ড. এম এ পোককের বর্ণনায় উঠে এল ‘এলিয়েন’

Advertisement

রঞ্জন সরকার : অনেকটা জেলিফিসের মতো দেখতে, নিচের দিকটা কমলা রঙের কার্বনভিত্তিক নয়, বরং দেহগুলি হবে সিলিকনের ত্বক বা চামড়া দিয়ে আলো গ্রহণ করবে বিশাল মুখ গহ্বর দিয়ে আবহমণ্ডল থেকে রাসায়নিক উপাদান টেনে নেবে দেহ হবে পিয়াজের মতো এবং অনেকটা বাষ্পপূর্ণ বেলুনের মতো কাজ করবে সহজে উপরে ও নিচে ওঠানামা করতে পারবে উড়তে পারবে
     বর্ণনাটি ভিনগ্রহিদের একটা মোটামুটি ছবি তবে এটি মোটেও কোনও কল্পবিজ্ঞানের লেখক বা আর্ট কলেজ থেকে পাশ করা কোনও শিল্পীর কল্পনা নয় এই বর্ণনা খোদ ব্রিটিশ বিজ্ঞানী . ম্যাগি অ্যাডরিন পোককএর এই ব্রিটিশ বিজ্ঞানী একজন উপগ্রহ বিশেষজ্ঞ এবং যুক্তরাজ্যের উপদেষ্টা হিসাবে দীর্ঘদিন কাজ করেছেন
     তিনি আরও জানিয়েছেন, জেলিফিসের মতো দেখতে হলেও এই এলিয়েনরা সাগরে বাস করবে না তারা বাস করবে কোনও গ্রহের মাটিতে, বাতাসে তারা আমাদের মিল্কিওয়ের অন্য গ্রহগুলিতে রয়েছে আমাদের সাথে যোগাযোগ করারও হয়তো চেষ্টা করছে
     কিন্তু প্রশ্ন হচ্ছে, আজই যদি কোনও গ্রহমানুষ আমাদের জানলায় টোকা দেয়, আমরা কি তাদের আদৌ চিনতে পারব? নাকি আজব জীব বলে এড়িয়ে যাব?

Advertisement
Previous articleকিছু নতুন প্রজাতির প্রাণী ও উদ্ভিদের সন্ধান পাওয়া গেল
Next articleরাজনগরে ডেঙ্গু নিয়ে সচেতনা শিবির

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here