এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৬.৪ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের তুলনায় প্রায় ২ ডিগ্রি বেশি। পশ্চিমবঙ্গের পশ্চিমাঞ্চলের শ্রীনিকেতনের সর্বনিম্ন তাপমাত্রা এদিন ছিল ১২.৪ ডিগ্রি সেলসিয়াস। ভরা শীতের মরশুমে এই তাপমাত্রা মোটেও স্বাভাবিক নয়। আবহাওয়া দফতর জানিয়েছে, আরও কয়েকদিন এই তাপমাত্রা বাড়তেই থাকবে। আগামী তিন দিনে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৭ ডিগ্রি সেলসিয়াসকেও অতিক্রম করে যেতে পারে। |

জনদর্পণ ডেস্ক : দেশের দুই প্রান্তের দুই ভিন্ন চিত্র অবাক করে দিচ্ছে শীত প্রেমীদের। কাশ্মীরে যেখানে কড়া তুষারপাতে বিপর্যস্ত হয়ে উঠেছে জনজীবন। রাজধানী দিল্লিতেও পারদ পতনে ঠাণ্ডা ও ঘন কুয়াশায় পথে বের হওয়া মুশকিল। সেখানে দক্ষিণ বঙ্গের পারদ লাফিয়ে লাফিয়ে উঠতে শুরু করেছে ইতিমধ্যেই। ভরা দুপুরে রোদের তেজও বেশ চড়া এখন। মাঝ রাতেও পারদ আশানুরূপ নামতে দেখা যাচ্ছে না।
অথচ পৌষ শেষ হতে এখনও সপ্তাহ খানেক বাকি। মাঘের এখনও শুরুই হল না। তার আগেই দক্ষিণ বঙ্গের শীতের এই করুণ অবস্থায় বেশ মুষড়ে পড়েছেন শীত প্রেমীরা। শীতের আমেজ আরও কিছুদিন উপভোগ করার আগেই কি তবে বিদায় নেবে শীত? কি বলছে আবহাওয়া দফতর?
এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৬.৪ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের তুলনায় প্রায় ২ ডিগ্রি বেশি। পশ্চিমবঙ্গের পশ্চিমাঞ্চলের শ্রীনিকেতনের সর্বনিম্ন তাপমাত্রা এদিন ছিল ১২.৪ ডিগ্রি সেলসিয়াস। ভরা শীতের মরশুমে এই তাপমাত্রা মোটেও স্বাভাবিক নয়। আবহাওয়া দফতর জানিয়েছে, আরও কয়েকদিন এই তাপমাত্রা বাড়তেই থাকবে। আগামী তিন দিনে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৭ ডিগ্রি সেলসিয়াসকেও অতিক্রম করে যেতে পারে।
কি কারণে দক্ষিণ বঙ্গের আবহাওয়ার এই করুণ অবস্থা? এক্ষেত্রে জোড়া ধাক্কা বলা যেতে পারে। উত্তর-পশ্চিম ভারতে চলছে পশ্চিমী ঝঞ্জা। যার প্রভাবে উত্তরের ঠাণ্ডা হাওয়া দক্ষিণ বঙ্গে প্রবেশ করতে বাধা পাচ্ছে। অপরদিকে বঙ্গোপসাগরের উপর দিয়ে বইছে উষ্ণ পূবালী হাওয়া। যার কিছু অংশ প্রবেশ করছে দক্ষিণ বঙ্গে। ফলে তাপমাত্রা ক্রমশ ঊর্ধ্বমুখী হতে বাধ্য হচ্ছে।
তবে উত্তর-পশ্চিম ভারতের আবহাওয়ার পরিস্থিতি ঘটবে ঠিক এর বিপরীত। সেখানে পশ্চিমী ঝঞ্জার উপস্থিতিতে আগামী আরও কয়েকদিন শৈত্যপ্রবাহ অব্যাহত থাকবে। কাশ্মীর, হরিয়ানা, দিল্লী, উত্তর রাজস্থান, পাঞ্জাব সহ গোটা উত্তর ভারত জুড়ে আগামীকাল থেকে তাপমাত্রা আরও ৪-৫ ডিগ্রি সেলসিয়াস কমে যেতে পারে।
তবে কি বঙ্গ থেকে শীত বিদায় নিচ্ছে এবছরের মতো? আপাতত তেমন কোনও সম্ভাবনার ইঙ্গিত দিচ্ছে না আবহাওয়া দফতর। পৌষের শেষ দিকে পশ্চিমী ঝঞ্জার দাপট কমতে শুরু করলে আবার দক্ষিণ বঙ্গে প্রবেশ করতে পারবে উত্তুরে হাওয়া। শীত আরও থাকবে কিছুদিন।