Advertisement
করোনায় আক্রান্ত অধিকাংশ রোগীরই ঘ্রাণশক্তি হ্রাস পায়। গবেষণায় উঠে এসেছে ওই রোগীদের প্রায় ৮০ শতাংশ ঘ্রাণশক্তি কমে যাচ্ছে করোনায় আক্রান্তের কারণে। কিন্তু কেন? এই নিয়ে চলছে বিস্তর গবেষণা ও আলোচনা। সম্প্রতি এই রকমই একটি গবেষণার তথ্য প্রকাশিত হয়েছে অনলাইন পোর্টালে। – ছবি : সংগৃহীত
|
অনলাইন পেপার : সমগ্র বিশ্ব থেকে করোনা বিদায় নেওয়ার কোনও লক্ষণ এই মুহূর্তে নজরে পড়ছে না। অতি দ্রুত বেড়ে চলেছে আক্রান্তের সংখ্যা। সেই সঙ্গে মৃতের সংখ্যাও বৃদ্ধি পাচ্ছে লাফিয়ে লাফিয়ে। এখনও পর্যন্ত এই মারণ ভাইরাসে সমগ্র বিশ্ব জুড়ে আক্রান্ত হয়েছে ৮৬ লক্ষেরও বেশি মানুষ। মৃত্যু ঘটেছে সাড়ে ৪ লক্ষেরও বেশি মানুষের। ভারতেও খুব দ্রুত ছড়িয়ে পড়ছে এই ভাইরাস। আক্রান্ত হয়ে চলেছে একের পর এক মানুষ। ৩ লক্ষ ৮১ হাজারেরও বেশি ভারতীয় এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন। তবে ভারতীয়দের মধ্যে সুস্থের হার এখন যথেষ্ট বেশি।
যেহেতু সমগ্র বিশ্ব জুড়ে এখন কোভিড-১৯ মহামারির রূপ নিয়েছে, তাই বিশ্বের সবচেয়ে আলোচিত নামও এখন ‘করোনা’। একে নিয়ে চলছে একের পর এক গবেষণা। সেসব গবেষণা থেকে প্রায় প্রতি নিয়তই উঠে আসছে একাধিক করোনা বিষয়ক অজানা তথ্য। সেই সব তথ্য নিয়েও চলছে বিস্তারিত আলোচনা।
বিশ্ব জুড়ে করোনা ছড়িয়ে পড়ার প্রথম দিকে এরকমই একটি গবেষণায় উঠে এসেছিল, করোনা আক্রান্ত মানুষের ঘ্রাণশক্তি চলে যাওয়ার বিষয়টি। সেসময় গবেষণায় দেখা গিয়েছিল, করোনায় আক্রান্ত হওয়ার পূর্বে বা আগে অধিকাংশ রোগীর ঘ্রাণশক্তি কমে যায়। কিন্তু কেন? তা নিয়েও চলেছে বিস্তর আলোচনা ও গবেষণা। এবার সম্প্রতি সেরকমই একটি গবেষণার তথ্য প্রকাশিত হল ‘সায়েন্টিফিক আমেরিকান’ অনলাইন পোর্টালে।
গত ১৩ জুন প্রকাশিত ওই তথ্য থেকে জানা যাচ্ছে, করোনায় আক্রান্তদের প্রাথমিক লক্ষণ হিসাবে ঘ্রাণ ও স্বাদ হ্রাস পাওয়া দেখা দিতে পারে। এরকম লক্ষণ হাইপোস্মিয়া ও অ্যানোস্মিয়ার সঙ্গে সম্পর্ক যুক্ত। এই লক্ষণটি করোনা রোগীদের প্রাথমিক লক্ষণ হিসাবে দেখা দেওয়ার পাশাপাশি কোনও কোনও ক্ষেত্রে একমাত্র লক্ষণ হিসাবেও প্রকাশ পেতে পারে। তবে ঘ্রাণশক্তি কমে গেলেই যে সেই ব্যক্তি করোনায় আক্রান্ত হবেন তেমন কোনও কথা নেই। ঘ্রাণশক্তি অন্য কারণেও কমে যেতে পারে।
কিন্তু কেন করোনায় আক্রান্ত হলে মানুষের ঘ্রাণশক্তি কমে যায়? সম্প্রতি এই নিয়ে চলছে বিস্তর গবেষণা। গবেষণার জন্য গঠিত হয়েছে ‘কেমোসেন্সরি রিসার্চ কনসোর্টিয়াম’। সেখান থেকে চালানো হয়েছে একটি অনলাইন সমীক্ষাও। সমীক্ষা শুরুর প্রায় ১১ দিন পর যে তথ্য তাদের কাছে পৌঁছেছে সেখানে দেখা যাচ্ছে, করোনায় আক্রান্ত রোগীদের ঘ্রাণশক্তি প্রায় ৮০ শতাংশ কমে যাচ্ছে। এছাড়াও রোগীদের ৬৯ শতাংশ স্বাদ এবং ৩৯ শতাংশ ত্বকের সংবেদনও হ্রাস পাচ্ছে।
ঘ্রাণশক্তি কমে যাওয়ার কারণ হিসাবে গবেষকরা জানাচ্ছেন, এই মারণ ভাইরাসটি ঘ্রাণ সংবেদী কোষের ওপর এমনভাবে প্রভাব ফেলছে, মানুষের মস্তিস্কে ঘ্রাণের সংকেত পৌঁছতে পারছে না। এক্ষেত্রে কোভিড-১৯ ভাইরাসটি তার স্পাইক প্রোটিনের সাহায্যে একাধিক বিভিন্ন ধরণের কোষে ঢুকে পড়ছে। নাকের ওলফ্যাক্টরি সেন্সরি এপিথিলিয়াম ও রেসপিরেটরি এপিথিলিয়াম অংশের কোষগুলির ভেতরেও তাদের ঢুকতে লক্ষ্য করা গিয়েছে। নাকের এই অংশের কোষগুলি মস্তিস্কে সংকেত পাঠানোর সংবেদনশীল নিউরনের সঙ্গে সরাসরি যুক্ত। ফলে এই অঞ্চলের কোষগুলি ক্ষতিগ্রস্ত হলে নিউরনের ওপরেও তার প্রভাব পড়তে বাধ্য। আর সেই সঙ্গে মস্তিস্কে সংকেত পাঠানোও স্বাভাবিকভাবে কমে যাবে। যদিও পুরো প্রক্রিয়াটির এখনও গবেষণা চলছে। সম্পূর্ণ গবেষণা শেষ না হলে এই বিষয়ে আরও কিছু তথ্য জানা সম্ভব হচ্ছে না।
Advertisement