জাপানের আকাশে ভেসে ওঠা সেই সাদা বস্তুটির রহস্য আজও ভেদ হল না

Advertisement
গত মাসে জাপানের সেন্ডাই শহরের আকাশে দেখা মিলেছিল সাদা রঙের এক অদ্ভুত বস্তুর। বস্তুটি কি, তা নিয়ে যথেষ্ট হৈ-চৈ শুরু হয়ে যায় তখন থেকে। সেদেশের প্রশাসনও বেশ নড়ে চড়ে বসে বিষয়টি নিয়ে। একাধিক বিশেষজ্ঞের ধারণা অনুযায়ী উঠে আসে একের পর এক তত্ত্ব। যদিও এবিষয়ে তদন্ত এখনও অব্যাহত। – ছবি : সংগৃহীত

%25E0%25A6%259C%25E0%25A6%25BE%25E0%25A6%25AA%25E0%25A6%25BE%25E0%25A6%25A8%25E0%25A7%2587%25E0%25A6%25B0 %25E0%25A6%2586%25E0%25A6%2595%25E0%25A6%25BE%25E0%25A6%25B6%25E0%25A7%2587 %25E0%25A6%25AD%25E0%25A7%2587%25E0%25A6%25B8%25E0%25A7%2587 %25E0%25A6%2593%25E0%25A6%25A0%25E0%25A6%25BE %25E0%25A6%25B8%25E0%25A7%2587%25E0%25A6%2587 %25E0%25A6%25B8%25E0%25A6%25BE%25E0%25A6%25A6%25E0%25A6%25BE %25E0%25A6%25AC%25E0%25A6%25B8%25E0%25A7%258D%25E0%25A6%25A4%25E0%25A7%2581%25E0%25A6%259F%25E0%25A6%25BF%25E0%25A6%25B0 %25E0%25A6%25B0%25E0%25A6%25B9%25E0%25A6%25B8%25E0%25A7%258D%25E0%25A6%25AF %25E0%25A6%2586%25E0%25A6%259C%25E0%25A6%2593 %25E0%25A6%25AD%25E0%25A7%2587%25E0%25A6%25A6 %25E0%25A6%25B9%25E0%25A6%25B2 %25E0%25A6%25A8%25E0%25A6%25BE
রঞ্জন সরকার : সব কিছু দেখে মনে হতেই পারে, ২০২০ সাল যেন বিপদ, রহস্য আর অবাক হওয়ার বছর। একই সঙ্গে অনেকগুলি বিপদ, রহস্য আর অবাক হওয়ার মতো ঘটনা আগে কোনও বছর ঘটেছে কিনা তা হয়তো পৃথিবীর সবচেয়ে প্রবীণ মানুষটিও মনে করতে পারবেন না।
     বছর শুরু হতেই পৃথিবী জুড়ে ছড়িয়ে পড়ল করোনা ভাইরাস। যার প্রহার এখনও অব্যাহত। কিছুদিন আগেই তাণ্ডব চালিয়ে গিয়েছে আমফান। যার ক্ষতিপূরণ এখনও পায়নি অনেকেই। ঠিক এবছরেই পৃথিবীর গা ঘেঁষে একের পর এক ছুটে যাচ্ছে এস্ট্রোরয়েড। দেখা মিলেছে সূর্যের বিরল বলয়গ্রাসেরও। তাছাড়াও ভবিষ্যৎবাণী করা হয়েছে ভূমিকম্পের। আর এখন জাপানের অনেকগুলি অঞ্চল ভেসে চলেছে বন্যায়।
     এর মাঝেই গত মাসে জাপানের আকাশে দেখতে পাওয়া গিয়েছিল রহস্যময় এক সাদা বস্তুকে। যাকে নিয়ে এখনও চলছে কাটা-ছেঁড়া। এভাবে একই সঙ্গে অনেকগুলি ঘটনা পরপর ঘটে যাবে, তা কেউ হয়তো ভাবতেও পারেনি। তবে ২০২০ সালের এখনও পাঁচ পাঁচটি মাস বাকি রয়েছে। আর কি কি ঘটতে পারে, তা ভাবতেই অনেকের শিহরণ জাগছে আপাদমস্তক।
     গত ১৭ জুন স্থানীয় সময় সকাল ৭টা নাগাদ সমুদ্র আর পাহাড়ের মাঝামাঝি অঞ্চল দিয়ে নীল আকাশের কোণে হঠাৎ ভেসে উঠেছিল একটি অচেনা সাদা বস্তু। বস্তুটি দেখা গিয়েছিল জাপানের সেন্ডাই নামক স্থান থেকে। প্রায় সঙ্গে সঙ্গেই স্থানীয়রা ছবি তুলে নেট দুনিয়ায় ভাইরাল করতে সময় নেয়নি। শুধু নেট দুনিয়া নয়, সেদেশের প্রশাসনকেও বেশ নড়ে চড়ে বসতে দেখা গিয়েছিল সে সময়।
     তবে অবাক করা ব্যাপার, জাপানের যে অংশ দিয়ে ওই সাদা বস্তুটির দেখা মিলেছিল অর্থাৎ সেন্ডাই শহর, ২০১১ সালে এখানেই ঘটেছিল ভয়াবহ ভূমিকম্প আর সুনামি। এক প্রকার ধ্বংসস্তূপে পরিণত হয়েছিল গোটা শহর। পরে ধীরে ধীরে আবার ছন্দে ফিরতে শুরু করেছিল শহরটি। তার মাঝেই এই অদ্ভুত বস্তুর দর্শন। পরে জানা যায় শুধু সেন্ডাই শহর নয়, ফুকুসিমা থেকেও দেখতে পাওয়া গিয়েছিল ওই বস্তুটিকে।
     দর্শনের পর থেকেই একের পর এক জল্পনা উস্কে উঠতে শুরু করেছে তাকে নিয়ে। আজও চলছে জল্পনা। তাতে প্রতি নিয়ত যুক্ত হচ্ছে নতুন নতুন তত্ত্ব। সবার প্রথমেই উঠে এসেছে আবহাওয়া দফতরের পরীক্ষা-নিরীক্ষার কথা। আবহাওয়া দফতর মাঝে মধ্যেই আবহাওয়ার গতিবিধি পর্যবেক্ষণের জন্য বেলুন জাতীয় বস্তু আকাশে উড়িয়ে থাকে। কিন্তু সেন্ডাই শহরের আবহাওয়া দফতর পরিষ্কার জানিয়ে দেয়, তারা ওই সময়ে কোনও আবহাওয়ার তথ্য খোঁজার যন্ত্র আকাশে ওড়াইনি।
     এরপর চলে আসে শত্রুর পরিকল্পিত কার্যকলাপের কথা। সেদেশের অনেক বিশেষজ্ঞ-ই দাবি করতে শুরু করে, বস্তুটি বোধহয় উত্তর কোরিয়া থেকে প্রেরিত। জাপানীদের ভয় দেখাতে তারা কোনও ছল করতে চাইছে। যদিও এই প্রসঙ্গের কোনও জোরালো প্রমাণ জাপানীদের হাতে নেয়। তবে জাপানের প্রশাসন যে চুপচাপ বসে থাকবে না, তা না ভাবাটায় স্বাভাবিক। তদন্ত চালিয়ে যাচ্ছে তারা।
     সর্বশেষ তথ্য উঠে আসে ভিনগ্রহী প্রসঙ্গ। অধিকাংশ বিশেষজ্ঞ-ই মত দিতে শুরু করেন ভিনগ্রহীদের কার্যকলাপ নিয়ে। তাদের মতে, ভিনগ্রহীদের কোনও মহাকাশযান পর্যবেক্ষণ করতে এসেছে পৃথিবীতে। অবশ্য স্থানীয়দের অনেকেই দাবি করেছেন, এর আগেও ওই রকম বস্তু তারা উড়তে দেখেছেন আকাশে।
     সে যাইহোক, বস্তুটি কি? কোথা থেকে এল? কারা ওড়ালো? তা সবই এখনও রহস্যে ঘেরা। পুরো দমে তদন্ত চলছে এখনও। সেদেশের প্রশাসনও বেশ গুরুত্ব দিয়েই দেখছে বিষয়টি। যদিও তদন্ত শেষ না হওয়া পর্যন্ত এ ব্যাপারে কিছুই জানা যাবে না। অপেক্ষা করতে হবে আরও কিছু দিন।
Advertisement
Previous articleপরিবেশ বিষয়ে সতর্ক না হলে আগামীতে করোনার মতো মহামারী আরও হতে পারে
Next articleকরোনায় ‘অমৃত’-এর সন্ধান দিতে পারে নাল কাঁকড়ার নীল রক্ত

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here