নতুন বাড়ি কিনবে ২৮ বছরের গিফটে পাওয়া হুইস্কি বেচে

Advertisement
জন্মদিনের গিফটে পাওয়া হুইস্কির বোতল জমিয়ে ভাগ্য খুলতে চলেছে যুক্তরাজ্যের ম্যাথু রবসনের। বোতলগুলি তিনি পেয়েছিলেন তাঁর বাবার কাছ থেকে। বাবা প্রতি জন্মদিনে তাঁর ছেলেকে গিফট হিসাবে দিয়ে গিয়েছে ১৮ বছরের পুরনো ‘মাকালাম’ ব্র্যান্ডের হুইস্কির বোতল। তিনি চেয়েছিলেন ছেলেকে অন্যরকম উপহার দিতে। এখন সেই বোতলগুলির বাজার মূল্য প্রায় ৪০ হাজার পাউন্ড। যা দিয়ে অনায়াসে একটি নতুন বাড়ি কিনতে পারবেন ছেলে ম্যাথু। – ছবি : সংগৃহীত

buy a new house by selling whiskey given as a gift for 28 years

অনলাইন পেপার : কত অদ্ভুত ঘটনারই সাক্ষী হতে হয় মাঝে মধ্যে! এর আগে রাস্তায় পড়ে থাকা ইটের টুকরো বছরের পর বছর জমিয়ে বাড়ি তৈরি করার ঘটনা সামনে এসেছে। এবার সামনে এলো হুইস্কি জমিয়ে তা বিক্রি করে বাড়ি কেনার প্রসঙ্গ। ঘটনাটি শুনতে বেশ অদ্ভুত মনে হতে পারে।
     আসলে এরকমই একটি ইচ্ছার কথা জানিয়েছেন যুক্তরাজ্যের টনটন শহরের ২৮ বছর বয়সী ম্যাথু রবসন। তাঁর জন্ম ১৯৯২ সালে। বিবিসি সংবাদ মাধ্যমের সূত্র অনুযায়ী, প্রতি বছর জন্মদিনের গিফট হিসাবে তিনি তাঁর বাবার কাছ থেকে পেয়েছেন একটি করে হুইস্কির বোতল। কিন্তু সেই বোতলগুলি তিনি কখনওই খোলেননি। জমিয়ে গিয়েছেন নিজের ২৮ বছর বয়স পর্যন্ত। ২৮তম জন্মদিনে মোট ২৮টি হুইস্কির বোতল জমা হয়েছে তাঁর কাছে। এবার তিনি সেগুলি এক সঙ্গে বিক্রি করতে চলেছেন। আর সেই বিক্রি করা অর্থ দিয়েই কিনবেন নতুন একটি বাড়ি। বর্তমান বাজার মূল্য হিসাবে বোতলগুলির দাম হতে পারে ৪০ হাজার পাউন্ড বা ভারতীয় মুদ্রায় প্রায় ৪০ লাখ টাকা।
     বিবিসি সংবাদ মাধ্যমের ওই রিপোর্ট থেকে আরও জানা যাচ্ছে, ম্যাথুর স্কটল্যান্ড নিবাসি বাবা চেয়েছিলেন তাঁর ছেলেকে জন্মদিনে একটু অন্যরকম উপহার দেবেন। তাই সিদ্ধান্ত নেন প্রতি বছর জন্মদিনের গিফট হিসাবে তিনি ১৮ বছরের পুরনো একটি করে ‘মাকালান’ ব্র্যান্ডের হুইস্কির বোতল দেবেন। কিন্তু শর্ত থাকবে, ওই বোতল খোলা চলবে না। এইভাবে ১৮ বছরে ১৮টি ১৮ বছরের পুরনো হুইস্কির বোতল দেওয়া হবে।
     যদিও ম্যাথু রবসনের কাছে ব্যাপারটি অদ্ভুত বলে মনে হতো। কারণ তখনও তাঁর হুইস্কি পান করার বয়স হয়ে ওঠেনি। সেই বোতলগুলি শেষ পর্যন্ত নিজের কাছেই অক্ষত রেখেছেন তিনি।
     সঞ্চিত এই বোতলগুলিই এবার তাঁর ভাগ্য খুলে দিতে চলেছে একপ্রকার বলা যেতে পারে। প্রতি বছর একটি করে কেনা ওই বোতলগুলির মোট দাম পড়েছিল মাত্র ৫ হাজার পাউন্ড। অর্থাৎ ভারতীয় মুদ্রায় যার মূল্য হয় প্রায় ৫ লাখ টাকা। এখন সেই মূল্য বেড়ে হয়েছে প্রায় ৪০ লাখ টাকার মতো। তার উপর ২৮টি বোতলের একটি সেট এক সঙ্গে পেয়ে যাচ্ছে ক্রেতা। বোতলগুলি বিক্রি করার দায়িত্বে রয়েছে হুইস্কি পুনঃবিক্রেতা মার্ক লিটার।
Advertisement
Previous articleএক মাছিতেই উড়িয়ে দিল বসত বাড়ির ছাদ
Next articleসাংড়া গ্রামের রূপকার ছিলেন জমিদার সত্যেন্দ্রনাথ মুখোপাধ্যায়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here