‘পাল-ভি লিবার্টি’ তৈরি করা হয়েছে সাধারণ স্থলে চলা গাড়ি ও উড়ন্ত যানের সংমিশ্রণে। স্থলপথে সাধারণভাবে এটিকে চারচাকা গাড়ির মতো যেমন স্বচ্ছন্দে চালানো যাবে, তেমনি আকাশ পথেও হেলিকপ্টারের মতো ওড়ানো সম্ভব। এটিতে রয়েছে হেলিকপ্টারের মতোই একটি প্রপেলার। যা মাটিতে চলার সময় ভাঁজ হয়ে থাকবে। গাড়িটি স্থলপথে চলবে ঘণ্টায় সর্বোচ্চ ১৬০ কিলোমিটার গতিবেগে। আর আকাশ পথে উড়তে পারবে ঘণ্টায় প্রায় ১৯২ কিলোমিটার গতিবেগে। |

অনলাইন পেপার : খুব প্রয়োজনীয় কাজে হয়তো আপনি পথে বেরিয়েছেন। নির্দিষ্ট সময়ের মধ্যে আপনাকে কাজটি সেরে ফেলতেই হবে, নয়তো সমস্যায় পড়তে পারেন বড়ো রকমের। এই অবস্থায় আপনার নিজস্ব গাড়ি নিয়ে ছুটে চলেছেন কলকাতার রাস্তায়। হঠাৎ আটকে পড়লেন ট্র্যাফিক জ্যামে। তখন কি করবেন? সময়ে সময়ে কলকাতার পথগুলি এমনই হয়ে পড়ে, যে পথেই যেতে চাইবেন, ট্র্যাফিকের জঙ্গলে আপনাকে আটকা পড়তেই হবে।
এই সমস্যা শুধু কলকাতার নয়, এখন তো শহরতলী বা গঞ্জগুলিতেও ট্র্যাফিক জ্যামের রমরমা চলছে। ব্যস্তময় কর্মজীবনে ঘণ্টার পর ঘণ্টা কে চাইবে শুধু শুধু এই ট্র্যাফিক জ্যামের কবলে আটকে থাকতে। তার চেয়ে যদি একটা উড়ন্ত গাড়ি পাওয়া যেত, তৎক্ষণাৎ সমস্ত ট্র্যাফিক জ্যামকে উপেক্ষা করে সবার আগে পৌঁছে যাওয়া যেত নিজের গন্তব্যে। সময়ে সময়ে হয়তো সবারই এরকম ধারণা হয়ে থাকে। আর এমন কল্পনা করাটাই স্বাভাবিক।
যদিও এখন আর কল্পনা নেই। কারণ এই প্রথম অনুমোদন পেল এমনই একটি গাড়ি, যে কিনা স্থলেও চলবে, আবার আকাশ পথেও গমন করবে নির্দ্বিধায়। টাইমস নাউ সূত্রে জানা গেল, ‘পাল-ভি লিবার্টি’ নামের এই উড়ন্ত গাড়িটিকে পথে চালানোর জন্য সম্প্রতি অনুমোদন দিল ইউরোপীয় ইউনিয়ন। গাড়িটি তৈরি করেছে নেদারল্যান্ডের একটি গাড়ি তৈরি প্রতিষ্ঠান ‘পাল-ভি’। প্রতিষ্ঠানটি ২০১২ সাল থেকে এই রকম উড়ন্ত গাড়ি তৈরি করা নিয়ে কাজ করে আসছিল।
সূত্রে আরও জানা গেল, পাল-ভি-র তৈরি এই ‘পাল-ভি লিবার্টি’ গাড়িটি স্থলপথে চলবে ঘণ্টায় সর্বোচ্চ ১৬০ কিলোমিটার গতিবেগে। আর আকাশ পথে উড়তে পারবে ঘণ্টায় প্রায় ১৯২ কিলোমিটার গতিবেগে। যদি একবার ফুল ট্যাঙ্ক জ্বালানি ভরা হয়, তবে প্রায় ৫০০ কিলোমিটার নিশ্চিন্তে ঘুরে বেড়ানো যাবে।
গাড়িটির নির্মাতা প্রতিষ্ঠান জানিয়েছে, ‘পাল-ভি লিবার্টি’ তৈরি করা হয়েছে সাধারণ স্থলে চলা গাড়ি ও উড়ন্ত যানের সংমিশ্রণে। স্থলপথে সাধারণভাবে এটিকে চারচাকা গাড়ির মতো যেমন স্বচ্ছন্দে চালানো যাবে, তেমনি আকাশ পথেও হেলিকপ্টারের মতো ওড়ানো সম্ভব। এটিতে রয়েছে হেলিকপ্টারের মতোই একটি প্রপেলার। যা মাটিতে চলার সময় ভাঁজ হয়ে থাকবে।
কত মূল্য হতে পারে এই উড়ন্ত গাড়ির? সূত্রে জানা গিয়েছে, প্রথম ধাপে পাল-ভি প্রতিষ্ঠানটি ৯০টি এরকম উড়ন্ত গাড়ি বাজারে ছাড়তে পারে। প্রতিটির মূল্য হতে পারে প্রায় ৫ লাখ ৮৪ হাজার মার্কিন ডলার। তবে স্থলপথে যে কোনও চারচাকা গাড়ি চালানোর লাইসেন্সধারী এই গাড়িটি চালানোর অনুমতি পেলেও আকাশপথে গমন করার জন্য তাঁর থাকতে হবে উড়োজাহাজ চালানোর বৈধ লাইসেন্স।