এক চুমুতেই গুনতে হচ্ছে হাজার ডলার জরিমানা

Advertisement
যখন চুম্বনের সঙ্গে জড়িয়ে থাকে একাধিক মানুষের সমস্যা বা পূর্ব থেকেই বিধিনিষেধ আরোপ করা থাকে, তখন সেই চুম্বনকে অবৈধ ধরা হবে। করোনা মহামারির জন্য ফুটবল খেলায় বেশ কতকগুলি গুরুত্বপূর্ণ নিয়ম আনা হয়েছে। তার মধ্যে একটি, কোনও পরিস্থিতিতেই ফুটবলের ওপর চুম্বন করা যাবে না। ইকুয়েডরের একটি ঘরোয়া লিগে এই ভুলটাই করে বসেন আর্জেন্টাইন মিডফিল্ডার সার্জিও লোপেজ। – ছবি : সংগৃহীত
football sport footballers goalkeeper preview%2B%25281%2529


অনালাইন পেপার : চুম্বন প্রেম বা ভালবাসার গভীর প্রকাশ। এতে কোনও খেদ থাকার কথা নয়। কিন্তু সেই চুম্বন যদি হয় অবৈধ, তবে চুম্বনকারীকে অবশ্যই শাস্তি পেতে হয়। তবে চুম্বন আবার কিভাবে অবৈধ হবে! ভালবাসার প্রকাশকে কখনও অবৈধ ভাবা সম্ভব? কখনও কখনও সম্ভব হয় বইকি। যখন ওই চুম্বনের সঙ্গে জড়িয়ে থাকে একাধিক মানুষের সমস্যা অথবা জনস্বার্থে পূর্ব থেকেই বিধিনিষেধ আরোপ করা থাকে, তখন তাকে অবৈধ ধরে নেওয়া হবে বইকি।
     ঘটনাটি ইকুয়েডরের ফুটবল প্রাঙ্গণের। দল জিতে যাওয়ার আনন্দে আর্জেন্টাইন মিডফিল্ডার সার্জিও লোপেজ নিষেধাজ্ঞা জারি থাকা সত্ত্বেও ফুটবলে চুম্বন করে বসেন। আর এতেই শাস্তি সরূপ তাঁকে গুনতে হচ্ছে ১ হাজার ২০০ মার্কিন ডলার জরিমানা।
     করোনা অতিমারি অন্য দেশের মতো ইকুয়েডরেও আঘাত হেনেছে। এখনও পর্যন্ত সেদেশে এই সংক্রমণে আক্রান্তের সংখ্যা প্রায় ১ লক্ষ ১৪ হাজারেও বেশি। মারা গিয়েছেন সাড়ে ৬ হাজারেরও বেশি মানুষ। তাই অন্য সব কিছুর মতো দীর্ঘদিন বন্ধ রাখতে হয়েছিল ফুটবল ম্যাচও। প্রায় ৬ মাস পর নতুন করে ঘরোয়া লিগ শুরু হয় সেদেশে। তবে সব ম্যাচই হচ্ছে দর্শকশূন্য মাঠে। সেই সঙ্গে জারি হয়েছে একাধিক নিয়মকানুনও। তার মধ্যের একটি নিয়ম ছিল, কোনও কারণেই ফুটবলে চুম্বন করা যাবে না। অনেক ক্ষেত্রে দেখা যায়, ফুটবল খেলার সময়ে গোল করার আনন্দে বা দল জিতে যাওয়ার পর আবেগপ্লুত হয়ে ফুটবলাররা ফুটবলে চুম্বন করে থাকেন। করোনা অতিমারির কথা মাথায় রেখে ফুটবলের ওপর এই চুম্বন প্রথা নিষিদ্ধ করা হয়েছে।
     গত ২৮ আগস্ট ইকুয়েডরের সেই ক্লাব লেভেলের খেলায় অংশগ্রহণ করেছিল আকুস ও মাকারা। সার্জিও লোপেজের দল আকুস ১-০ গোলে জিতে যায় ওই দিন। সার্জিও লোপেজ তার দল জিতে যাওয়ার আনন্দে হয়তো ভুলেই গিয়েছিলেন নতুন করে জারি হওয়া ‘চুম্বন’ নিয়মের কথা। ফুটবলের ওপরেই চুম্বন করে বসেন তিনি। পরে ডিসিপ্লিনারী কমিটি ভিডিও ফুটেজ দেখে গত ৩১ আগস্ট সার্জিও লোপেজের বিরুদ্ধে নিয়ম ভাঙার অভিযোগ আনেন। তাঁকে ১ হাজার ২০০ মার্কিন ডলার জরিমানা করা হয়েছে।
     তবে এদিন শুধু সার্জিও লোপেজকেই নয়, অংশগ্রহণ করা উভয় দলকেই জরিমানা করা হয়েছে ভিন্ন কারণে। এদের একটি দলকে জরিমানা করা হয়েছে দলের সঙ্গে স্যানিটাইজার না রাখার জন্য এবং অন্য দলকে প্রাথমিক চিকিৎসা সরঞ্জাম না আনার জন্য।
Advertisement
Previous articleমহরম কমিটির পক্ষ থেকে রক্তদান শিবির নলহাটিতে
Next article৭ ব্যাটসম্যান টেস্ট ও একদিন উভয় ফরম্যাটেই ১০ হাজার রানের গণ্ডি অতিক্রম করেছেন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here