এবার করোনা শনাক্ত করবে কুকুর, চলছে প্রশিক্ষণ

Advertisement

করোনা ভাইরাস শনাক্ত করতে এবার যুক্তরাজ্যের মিলটন কিন্স শহরের একটি স্বেচ্ছাসেবী সংস্থা তাদের ৬টি কুকুরকে বিশেষভাবে প্রশিক্ষণ দিচ্ছে। তাদের দাবি, উপযুক্ত প্রশিক্ষণে কুকুরগুলি করোনা পজিটিভ হয়েছে এমন ব্যক্তিকে শনাক্ত করতে সমর্থ হবে। কুকুরগুলি এর আগে ম্যালেরিয়া, ক্যান্সারের মতো রোগ শনাক্ত করেছে। – ছবি : সংগৃহীত

%25E0%25A6%258F%25E0%25A6%25AC%25E0%25A6%25BE%25E0%25A6%25B0 %25E0%25A6%2595%25E0%25A6%25B0%25E0%25A7%258B%25E0%25A6%25A8%25E0%25A6%25BE %25E0%25A6%25B6%25E0%25A6%25A8%25E0%25A6%25BE%25E0%25A6%2595%25E0%25A7%258D%25E0%25A6%25A4 %25E0%25A6%2595%25E0%25A6%25B0%25E0%25A6%25AC%25E0%25A7%2587 %25E0%25A6%2595%25E0%25A7%2581%25E0%25A6%2595%25E0%25A7%2581%25E0%25A6%25B0 %25E0%25A6%259A%25E0%25A6%25B2%25E0%25A6%259B%25E0%25A7%2587 %25E0%25A6%25AA%25E0%25A7%258D%25E0%25A6%25B0%25E0%25A6%25B6%25E0%25A6%25BF%25E0%25A6%2595%25E0%25A7%258D%25E0%25A6%25B7%25E0%25A6%25A3

অনলাইন পেপার : কুকুরের ঘ্রাণশক্তি সম্পর্কে কারোরই সন্দেহ থাকার কোনও কারণ নেই। তাদের ঘ্রাণশক্তির পরিচয় তারা সব সময়ই দিয়ে এসেছে। একটু প্রশিক্ষণ পেলে সাধারণ কোনও কুকুরও হয়ে উঠতে পারে অসাধারণ। শুধুমাত্র তারা নিজেদের ঘ্রাণশক্তির জন্যেই জটিল থেকে জটিলতর রহস্যের সমাধান করতেও পারদর্শী, যার প্রমাণ তারা বহুবার বহুক্ষেত্রে দিয়েছে। তাই যে কোনও দেশের সামরিক বা পুলিশ বিভাগে তাদের জন্য আলাদা জায়গা রেখেই দেওয়া হয়।

     বর্তমান সারা বিশ্ব জুড়ে করোনা পরিস্থিতি ক্রমশ অত্যন্ত ভয়ঙ্কর হয়ে উঠেছে। কিছুতেই এই মারণ ভাইরাসকে নিয়ন্ত্রণে আনা সম্ভব হচ্ছে না। ইতিমধ্যে সারা বিশ্বে ১ কোটি ১২ লক্ষ ছাড়িয়ে গিয়েছে করোনা আক্রান্তের সংখ্যা। বিশ্বের বিভিন্ন দেশের তাবড় গবেষকরাও দিন-রাত পরিশ্রম করে চলেছেন করোনার ভ্যাকসিন বা ওষুধ আবিস্কারে। কিন্তু এখনও পর্যন্ত আশানরূপ কোনও ফলাফল কোনও দেশ থেকেই মিলছে না। করোনা বারংবার নিজের রূপও পরিবর্তন করে চলেছে। সেই সঙ্গে আক্রান্তদের দেখা দিচ্ছে নতুন নতুন উপসর্গ। করোনায় আক্রান্ত হয়েও সাধারণ অবস্থায় অনেকে বুঝতেই পারছেন না, তাঁর করোনা পজিটিভ। প্রায় ক্ষেত্রে ধরা পড়ছে শুধুমাত্র পরীক্ষা-নিরীক্ষায়।

     ঠিক এরকম অবস্থায় পুরনো বন্ধুর মতো এগিয়ে আসতে পারে সারমেয় সম্প্রদায়। তাদের তীক্ষ্ণ ঘ্রাণশক্তি প্রয়োগে করোনা শনাক্ত করতে পারবে কিনা সে ব্যাপারে পরীক্ষা চালাচ্ছে যুক্তরাজ্যের মিলটন কিন্স শহরের একটি স্বেচ্ছাসেবী সংস্থা। সংস্থার দাবি, তারা ঠিক পথেই এগোচ্ছে।

     বিবিসি সংবাদ মাধ্যম সূত্রে জানা গিয়েছে, ওই স্বেচ্ছাসেবী সংস্থা ইতিমধ্যেই ৬টি কুকুরকে নিয়ে তাদের প্রশিক্ষণ শুরু করেছে। সংস্থাটির সহ-প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী ড. ক্লেয়ার গেস্ট জানিয়েছেন, পূর্বেই তাঁরা ইঙ্গিত পেয়েছেন ওই কুকুরগুলো ঘ্রাণশক্তি প্রয়োগে ভাইরাস শনাক্ত করতে পারে। কারণ ম্যালেরিয়া, পারকিনসন ও ক্যান্সার রোগ ধরতে পারার প্রশিক্ষণ তাদের আগেই দেওয়া হয়েছে। তাঁরা কুকুরগুলির নাম রেখেছেন অ্যাশার, ডিগবি, জ্যাসপার, নরমান, স্টার ও স্টর্ম।

     তাদের প্রাথমিক প্রশিক্ষণ শুরু হবে লন্ডন শহরের সরকারি হাসপাতালের স্বাস্থ্যকর্মীদের ব্যবহার করা মোজা ও মাক্স-এর গন্ধ শোঁকার মাধ্যমে। আগামী সপ্তাহের মধ্যেই প্রায় ৩২০০টি নমুনা তাঁরা সংগ্রহ করবেন। তার মধ্যে চিহ্নিত করে রাখা হবে কোনগুলিতে করোনা ভাইরাস রয়েছে। এরপর কুকুরগুলিকে শনাক্ত করতে দেওয়া হবে মোজা ও মাক্সগুলি। তখন আলাদা আলাদাভাবে বুঝতে পারা যাবে কুকুরগুলি আদৌ শনাক্ত করতে পারছে কিনা ওইগুলির মধ্যে কোনটি পজিটিভ আর কোনটি নেগেটিভ। এর পাশাপাশি আরও দেখা হবে, কুকুরগুলি প্রশিক্ষকদের সে ব্যাপারে ঠিক-ঠাক জানাতে পারছে কিনা। এই পরীক্ষায় সফলতা এলে ৮ সপ্তাহ পর পরীক্ষার পরের ধাপে অংশগ্রহণ করবে তারা। তখন সরাসরি ভাইরাস পরীক্ষার কাজে নামিয়ে দেওয়া হবে কুকুরগুলিকে। তখন মানুষের মধ্যে বেছে নিতে হবে করোনা ভাইরাসকে।

     এ ব্যাপারে ড. ক্লেয়ার গেস্ট যথেষ্ট আশাবাদী। তিনি জানাচ্ছে, তাঁদের গবেষণার কাজ ঠিক পথেই এগোচ্ছে। তিনি আরও জানাচ্ছেন, তাঁদের স্প্যানিয়েল প্রজাতির অ্যাশার কুকুরটি এ ব্যাপারে খুবই দক্ষ। এর আগে পারকিনসন ও ম্যালেরিয়া রোগ শনাক্ত করতে দেখা গিয়েছে তাকে। ফলে করোনা শনাক্তের ক্ষেত্রেও সে ভালো ফল দেবে।

Advertisement
Previous articleএকের পর এক পড়ে রয়েছে হাতির মরদেহ, কারণ অজানা
Next articleগিরগিটির রঙ পরিবর্তনের রহস্য আসলে লুকিয়ে রয়েছে ওদের ত্বকেই

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here