কোন পথে এগোচ্ছে করোনা? গোটা বিশ্ব এখন তাকিয়ে এপ্রিলের দিকে

Advertisement
ki
অনলাইন পেপার : বিশ্বের প্রায় কোনও দেশই এখন করোনা সংক্রমণ থেকে দূরে নেই কোনও না কোনওভাবে সব দেশেই প্রবেশ করে ফেলেছে এই মারণ ভাইরাস অতীতে এর আগেও বিভিন্ন সময়ে পৃথিবী একাধিক মারণ সংক্রমণে জর্জরিত হয়েছে কিন্তু তা ছিল কোনও একটি মহাদেশের মধ্যেসীমাবদ্ধ এবার ঘটে চলেছে সমগ্র বিশ্ব জুড়ে
     গত বছরের ডিসেম্বরে চিন থেকে ছড়িয়ে পড়া এই ভাইরাস দীর্ঘ ৩ মাস অতিক্রম করে ফেলেছে প্রথম দিকে ধীরে ধীরে এগোলেও এখন দ্রুত ছড়িয়ে পড়তে শুরু করেছে চিনের সীমানা ছাড়িয়ে বিশ্বের প্রতিটি দেশে সংক্রমণ ঘটাচ্ছে কোনওভাবেই একে আটকানো সম্ভব হচ্ছে না শুধুমাত্র আমেরিকা, ইতালি আর স্পেনেই আক্রান্তের সংখ্যা লক্ষ ছাড়িয়ে গিয়েছে এবং মৃত্যু ঘটেছে ২হাজারেরও বেশি মানুষের আক্রান্ত ও মৃত্যুর এই মিছিল কোথায় গিয়ে ক্ষান্ত হবে সেটিই এখন সবচেয়ে বেশি ভাবাচ্ছে সমগ্র বিশ্বকে
     বিশ্বে সবচেয়ে বেশি আক্রান্ত হওয়া দেশ এখন মার্কিন যুক্তরাষ্ট্র। দেশটিতে প্রথম আক্রান্তের সন্ধান মেলে ২০ জানুয়ারি। ২০ ফেব্রুয়ারি পর্যন্ত দেশটিতে আক্রান্তের সংখ্যা ছিল মাত্র ১৫ জন। ২১ ফেব্রুয়ারি এক ধাক্কায় সেই সংখ্যা পৌঁছোই ৩৫-এ। ১৬ মার্চ পর্যন্ত আক্রান্তের সংখ্যা ছিল ৪৫৯৬ জন। কিন্তু সেই সংখ্যা ৩১ মার্চে গিয়ে পৌঁছোই ১৮৮৫৩০ জনে। অর্থাৎ ২১ ফেব্রুয়ারি থেকে ১৬ মার্চ আক্রান্তের সংখ্যার গড় ছিল যেখানে ১৮৩ জন প্রায়, সেখানে ১৭ মার্চ থেকে ৩১ মার্চ পর্যন্ত আক্রান্তের সংখ্যার গড় দাঁড়িয়েছে ১২২৬২ জন প্রায়-এ।
     অন্যদিকে কোভিড-১৯ সবচেয়ে বেশি প্রাণ নিয়েছে ইতালিতে। দেশটি প্রথম করোনায় আক্রান্ত হয় ২৯ জানুয়ারি। আর প্রথম আক্রান্তের মৃত্যু হয় ২১ ফেব্রুয়ারি। ১২ মার্চ পর্যন্ত মৃতের সংখ্যা ছিল ১০১৬ জন। তারপর ১৩ মার্চ থেকে ৩১ মার্চ পর্যন্ত সেই সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ১২৪২৮ জনে। অর্থাৎ প্রথম ২১ দিনে যে সংখ্যার গড় ছিল মাত্র ৪৮ জন প্রায়, পরবর্তী ১৯ দিনে সেই সংখ্যার গড় হয়েছে প্রায় ৬০০। এটি খুবই চিন্তার বিষয়।
     যদি ভারতের দিকে তাকানো যায় দেখা যাবে, এদেশে প্রথম করোনা আক্রান্তের সন্ধান মিলেছিল ২৯ জানুয়ারি। ১৪ মার্চ পর্যন্ত আক্রান্তের সংখ্যা ছিল ১০০ জন। কিন্তু ৩১ মার্চ পর্যন্ত সেই সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ১৩৯৭ জনে। অর্থাৎ প্রথম ৪৬ দিনে যেখানে আক্রান্তের সংখ্যার গড় ছিল মাত্র ২ জন প্রায়, সেখানে শেষ ১৭ দিনে গড় দাঁড়িয়েছে ৭৬ জন প্রায়-এ। আবার শেষ ৫ দিনে মোট আক্রান্ত হয়েছে ৬৭০ জন। ভারতের পক্ষে এই সংখ্যাটিও এখন সবচেয়ে বেশি চিন্তার বিষয়।
     শুধু আমেরিকা, ইউরোপ বা ভারতই নয়। গোটা পৃথিবী জুড়েই এখন এই একই দৃশ্য। আক্রান্তের সংখ্যা মার্চের মাঝামাঝি থেকেই পাল্লা দিয়ে বাড়তে শুরু করেছে। যদিও প্রথম আক্রান্ত দেশ চিন এই মুহূর্তে নিজেকে কিছুটা সামলাতে পেরেছে। তবুও সেদেশে এখনও আক্রান্ত হয়ে চলেছে।
     বিশেষজ্ঞরা তাই সব দিক লক্ষ্য রেখেই দাবি করছেন, ‘এপ্রিল’ এই মুহূর্তে সমগ্র বিশ্বের কাছে একটি গুরুত্বপূর্ণ মাস। যেভাবেই হোক করোনাকে এপ্রিল-এর মধ্যেই দমন করতে হবে।
ভারতের করোনাগ্রাফ :
তারিখ
আক্রান্ত
মৃত্যু
২২.০৩.২০২০ পর্যন্ত
৪৬১
২৩.০৩.২০২০
৩৮
২৪.০৩.২০২০
৩৭
২৫.০৩.২০২০
৭০
২৬.০৩.২০২০
১১৩
২৭.০৩.২০২০
১৬৮
২৮.০৩.২০২০
৮৯
২৯.০৩.২০২০
৪৮
৩০.০৩.২০২০
৪৭
৩১.০৩.২০২০
৩২৬
.০৪.২০২০
৪৩৭
১০
মোট
,৮৩৪
৪৫
(করোনা আক্রান্তদের মধ্যে এখনও পর্যন্ত সুস্থ হয়ে উঠেছে ১৪৮ জন)
করোনা আপডেট (আক্রান্তের সংখ্যা অনুযায়ী প্রথম ১০টি দেশ) :
দেশ
আক্রান্ত
মৃত্যু
আমেরিকা
২০৫,০৩৬
৪,৫১৬
ইতালি
১১০,৫৭৪
৩,১৫৫
স্পেন
১০২,১৩৬
৯,০৫৩
চিন
৮১,৫৫৪
,১২
জার্মানি
৭৬,৫৪৪
৮৫৮
ফ্রান্স
৫২,১২৮
৩,৫২৩
ইরান
৭,৫৯৩
৩,০৩৬
ইংল্যান্ড
৯,৪৭৪
৩,৩৫২
সুইজারল্যান্ড
৭,১৩৭
৪৬১
তুরস্ক
১৫,৬৭৯
২৭৭
সমগ্র বিশ্ব
১২,৫৬৫
৪৫,৫৪১
(করোনা আক্রান্তদের মধ্যে এখনও পর্যন্ত সুস্থ হয়ে উঠেছে ১৯১,৮২৬ জন)
* সূত্র: ওয়ার্ল্ডোমিটার, ভারতীয় সময় ১ এপ্রিল রাত সাড়ে ১১টা পর্যন্ত
Advertisement
Previous articleকরোনা আতঙ্কে জৌলুস নেই পশোয়ার ঐতিহ্যবাহী বাসন্তী পুজোয়
Next articleআমাদের পৃথিবীতে কি গভীর অসুখ এখন!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here