‘কিউরিসিটি’ মঙ্গলে সন্ধান পেল চকচকে পাথরের

Advertisement
WhatsApp%2BImage%2B2019 09 09%2Bat%2B19.02.26
রঞ্জন সরকার : মঙ্গলে ছড়িয়ে থাকা কিছু চকচকে পাথরের সন্ধান পাওয়া গেল সন্ধান দিয়েছে নাসার পাঠানোকিউরিসিটি মঙ্গলের খুব কাছ থেকে ছবি তুলে পাঠানোর সময় কিউরিসিটির ক্যামেরায় ধরা পড়েছে ওই পাথরগুলি বিজ্ঞানীরা যার নাম দিয়েছেনলিটল ক্যালোনসেবাগোল্ডেন রক
     পাথরগুলি এতটাই উজ্জ্বল যে অনেক উপর থেকেও স্পষ্ট বুঝতে পারা যাচ্ছে তবে অনেক বিজ্ঞানী ধারণা করছেন, ওই পাথরগুলি আসলে উল্কার অংশ তবে প্রকৃত রহস্য এখনও উদ্ধার করা সম্ভব হয়নি যদিও কিউরিসিটিরকেম ক্যামগবেষণার কাজ চালিয়ে যাচ্ছে কেম ক্যামের লেজার রশ্মি তাতে সহযোগিতা করছে বর্তমানে কিউরিসিটি মঙ্গলের নির্দিষ্ট একটি পাহাড়ি অঞ্চলে ভ্রমণ করছে অঞ্চলটিতে ছড়িয়ে থাকা কিছু ছাই রঙের বেডরক নিয়ে গবেষণা চালাচ্ছে

Advertisement
Previous articleতৃষ্ণার্ত কাক ও প্রাকৃতিক বিপর্যয়ের কথা
Next articleডাইনোসর যুগের জীবন্ত ফসিলস্

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here