এই গয়নার বয়স আড়াই হাজার বছরেরও বেশি

Advertisement
থমাস কার্লসন নামের এক ব্যক্তি ম্যাপ তৈরির জন্য জরিপ চালাতে গিয়েছিলেন সুইডেনের গোথেনবার্গ শহরের উত্তর-পূর্ব দিকের ৪৮ কিলোমিটার দূরবর্তী অ্যালিংসাস শহরের পার্শ্ববর্তী একটি জঙ্গলে। সদলবলে এখানে জরিপ চালানোর সময়েই তিনি সন্ধান পান ওই প্রাচীন গয়নাগুলির। প্রায় ৫০টির মতো গয়নার মধ্যে ছিল গলার হার থেকে শুরু করে কাপড়ে বিঁধার পিনও। যদিও গয়নাগুলি আবিষ্কারের পর প্রথম অবস্থায় তিনি বুঝতেই পারেননি সেগুলি বেশ প্রাচীন।
এই গয়নার বয়স আড়াই হাজার বছরেরও বেশি
Symbolic Image – Image by Attraction Magazine from Pixabay

অনলাইন পেপার : শরীরে শোভা বর্ধনের জন্য মানুষ বহু আগে থেকেই গয়না ব্যবহার করে আসছে। শোভা বর্ধনের এই ধাতব পদার্থের উপস্থিতি সিন্ধু, হরপ্পা, মেসোপটেমিয়া বা সুমের সভ্যতার সময়কালকেও ছাড়িয়ে গিয়েছে। এমনকি প্রস্তর যুগেও মানুষ এর ব্যবহার জানত। অন্তত প্রত্নতত্ত্ববিদদের এমটাই ধারণা। অবশ্য এই ধারণার পিছনে তাঁরা বারবার যথাযোগ্য প্রমাণও পেয়েছেন।

এবার আড়াই হাজার বছর আগের এমনই কিছু প্রাচীন গয়নার খোঁজ পাওয়া গেল সুইডেনের একটি জঙ্গলে। প্রাথমিক গবেষণায় জানা গিয়েছে, ব্রোঞ্জ যুগের এই গয়নাগুলি দীর্ঘদিন পড়ে থাকা সত্ত্বেও তেমন কোনও ক্ষতি হয়নি এর। আজও প্রায় অক্ষতই রয়ে গিয়েছে। যদিও প্রত্নতত্ত্ববিদরা এখনও গবেষণা চালিয়ে যাচ্ছেন ওই গয়নাগুলি নিয়ে।

বিবিসি সংবাদ মাধ্যমের সূত্র অনুযায়ী, থমাস কার্লসন নামের এক ব্যক্তি ম্যাপ তৈরির জন্য জরিপ চালাতে গিয়েছিলেন সুইডেনের গোথেনবার্গ শহরের উত্তর-পূর্ব দিকের ৪৮ কিলোমিটার দূরবর্তী অ্যালিংসাস শহরের পার্শ্ববর্তী একটি জঙ্গলে। সদলবলে এখানে জরিপ চালানোর সময়েই তিনি সন্ধান পান ওই প্রাচীন গয়নাগুলির। প্রায় ৫০টির মতো গয়নার মধ্যে ছিল গলার হার থেকে শুরু করে কাপড়ে বিঁধার পিনও।

যদিও গয়নাগুলি আবিষ্কারের পর প্রথম অবস্থায় তিনি বুঝতেই পারেননি সেগুলি বেশ প্রাচীন। এছাড়াও সেগুলি আসল না নকল এবিষয়েও তাঁর যথেষ্ট সন্দেহ ছিল তখনও। তবে পরে গুরুত্ব বুঝে তিনি যোগাযোগ করেন প্রত্নতত্ত্ববিদদের সঙ্গে।

প্রত্নতত্ত্ববিদরা প্রাথমিক গবেষণায় জানিয়েছেন, গয়নাগুলি প্রায় আড়াই হাজার বছরের পুরনো, অর্থাৎ ব্রোঞ্জ যুগের। এগুলি সম্ভবত ৭৫০ থেকে ৫০০ খ্রিস্টাব্দের মধ্যে নির্মিত হয়েছিল। আর ঠিক ওই যুগে অনেকেই নদীর জলে গয়না ভাসিয়ে দিত। এছাড়াও প্রত্নতত্ত্ববিদরা আরও জানিয়েছেন, গয়নাগুলি আড়াই হাজার বছরের প্রাচীন হলেও সেগুলি আজও প্রায় অক্ষত রয়েছে। কারণ এগুলিকে বেশ ভালোভাবেই সংরক্ষণ করে রাখা হয়েছিল।

Advertisement
Previous articleরাজ্য জুড়ে হতে পারে ঝড়-বৃষ্টি, প্রশাসনকে সতর্ক করল নবান্ন
Next articleপ্রায় নিঃশব্দেই পেরিয়ে গেল অলচিকি লিপির আবিস্কারক রঘুনাথ মুর্মুর জন্মদিন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here