প্রকাশিত হল শারদ সংখ্যা “আজকের কবিতা”

Advertisement
Slide1
রসময় বাপুলী : কলেবরে বৃহৎ বা বিশেষ ঢাউস আকারে কোন সংখ্যা হয় না। পাঠকের হাতে হাতে জেলায় জেলায় গঞ্জে গ্রামে চলাচল, মুখে মুখে আলোচনা এমনও নয়। বিজ্ঞাপন ছাপা হচ্ছে বাবিক্রি হচ্ছে তাও নয়। যা হচ্ছে তা হল একটু পরিচিতি, একটু সুনাম, একটু ধারাবাহিকতা। একটু নির্ভুল পরিচ্ছন্নতায় কিছুটা কবিদের বা কবিতা পাঠকের কাছে জনপ্রিয়তা তো অর্জিত হয়েছে এই ছাব্বিশ বছরে পা রাখা কবিতা বিষয়ক পত্রিকাটির।
     শান্তিনিকেতন থেকে প্রবীর দাস সম্পাদিত ২৫ বছর ধরে নিয়মিত প্রকাশ হওয়া “আজকের কবিতা পত্রিকাটির এবারের শারদ সংখ্যাটি পা দিল ৭১তম সংখ্যায়। এই সংখ্যার ৪৪ পৃষ্ঠা জুড়ে আছে ৮৪ জন কবির ১০১টি কবিতা। এর মধ্যেই আছে ৪২টি পত্রিকার সাম্প্রতিক সংখ্যায় কবিতা চর্চার কথা, আছে প্রায় কুড়িটি নতুন কাব্যগ্রন্থের উপর আলোকপাত। গ্রন্থগুলির কবিরা হলেন জ্যোতির্ময় দাশ, সুবর্ণ রায়, সঞ্জয় রায়, আদিত্য মুখোপাধ্যায়, সুধাংশুরঞ্জন সাহা, সন্দীপ বিশ্বাস, নাসিম-এ-আলম প্রমুখ।
     বরিষ্ঠ কবি, যাঁরা এ সংখ্যায় কবিতা লিখেছেন, তাঁরা প্রত্যুষপ্রসূন ঘোষ, সৈয়দ কওসর জামাল, চিত্রা লাহিড়ী, দীপক লাহিড়ী, জ্যোতির্ময় দাশ, অসীমকুমার বসু, অজিত বাইরী সহ আরও অনেকেই। পরিচিত কবিদের মধ্যে কবিতায় আছেন আদিত্য মুখোপাধ্যায়, সমরেশ মন্ডল, সুবীর ঘোষ, ফাল্গুনী ভট্টাচার্য, স্বয়ম্ভু গৌতম, মন্দিরা ঘোষ, প্রদীপ ভট্টাচার্য, রামানুজ মুখোপাধ্যায়, অসিকার রহমান সহ অনেকেই।
     পত্রিকাটির সবুজ কভারে প্রচ্ছদ এঁকে দিয়েছেন বিষ্ণু সামন্ত। নির্ভুল মুদ্রণে ছাপার সুনাম যথারীতি যা আছে, তা এই সংখ্যাটিতেও উল্লেখ্য। কবিতাপ্রেমীদের নিজস্ব প্ল্যাটফর্ম পত্রিকাটি সংগ্রহ করে পড়ার মতোদৃষ্টিনন্দন ও সুশোভন সংখ্যাটির বিনিময় মূল্য মাত্র ২০ টাকা। যে কেউ পত্রিকার সম্পাদকের সাথে যোগাযোগ করতে পারেন। যোগাযোগ করতে হবে (+৯১) ৯৪৩৪৪৯৩৪২১ নাম্বারে।
Advertisement
Previous articleজাগ্রত নিরিশা কালী মাতার সাতকাহন
Next articleএই তো লাল ধুলোয় মোড়া বাউল রঙের বীরভূম

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here