দেশ জুড়ে করোনা পরিস্থিতি সামাল দিতে গত জানুয়ারিতেই ‘কো-ভ্যাকসিন’ ও ‘কোভিশিল্ড’-কে ছাড়পত্র দিয়েছিল কেন্দ্রীয় সরকার। ‘কো-ভ্যাকসিন’ উৎপাদন করছে ভারত বায়োটেক। আর অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার করোনা ভ্যাকসিন ‘কোভিশিল্ড’ ভারতে উৎপাদন করছে সেরাম। ভারতই একমাত্র দেশ, যে এই দুটি ভ্যাকসিনকে একই সঙ্গে অনুমোদন দিয়েছিল। চার মাস পর এবার তৃতীয় ভ্যাকসিন হিসাবে ছাড়পত্র পেল ‘স্পুতনিক ভি’। |

অনলাইন পেপার : করোনা সামাল দিতে ভারতে এতদিন ‘কো-ভ্যাকসিন’ ও ‘কোভিশিল্ড’ এই দুটি টিকাকে দেশ জুড়ে প্রয়োগের জন্য ছাড়পত্র দেওয়া হয়েছিল। এবার এই তালিকায় নতুন করে যুক্ত হতে চলেছে রাশিয়ান টিকা ‘স্পুতনিক ভি’। আগামী মাসেই এই টিকার প্রথম চালান ভারতে আসবে বলে সূত্রে জানা গিয়েছে।
এমনিতেই করোনার দ্বিতীয় ঢেউ সামাল দিতে বেশ বেগ পেতে হচ্ছে ভারতে। সার্বিক পরিস্থিতি থেকে আন্দাজ করা যাচ্ছে, প্রথমবারের থেকেও মারাত্মক আকার নিতে চলেছে করোনার এই দ্বিতীয় ঢেউ। গত ২৪ ঘণ্টায় দৈনিক আক্রান্তের সংখ্যা ইতিমধ্যেই ছাড়িয়ে গিয়েছে ২ লক্ষ। মারা গিয়েছে ১ হাজারেরও বেশি মানুষ। দেশে মোট আক্রান্তের সংখ্যা এখনও পর্যন্ত ১ কোটি ৪৪ লক্ষেরও বেশি। কিছুদিন আগে পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যার বিচারে ব্রাজিলের স্থান ছিল দ্বিতীয় (মার্কিন যুক্তরাষ্ট্রের পর)। অতি দ্রুতগতিতে আক্রান্ত হয়ে চলায় ভারত ব্রাজিলকেও পিছনে ফেলে দ্বিতীয় অবস্থানে উঠে এসেছে অল্প কিছুদিনের মধ্যেই।
এই পরিস্থিতিতে আরজিওলজিক্যাল সার্ভে অব ইণ্ডিয়া (এএসআই) দেশ জুড়ে তাদের অধীনে থাকা সমস্ত দর্শনীয় স্থান আগামী ১৫ মে পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। তাদের অধীনে রয়েছে দেশের একাধিক মিউজিয়াম, স্মৃতিসৌধ, মন্দির প্রভৃতি। সূত্রে জানা গিয়েছে, এই দর্শনীয় স্থানগুলির মধ্যে রয়েছে তাজমহল, সোমনাথ মন্দির, পুরির জগন্নাথ মন্দির সহ প্রায় ৫০টি মিউজিয়াম।
দেশ জুড়ে করোনা পরিস্থিতি সামাল দিতে গত জানুয়ারিতেই ‘কো-ভ্যাকসিন’ ও ‘কোভিশিল্ড’-কে ছাড়পত্র দিয়েছিল কেন্দ্রীয় সরকার। ‘কো-ভ্যাকসিন’ উৎপাদন করছে ভারত বায়োটেক। আর অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার করোনা ভ্যাকসিন ‘কোভিশিল্ড’ ভারতে উৎপাদন করছে সেরাম। ভারতই একমাত্র দেশ, যে এই দুটি ভ্যাকসিনকে একই সঙ্গে অনুমোদন দিয়েছিল। চার মাস পর এবার তৃতীয় ভ্যাকসিন হিসাবে ছাড়পত্র পেল ‘স্পুতনিক ভি’।
কয়েকদিন আগেই রাশিয়ার এই ভ্যাকসিনকে ভারতে প্রয়োগের জন্য ছাড়পত্র দিয়েছে ডিসিজিআই (ড্রাগ কন্ট্রোল জেনারেল অব ইণ্ডিয়া)। তবে ইতিমধ্যে প্রায় ৫৫টিরও বেশি দেশ এই টিকা ব্যবহারের জন্য অনুমোদন দিয়েছে।
‘স্পুতনিক ভি’-কে রাশিয়া অনুমোদন দিয়েছিল গত বছরের আগস্ট নাগাদ। সেসময় রাশিয়া দাবি করেছিল, এই টিকার কার্যকারিতা প্রায় ৯১ শতাংশ। ভারতে মে মাসের প্রথম দিকে এই টিকার আমদানি শুরু হলেও এদেশে উৎপাদন শুরু হবে আগামী জুন-জুলাই নাগাদ। ভারতে এই টিকা উৎপাদন করবে ‘ডক্টর রেড্ডিজ’।