খোলা বাজারে এখন বিক্রি হচ্ছে বিভিন্ন ধরণের মাস্ক। তার মধ্যে সস্তার মাস্কের সংখ্যায় সবচেয়ে বেশি। কিন্তু কোন মাস্কগুলি সবচেয়ে বেশি নির্ভরযোগ্য তা অধিকাংশ মানুষই জানে না। সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের ডিউক ইউনিভার্সিটির কয়েকজন গবেষক ১৪ ধরণের মাস্ক নিয়ে গবেষণা করেছেন। তাঁরা জানিয়েছেন কোন ধরণের মাস্ক কতটা কার্যকর। – ছবি : সংগৃহীত |
অনলাইন পেপার : করোনা সংক্রমণের এই ভয়াবহ পরিস্থিতিতে বিশ্বের অধিকাংশ দেশেই মাস্ক ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে। বাড়ি থেকে বেরিয়ে রাস্তায় পা রাখতে হলে তাকে মাস্ক অবশ্যই ব্যবহার করতে হবে। নয়তো গুনতে হতে পারে মোটা অঙ্কের জরিমানাও। করোনা সংক্রমণের প্রথম দিকে খোলা বাজারে মাস্কের আমদানি কম থাকায়, অতি সাধারণ মাস্কও বেশ চড়া দামেই কিনতে হয়েছে জনসাধারণকে। কিন্তু পরে মাস্কের আমদানি বেড়ে যাওয়ায় দামও কমে হয়েছে সাধ্যের মধ্যে।
কিন্তু করোনা সংক্রমণ রুখতে এই মাস্কই বা কেন বাধ্যতামূলক করা হল? সিএনএন সংবাদ সংস্থার একটি রিপোর্টে জানানো হয়েছে, সম্প্রতি বিভিন্ন ধরণের মাস্ক নিয়ে গবেষণা করেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের ডিউক ইউনিভার্সিটির কয়েকজন গবেষক। তাঁরা মাস্কের ব্যবহারের কারণ হিসাবে জানিয়েছেন, মানুষের হাঁচি, কাশি বা কথা বলার সময় বাতাসে ড্রপলেট ছড়ায়। এই ড্রপলেটের মাধ্যমেই সবচেয়ে বেশি করোনা সংক্রমণ ছড়াতে পারে। তাছাড়া করোনায় আক্রান্ত হওয়ার পরেও প্রায় ৪০ শতাংশ মানুষ বুঝতে পারে না, সে করোনায় আক্রান্ত হয়েছে। কারণ তার করোনার তেমন কোনও উপসর্গ নাও থাকতে পারে। ফলে ওই ব্যক্তির মাধ্যমে অন্যদের মধ্যে ছড়িয়ে পড়তে পারে করোনা সংক্রমণ। কিন্তু মুখে মাস্ক ব্যবহার করলে সেই সম্ভাবনা প্রায় ৯৯ শতাংশ থাকে না।
খোলাবাজারে এখন বিভিন্ন ধরণের মাস্কের ছড়াছড়ি। তার মধ্যে সস্তার মাস্কই বেশি বিক্রি হতে দেখা যায়। করোনা সংক্রমণ থেকে নিজেকে রক্ষা করতে সেই সব সস্তার মাস্কগুলি দেদার কিনছে জনসাধারণ। কিন্তু সেসব মাস্কের মধ্যে কোনগুলি সবচেয়ে বেশি কার্যকরী, অধিকাংশ মানুষই সে সম্পর্কে খুব বেশি জ্ঞাত নয়।
ডিউক ইউনিভার্সিটির ওই গবেষকরা এই সম্পর্কিত ১৪ ধরণের মাস্ক নিয়ে গবেষণা করেছেন। তাঁরা সব ধরণের মাস্ককে লেজার রশ্মি, ক্যামেরা ও ব্ল্যাক বক্সের মাধ্যমে অন্তত ১০ বার পরীক্ষা করেছেন। তাঁরা জানিয়েছেন, করোনা সংক্রমণ রুখতে সবচেয়ে বেশি কার্যকরী মাস্ক হল ভাল্ব বিহীন N-95। তাঁদের দাবি অনুযায়ী, এই ধরণের মাস্ক সবচেয়ে বেশি নির্ভরযোগ্য। এর পাশাপাশি ৩ স্তর বিশিষ্ট সার্জিক্যাল মাস্ক বা হাতে তৈরি সূতির মাস্কও অনেকটাই নির্ভরযোগ্য। তবে ১ স্তর বিশিষ্ট মাস্ক বা রুমাল ও নিটেড মাস্ক ব্যবহার করে কোনও ফল পাওয়া যায় না। এই মাস্কগুলির ড্রপলেট আটকানোর তেমন কোনও ক্ষমতাই নেই।
ওই গবেষকেরা আরও জানাচ্ছেন, যতদিন না করোনার ভ্যাকসিন বের হচ্ছে, একমাত্র মাস্কই পারে নিজেকে সুরক্ষিত রাখতে। তবে যেসব মাস্ক সবচেয়ে বেশি কার্যকরী, শুধুমাত্র সেগুলিই ব্যবহার করা উচিত।