না ফেরার দেশে চলে গেলেন ‘দি ওয়াট ফ্যামিলি’-র লুক হারপার

Advertisement
রেসলিং জগতের সর্ববৃহৎ মঞ্চটি যে ডব্লিউডব্লিউই (WWE), তাতে কোনও সন্দেহ থাকার কথা নয়। যে কোনও রেসলারের স্বপ্ন থাকে এই মঞ্চে নিজেকে প্রতিষ্ঠিত করার। সবশেষে এই মঞ্চেও নিজের পরিচিতি সাবলীলভাবে বাড়াতে পেরেছিলেন জনাথন হাবার। ২০১২ সালের মার্চে তিনি যোগ দেন এই স্বপ্নের ডব্লিউডব্লিউই মঞ্চে। এখানেও বদল ঘটে তাঁর ‘রিং নেম’-এর। পরিবর্তিত নাম হয় লুক হারপার। প্রথম দিকে তাঁর মঞ্চে আগমন ঘটে ‘দি ওয়াট ফ্যামিলি’-র হাত ধরে।

না ফেরার দেশে চলে গেলেন ‘দি ওয়াট ফ্যামিলি’-র লুক হারপার
না ফেরার দেশে চলে গেলেন ‘দি ওয়াট ফ্যামিলি’-র লুক হারপার 2

অনলাইন পেপার : বিষাক্ত ২০-তে আর কত তারকার পতন হবে জানা নেই। বছর শেষ হতে এখনও দিন চারেক বাকি। এবার চলে গেলেন জনাথন হাবার। যিনি সবচেয়ে বেশি পরিচিত রেসলিং জগতের ‘দি ওয়াট ফ্যামিলি’-র লুক হারপার নামে। ৬ ফুট ৫ ইঞ্চি লম্বা ও এক মুখ দাড়ি বিশিষ্ট এই রেসলার গত ২৬ ডিসেম্বর মার্কিন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা শহরের জ্যাকসনভিলের মাইও ক্লিনিকে নিজের দেহ রেখেছেন। এই মৃত্যু সংবাদ স্বয়ং সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন তাঁর স্ত্রী অ্যামান্দা হাবার।

১৬ ডিসেম্বর ১৯৭৯ সালে জনাথন হাবারের জন্ম হয় নিউ ইয়র্ক শহরের রচেষ্টারে। তিনি প্রথম রেসলিং জগতে পা রাখেন ২০০৩ সালে। তখন তাঁর ‘রিং নেম’ ছিল ‘হাবারবয়’। পরে তিনি ২০০৭ সালের ২৪ মার্চ যোগ দেন ‘চিকারা’ রেসলিং মঞ্চে। এই মঞ্চ থেকেই মূলত শুরু হয়েছিল তাঁর পরিচিতির পর্ব। তিনি এই মঞ্চে তাঁর ‘রিং নেম’-এরও বদল ঘটান। নাম পালটে রাখেন ‘ব্রোডি লি’।

রেসলিং জগতের সর্ববৃহৎ মঞ্চটি যে ডব্লিউডব্লিউই (WWE), তাতে কোনও সন্দেহ থাকার কথা নয়। যে কোনও রেসলারের স্বপ্ন থাকে এই মঞ্চে নিজেকে প্রতিষ্ঠিত করার। সবশেষে এই মঞ্চেও নিজের পরিচিতি সাবলীলভাবে বাড়াতে পেরেছিলেন জনাথন হাবার। ২০১২ সালের মার্চে তিনি যোগ দেন এই স্বপ্নের ডব্লিউডব্লিউই মঞ্চে। এখানেও বদল ঘটে তাঁর ‘রিং নেম’-এর। পরিবর্তিত নাম হয় লুক হারপার। প্রথম দিকে তাঁর মঞ্চে আগমন ঘটে ‘দি ওয়াট ফ্যামিলি’-র হাত ধরে। সেসময় এই পরিবারের সদস্য ছিলেন আরও দুই বিখ্যাত রেসলার ব্রেই ওয়াট (উইন্ডহাম লরেন্স রোটুণ্ডা) ও লুক রোয়ান (জোসেভ রুড)।

তবে তিনি ওয়াট ফ্যামিলির বাইরে গিয়েও এককভাবে লড়েছেন বহু খ্যাতিমান রেসলারের সঙ্গে। জন সিনা, দি রক, আন্ডারটেকার, রোমান রেইন, গ্রেট খলি, বিগ শো, ব্রক লেসনারের মতো রেসলারদের রীতিমতো ঘাম ছুটিয়ে দিয়েছেন ডব্লিউডব্লিউই মঞ্চে।

মাত্র ৪১ বছর বয়সে তাঁর অকাল প্রয়াণকে কেউই অবশ্য মেনে নিতে পারছেন না। দীর্ঘদিন থেকে তিনি ফুসফুসের জটিল সমস্যায় ভুগছিলেন। তবে এই সমস্যার সঙ্গে করোনা সংক্রমণের কোনও সম্পর্ক নেই বলেও জানিয়েছেন তাঁর স্ত্রী। সোশ্যাল মিডিয়ায় এই জনপ্রিয় রেসলারকে শ্রদ্ধা জানিয়েছেন ট্রিপল এইচ, রন্ডি ওরটন, ড্যানিয়েল ব্রায়ান, ব্রেই ওয়াট, ক্রিস জেরিকো সহ আরও অন্যসব রেসলাররা। তাঁরা সকলেই ছিলেন লুক হারপারের সহ-খেলোয়াড়।

Advertisement
Previous article‘বক্সিং ডে টেস্ট’-এর সঙ্গে কিন্তু মুষ্টিযুদ্ধের কোনও সম্পর্ক নেই
Next articleজানুয়ারির প্রথম দিন থেকেই হোয়াটসঅ্যাপ বন্ধ হয়ে যাবে এই স্মার্টফোনগুলিতে

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here