আসছে নতুন সংস্করণ, পুরনো ফোনে বন্ধ হয়ে যাবে হোয়াটসঅ্যাপ

Advertisement
Whatsapp

অনলাইন পেপার : ফেসবুকের পর বিশ্বব্যাপী সোশ্যাল মিডিয়া জগতের সবচেয়ে জনপ্রিয় মেসেজিং অ্যাপ যে হোয়াটসঅ্যাপই, তাতে কোনও সন্দেহ নেই। ২০১৪ সালে হোয়াটসঅ্যাপকে কিনে নিয়েছিল ফেসবুক। গ্রাহকদের কাছে আরও জনপ্রিয় করতে প্রায় প্রতিনিয়ত তারা তাদের অ্যাপের উন্নত ভার্সন নিয়ে আসে। তাতে যুক্ত হয় নতুন নতুন সব প্রোগ্রাম। ভীষণভাবে উপকৃত হন গ্রাহকরা।
     আগামী বছর থেকেই যুক্ত হতে চলেছে হোয়াটসঅ্যাপের নতুন সংস্করণ। লাইভমিন্ট সূত্রে জানা গেল, এর আগে অ্যান্ড্রয়েড গ্রাহকরা হোয়াটসঅ্যাপে কথা বলার সময় দ্বিতীয় কল এলে সেটি ধরতে পারতেন না। দ্বিতীয় কলটি মিসড্ কল হয়ে যেত। এই সিস্টেমিং-এ কিছু পরিবর্তন আনা হয়েছে। এবার থেকে অ্যান্ড্রয়েড গ্রাহকরা দ্বিতীয় কলটিও ধরতে পারবেন। এক্ষেত্রে প্রথম কল চলাকালে দ্বিতীয় কলটি কল ওয়েটিং হয়ে যাবে। এই নতুন ব্যবস্থা পেতে প্লে স্টোর থেকে নতুন ভার্সন ডাউনলোড করতে হবে। ইতিমধ্যেই আইওএস গ্রাহকদের জন্য এই ব্যবস্থা চালু হয়ে গিয়েছে। তবে এখনই কল হোল্ড বা কল মার্জেস আনছে না হোয়াটসঅ্যাপ।
     নতুন ভার্সন নিয়ে আসার পাশাপাশি পুরনো অপারেটিং সিস্টেম ব্যবহারকারী অ্যান্ড্রয়েড গ্রাহকদের জন্য খারাপ খবরও আনছে হোয়াটসঅ্যাপ। হোয়াটসঅ্যাপের একটি ব্লগ পোস্টে ইতিমধ্যেই ঘোষণা করে দেওয়া হয়েছে, ৩১ ডিসেম্বরের পর কোনও উইন্ডোজ ফোনে আর পাওয়া যাবে না হোয়াটসঅ্যাপ। সেই সঙ্গে ১ ফেব্রুয়ারি থেকে আইওএস ৮ ও তার চেয়ে পুরনো অপারেটিং সিস্টেম এবং অ্যান্ড্রয়েড ২.৩.৭ বা তার চেয়ে পুরনো অপারেটিং সিস্টেমে বন্ধ হয়ে যাবে হোয়াটসঅ্যাপ। ফলে এই সমস্ত পুরনো মোবাইলগুলি থেকে যদি একবার হোয়াটসঅ্যাপ মুছে যায় আর নতুন করে ফিরিয়ে আনা যাবে না তাকে।

Advertisement
Previous articleরহস্যময় ভানগড় দুর্গ, বিশ্বের সেরা দশটি হন্টেড স্থানের একটি
Next articleকিছু নতুন প্রজাতির প্রাণী ও উদ্ভিদের সন্ধান পাওয়া গেল

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here