ইতিহাস হয়ে যাওয়া সংক্ষিপ্ততম পত্রালাপ

Advertisement
victor

সোমনাথ মুখোপাধ্যায় : ১৮৬২ সালের কথা। সুবিখ্যাত ফরাসি সাহিত্যিক ভিক্টর হুগো (১৮০২১৮৮৫) তখন ছুটি কাটাচ্ছেন। কিন্তু তাঁর সদ্য প্রকাশিত উপন্যাস লা মিজারেবল পাঠকরা কেমনভাবে নেবে তা নিয়ে বেশ চিন্তায় আছেন। কারণ ইতিপূর্বে কয়েকজন প্রকাশক চার্চের কোপে পড়ার ভয়ে উপন্যাসটি ছাপতে চাননি। শেষ পর্যন্ত হুগো উপন্যাসের বিক্রি বাটা কেমন চলছে তা জানতে চেয়ে প্রকাশক Hurst and Blackett কে একটি আজব চিঠি লিখলেন। চিঠি বলতে সাদা কাগজে শুধুমাত্র একটা জিজ্ঞাসার চিহ্ন (?) লিখে প্রকাশকের ঠিকানায় পাঠিয়ে দিলেন। প্রকাশক মশাইও কম সুরসিক ছিলেন না। তিনিও চিঠির উত্তরে সাদা কাগজে একটি বিস্ময় সূচক চিহ্ন (!) লিখে হুগোকে পাঠিয়ে দিলেন। অর্থাৎ কি না বিক্রি বাটা বিস্ময়কর।
     বাস্তবিক এই চিঠি দুটিই সংক্ষিপ্ততম পত্রালাপের নিদর্শন হিসেবে বিশ্ব ইতিহাসে অবিস্মরণীয় হয়ে আছে।
     ভিক্টর হুগো ছিলেন উনিশ শতকের ইউরোপে শ্রেষ্ঠ রোমান্টিক সাহিত্যিকদের মধ্যে অগ্রগণ্য। লা মিজারেবল উপন্যাস প্রকাশিত হওয়ার সাথে সাথে তিনি খ্যাতির শীর্ষে পৌঁছে যান। ১৮৬২ সালে প্রকাশিত হল তার অপর জনপ্রিয় উপন্যাস দ্য হানচ ব্যাক অফ নটারডাম, একে একে বেরোলো দ্য ম্যান হু লাফস, দ্য লাস্ট ডে অফ এ কনডেম্ড ম্যান প্রভৃতি। উপন্যাস ছাড়াও তিনি অসংখ্য কবিতা ও অনবদ্য সব নাটক রচনা করে বিশ্ব সাহিত্যকে সমৃদ্ধ করে গেছেন। তার কবিতার সংগ্রহ লা কনটেমপ্লেশন, দ্য লিজেন্ড অফ দা এজেস বিশেষ জনপ্রিয়তা লাভ করে। সারাজীবন তিনি কবি, নাট্যকার, ঔপন্যাসিক এবং সাংবাদিক হিসেবে জীবন কাটিয়ে গেছেন। ছবি আঁকার হাতও ছিল রীতিমতো ভালো। প্রায় ৪০০০ ছবির অনবদ্য সংগ্রহ রেখে গেছেন। বিশ্বসাহিত্যের এই উজ্জল প্রতিভা ১৮৮৫ সালের ২২শে মে ৮৩ বছর বয়সে তিরোধান লাভ করেন।

Advertisement
Previous articleসূর্যের কাছে যাওয়ার অভিযানে নাসা
Next articleস্পেশাল ‘বড়দিন’ ২ : ক্রিসমাস ট্রি’র ভাবনা ও তার সংস্কার

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here