কর্মসংস্থানের কথা মাথায় রেখেই উদ্বোধন হল রাইস মিল

Advertisement
করোনা অতিমারির কারণে দেশের কয়েক কোটি মানুষ তাঁদের কর্মস্থান হারিয়েছেন। দেশে লকডাউন চলাকালে এই পরিস্থিতি কয়েক গুণ বৃদ্ধি পেয়েছিল। যদিও বর্তমানে এই লকডাউন অনেকটাই শিথিল করা হয়েছে। দেশের মানুষ আবার পূর্বের মতো কর্মস্থানে যুক্ত হওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। আঞ্চলিকভাবে খেটে খাওয়া মানুষদের কর্মসংস্থান বাড়াতে উদ্বোধন হল ভুলুকচণ্ডী রাইস মিল। – ছবি : জনদর্পণ প্রতিনিধি

জয়দেব দেবাংশী : করোনা অতিমারির কারণে কর্মহীন হয়ে পড়েছেন এদেশের কয়েক কোটি খেটে খাওয়া মানুষ। তার মধ্যে এক বিশাল সংখ্যক মানুষ স্থায়ীভাবে কর্মস্থান হারিয়েছেন। এই সমস্যা ভারতের সব স্থানেই। পূর্ণ লকডাউন চলাকালে দেশ জুড়ে এই পরিস্থিতির সবচেয়ে অবনতি ঘটতে দেখা গিয়েছিল। যদিও পূর্ণ লকডাউন এখন আর নেই। শিথিল করা হয়েছে দেশের কিছু অঞ্চল বাদে। তাই আবার কর্মস্থানের সন্ধানে পথে নেমে পড়েছেন ওই সব খেটে খাওয়া মানুষগুলি। সামনে যে কাজই পাচ্ছেন, সেটাকেই আঁকড়ে ধরে নিজেদের অস্তিত্ব বাঁচিয়ে রাখার চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

ঠিক এই পরিস্থিতিতে গত ২৮ সেপ্টেম্বর বিশিষ্ট ছড়াকার রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়ের পুত্রবধূদয় অর্থাৎ মধুমিতা রায় চট্টোপাধ্যায় ও মুনমুন মুখোপাধ্যায়ের উদ্যোগে বীরভূম জেলার পাঁরুই থানার অন্তর্গত ভালুকসুন্দা গ্রামে উদ্বোধন হল ভুলুক চণ্ডী রাইস মিল। রাইস মিল কর্তৃপক্ষের আশা এরই সঙ্গে এই এলাকার কিছু মানুষের নতুন করে কর্মসংস্থান বাড়বে। প্রথম দিকে ১১৫ জনের মতো কর্মচারী কাজে যুক্ত হতে পারবেন। পরে আরও অধিক সংখ্যক মানুষকে নিয়োগ করা হবে।

গত ২৮ সেপ্টেম্বর ছিল নিষ্ঠাব্রতী ও কর্মযজ্ঞের কাণ্ডারি বাংলার মহীয়সী নারী রানী রাসমনি দেবীর জন্মদিন। তাঁর এই জন্মদিনেই উদ্বোধনের দিন হিসাবে ধার্য করেছে রাইস মিল কর্তৃপক্ষ। বিকাল ৪টেয় উদ্বোধন মঞ্চে উপস্থিত ছিলেন ইউকো ব্যাঙ্কের বীরভূম জেলার জোনাল হেড ম্যানেজার, ইউকো ব্যাঙ্ক পুরন্দরপুর শাখার ম্যানেজার, বীরভূম জেলার DIC জোনাল ম্যানেজার ও অন্যান্য আধিকারিকগণ, সাঁইথিয়া ব্লকের যুগ্ম সমষ্টি উন্নয়ন আধিকারিক, পাঁরুই থানার OC, বীরভূম সাহিত্য পরিষদের সদস্য ড. চণ্ডী গঙ্গোপাধ্যায়, বিশিষ্ট সাহিত্যিক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়, জননী রাইস মিলের কর্ণধার চিত্তপ্রিয় চট্টোপাধ্যায় ও অভিপ্রিয় চট্টোপাধ্যায় সহ অন্যান্যরা। এদিনের অনুষ্ঠানটি পরিচালনা করেন সোমেশ ঠাকুর।

Advertisement
Previous articleপ্রথমবারের জন্য চাঁদের মাটিতে পা রাখবেন কোনও নারী
Next articleSRI পদ্ধতির ধান চাষে ভালো ফলনের সম্ভাবনা : আশায় বুক বাধছেন চাষিরা

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here