীর কাছে অতি পরিচিত। এই দিনটিকে সারা বিশ্ব ‘শ্রমিক দিবস’ বা ‘৮ ঘণ্টা দিবস’ হিসাবে পালন করে। একথা অস্বীকার করার কোনও উপায় নেই, কোনও দেশের সুখ ও সমৃদ্ধির প্রধান রূপকার অবশ্যই সে দেশের শ্রমিক সম্প্রদায়। এই শ্রমিকরাই দেশের উন্নতির প্রধান চালিকা শক্তি।
১লা মে বা শ্রমিক দিবসের ইতিহাস এখন বোধহয় কারোরই আর তেমন অজানা নেই। কিন্তু ভারতের শ্রমিক আন্দোলনের ইতিহাস হয়তো অনেকেই জানে না। হয়তো এও জানে না, আধুনিক ভারতের রূপকার বাবা সাহেব ভীমরাও রামজি আম্বেদকর ছিলেন ভারতের শ্রমিক আন্দোলনের একজন সক্রিয় নেতা। সেসময়ে শ্রমিকদের জন্যে বেশ কিছু বড়ো পদক্ষেপ নিয়েছিলেন তিনি। –
১. ১৯৩০ সালে আম্বেদকর নাগপুরে বিড়ি মজদুর সংগঠন তৈরি করেছিলেন।
২. ১৯৩৭ সালে Department Of Labour নামে শ্রমিকদের জন্য দফতর প্রতিষ্ঠা করেছিলেন।
৩. ১৯৪২ সাল নাগাদ আম্বেদকর Viceroys Council-এর প্রতিনিধিত্ব করেছিলেন, সেখানে তিনি শ্রমিকদের বিভিন্ন দাবির কথা উপস্থাপন করেন। সেই দাবিগুলির মধ্যে ছিল– ১২ ঘণ্টার পরিবর্তে ৮ ঘণ্টা কাজ, শ্রমিক স্বাস্থ্য বিধি তৈরি, সামাজিক মর্যাদা, সম–কাজে সম মজুরি বীমা, মহিলা সুরক্ষা যোজনা, শ্রমিক সংগঠন তৈরি, শ্রমিকদের বনধ (Strick)-এর অধিকার, MINIMUM WAGES ACT, PROVIDENT FUND, MINES MATERNITY BENEFIT, মহিলাদের পৃথক শৌচালয়, শিশু শ্রমিকদের প্রতি বিশেষ সুরক্ষা প্রভৃতি। এই দাবিগুলির অধিকাংশই তিনি আন্দোলনের মাধ্যমে শ্রমিকদের পাইয়ে দিয়েছিলেন।
৪. বর্তমান বিশ্বের অনেক উন্নত দেশে আজও নেই নারী ও পুরুষের সম–কাজে সম–বেতনের অধিকার। কিন্তু ভারতে এক্ষেত্রে কোনও বিভাজন নেই। নারী ও পুরুষ উভয়েই সম-কাজে সম-বেতন পান। কারণ আম্বেদকরের নেতৃত্বে গঠিত ভারতীয় সংবিধানে সেই সম–অধিকারের কথা উল্লেখ রয়েছে।
এই শ্রমিক দিবসের দিনেই আম্বেদকরের গুরুত্বপূর্ণ পদক্ষেপগুলির অজানা কয়েকটি দিক এখানে উল্লেখ করা হল। কিন্তু বিশ্ব জুড়ে শ্রমিকদের দুর্ভাগ্য এই, অতি প্রত্যাশিত এই দিনটিকেও এবছর তারা ঘটা করে পালন করতে পারছে না। কোটি কোটি শ্রমিক আজ কাজ–হারা। দিশেহারা তার চেয়েও বেশি। কারণ গত বছরের ডিসেম্বর থেকেই বিশ্ব জুড়ে তাণ্ডব চালিয়ে চলেছে করোনা ভাইরাস। আর তাই গত কয়েক মাসের মধ্যেই কর্মক্ষেত্র থেকে বিদায় জানাতে বাধ্য হয়েছে শ্রমিকরা।
যদিও ‘পৃথিবী আবার শান্ত হবে’। আশা করা হচ্ছে, করোনার বিদায়ের পরই পৃথিবী সেজে উঠবে আবার নতুন করে। শ্রমিকদের মুখেও ফুটে উঠবে চওড়া হাসি। বেজে উঠবে কলকারখানার চির পরিচিত ‘সাইরেন’।
সূত্র :
1. Dr. Ambedkar Role In The Welfare Of Labouris (Awaaz India Tv – 16 August 2018)
2. Ambedkar Role In Economic Planning Water And Power Pollicy (Sukhadeo Thorat)
- All Rights Reserved
Advertisement