নেপচুনকে কেন্দ্র করে দু’টি চাঁদ নাচছে পাল্লা দিয়ে

Advertisement
D21
রঞ্জন সরকার : ঘটনাটি একদমই সত্যি, নাচই বটে দুদুটো চাঁদ, একটির নামনাইয়াদওপরটিথালাসা এই চাঁদ দুটি তাদের গ্রহ নেপচুনের চারিদিকে নির্দিষ্ট ছন্দে পাক খেতে খেতে প্রায় অনেকটা নাচের ভঙ্গীতে প্রদক্ষিণ করছে এই আশ্চর্য এবং মজার খবরটি প্রকাশিত হয়েছে আন্তর্জাতিক বিজ্ঞান জার্নালআইকারাস’-
     নেপচুনের দূরত্ব সূর্য থেকে এতটাই বেশি, যে সেখানে সূর্যের আলো ঠিকঠাক পৌঁছাতে পারে না বলতে গেলে অনেকটা আলোছায়ার রাজ্যে তার অবস্থান সূর্যের তাপ পৌঁছাতে না পারায় গ্রহটি হয়ে আছে একেবারেই বরফাচ্ছন্ন নেপচুনের চাঁদের সংখ্যা মোট ১৪টি তার মধ্যে ৭টি তার খুবই কাছে
     এই ৭টি চাঁদের মধ্যে আছেনাইদারথালাস নেপচুনকে প্রদক্ষিণ করার সময় এদের মধ্যে দূরত্ব থাকে গড়ে প্রায় ১৮০০ কিলোমিটারের মতো মাত্র তাই নিজেদের মধ্যে ধাক্কাধাক্কি এড়াতে এরা একে অপরকে পাক খাওয়াচ্ছে এবং নেপচুনের খুব কাছ থেকেই প্রদক্ষিণ করছে এই অভিনব দৃশ্য অবাক করেছে নাসার বিজ্ঞানীদের তাঁদের মতে এই দৃশ্য সত্যি বিরল

Advertisement
Previous articleস্বামী বিবেকানন্দের ছেলেবেলার কিছু কথা-কাহিনি (ভিডিও সহ)
Next articleমজুরি স্বল্প, তবুও বিড়ি বেঁধে সংসার চালান মহিলারা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here