জমে উঠেছে শান্তিনিকেতন পৌষমেলা, কিন্তু বিষণ্ণতা রয়েই গিয়েছে (ভিডিও সহ)

Advertisement
1

চিরন্তন দাস : সমস্ত বিতর্কের অবসান ঘটিয়ে নির্দিষ্ট সময়েই শুরু হয়েছে শান্তিনিকেতন পৌষমেলা। যাকে এখন আন্তর্জাতিক মেলা বললেও ভুল বলা হয় না। মেলা শুরুর কিছুদিন আগেও অনিশ্চয়তায় দিন কাটছিল মেলাপ্রেমীদের। দূরের পর্যটকেরাও নিশ্চিন্ত হতে পারছিলেন না মেলা হওয়া নিয়ে। কিন্তু অবশেষে নিজস্ব ঢং-এই শুরু হয়েছে শান্তিনিকেতন পৌষ উৎসব ও সেই সাথে মেলা।
     প্রতি বছরের মতো এবারও মেলা প্রাঙ্গণ বিভিন্ন পসরায় সেজে উঠতে দেখা গিয়েছে। কিন্তু কোথাও যেন খামতি থেকে গিয়েছে এবারের মেলায়। সমস্ত প্রাঙ্গণের জায়গায় জায়গায় মেলার স্টলের কিছুটা কমতি দেখা গিয়েছে। মেলা শুরুর প্রথমদিন ততটা ভিড় না হলেও পরের দিন থেকে ভিড় ছিল চোখে পড়ার মতো। আমাদের জনদর্পণ প্রতিনিধি দল ২৫ ডিসেম্বর ঘুরে এল মেলা প্রাঙ্গণ থেকে। মেলার বেশ কিছু অংশ ধরা পড়ল জনদর্পণ-এর ক্যামেরায় –

Advertisement
Previous articleহোমো ইরেকটাস ১ লক্ষ বছর আগেও টিকে ছিল এই পৃথিবীতে
Next articleসমস্ত কিছু জেনে বুঝেই বিষ পান করে প্রজাপতি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here