এই বিশ্বে মহামারির মতো ঘটনা ৫ হাজার বছরেরও বেশি পুরনো

Advertisement
আজকের দিনে করোনার মতো মহামারিতে নাজেহাল হতে হচ্ছে সমগ্র বিশ্বকে। কিন্তু অতীতেও ঘটে গিয়েছে ভয়ঙ্কর সব মহামারি। সবচেয়ে পুরনো মহামারির ঘটনা কবে ঘটেছিল তার কোনও সুনির্দিষ্ট রেকর্ড গবেষকদের হাতে নেই। তবে কিছু গবেষকের ধারণা ডিএনএ বিশ্লেষণের মাধ্যমে জানা যেতে পারে মহামারি কত পুরনো। – ছবি : সংগৃহীত

epidemic in this world is more than 5 thousand years old

অনলাইন পেপার : গত বছরের ডিসেম্বর থেকেই একপ্রকার শুরু হয়েছে করোনা সংক্রমণ। হাতে গোনা মাত্র কয়েকটি স্থান বাদ দিলে প্রায় সমগ্র বিশ্ব জুড়েই এই মহামারি এখন ছড়িয়ে পড়েছে। বিশ্ব জুড়ে একযোগে লক্ষ লক্ষ মানুষ আক্রান্ত হওয়ার কারণে করোনা সংক্রমণকে শুধুমাত্র মহামারি বলা হচ্ছে না, একে অতিমারিও বলছেন অনেকেই। এখনও পর্যন্ত সমগ্র বিশ্ব জুড়ে ১ কোটি ৬৮ লক্ষেরও বেশি মানুষ এই সংক্রমণের কবলে পড়েছেন। মৃতের সংখ্যা যদিও তুলনামূলক অনেকটাই কম, প্রায় ৬ লক্ষ ৬২ হাজারের মতো মানুষ এই সংক্রমণে মারা গিয়েছেন।
     বলতে গেলে সমগ্র বিশ্বকেই একপ্রকার নাজেহাল করে ছেড়েছে এই অতিমারি করোনা। বর্তমান প্রযুক্তির তুখড় উন্নতির যুগেও অনেক ক্ষেত্রে বিনা চিকিৎসায় মানুষকে প্রাণ দিতে হচ্ছে করোনার কবলে পড়ে। অনেকেই তাই দাবি করছেন, প্রকৃতির কাছে মানুষ এখনও কত অসহায়! তবে তারাও বিশ্বাস করতে শুরু করেছেন, এখানেই মানব সভ্যতার শেষ নয়। এই দুর্দিন ঘুচিয়ে আবার পূর্বের মতো অপরূপ সাজে সেজে উঠবে পৃথিবী। মানুষ আবার প্রকৃতিকে জয় করে নিজের সিংহাসন পুনরুদ্ধার করবে। কারণ করোনার মতো মহামারি পূর্বেও হয়েছে অনেকবার। এই মহামারি শুধু আজকের নয়, ৫ হাজার বছরেরও বেশি পুরনো।
     সম্প্রতি ‘দ্য ওয়াশিংটন পোস্ট’-এর একটি রিপোর্ট থেকে জানা যাচ্ছে, মহামারির অতীতের সময়কাল হিসাবে মানুষের সবচেয়ে পুরনো যে ধারণা, আসলে সেই ধারণা তার চেয়েও কয়েক হাজার বছরের পুরনো। বিভিন্ন তথ্য অনুযায়ী ধারণা করা হয়, ১৬৫ খ্রিস্টাব্দ নাগাদ ‘অ্যাটোনিন প্লেগ’ যে মহামারি এনেছিল তাতে সেই সময়ে মৃত্যু ঘটেছিল প্রায় ৫০ লক্ষ মানুষের। তারপরের মহামারি ‘প্লেগ অব জাস্টিনিয়ান’-এ মারা যায় প্রায় ৫ কোটি মানুষ। আবার ইতিহাসের মধ্যযুগ অর্থাৎ ১৩৪৬ থেকে ১৩৫৩ খ্রিস্তাব্দ নাগাদ যে ‘ব্ল্যাক ডেথ’ মহামারি হয়েছিল, তাতেই সমগ্র ইউরোপের কয়েক কোটি মানুষের প্রাণ গিয়েছিল।
     অবশ্য এ সবই বর্তমানকাল থেকে ২০০০ বছরের মধ্যকার ঘটনা। কিন্তু তারও আগে যে মহামারি হয়েছিল তার কোনও সুনির্দিষ্ট তথ্য প্রত্নতত্ত্ববিদ বা গবেষকদের কাছে নেই। কিন্তু বর্তমান গবেষক ও প্রত্নতত্ত্ববিদরা দাবি করছেন, প্রায় ৫ হাজার বছর আগে অর্থাৎ প্রস্তরযুগেও মানুষ প্লেগে আক্রান্ত হয়েছে। ‘দ্য ওয়াশিংটন পোস্ট’-এর ওই রিপোর্ট থেকে আরও জানা যাচ্ছে, প্রস্তরযুগের মানুষের দাঁতের ডিএনএ বিশ্লেষণ করে গবেষকরা জানতে পেরেছেন, সে সময়েও মানুষ প্লেগে আক্রান্ত হত। এ ব্যাপারে জার্মানির ম্যাক্স প্ল্যাঙ্ক ইন্সটিটিউটের গবেষক মারিয়া স্পাইরো দাবি করছেন, ডিএনএ বিশ্লেষণের মাধ্যমেই মহামারি কত পুরনো, তা প্রকৃতপক্ষে জানা সম্ভব।
Advertisement
Previous articleকরোনা প্রতিরোধে টি-সেল অতি গুরুত্বপূর্ণ হয়ে উঠবে
Next articleআধুনিকতার সংস্পর্শে হারিয়ে যাচ্ছে কুসুমযাত্রার পৌরাণিক পটশিল্প (ভিডিও সহ)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here