আসছে নতুন বছর, বছর শেষে ফিরে দেখা পুরনো বছরের ক্যানভাস

Advertisement

ভারতীয় জাতীয় ক্রিকেট দলের ওপেনার শেফালী ভার্মা সবচেয়ে কম বয়সে (১৭ বছর ১৫০ দিন) ক্রিকেটের সমস্ত ফরম্যাট-এ খেলার কৃতিত্ব অর্জন করলেন। ২৪ আগস্ট থেকে ৫ সেপ্টেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হওয়া টোকিও অলিম্পিকে একটি সোনা, দুটি রুপো, ও চারটি বোঞ্জ সহ মোট সাতটি পদক পেয়ে মিশন শেষ করল ভারত। পদক তালিকায় ভারত ছিল ৪৮তম স্থানে। এবারের অলিম্পিকে পুরুষদের জ্যাভেলিন থ্রোতে স্বর্ণ পদক পেলেন নীরজ চোপড়া। ভারতীয় হকি দল পেল ব্রোঞ্জ পদক।


আসছে নতুন বছর, বছর শেষে ফিরে দেখা পুরনো বছরের ক্যানভাস

বিজয় ঘোষাল : ২০২১-এর অন্তিমে পৌঁছে এখনও করোনা থেকে সম্পূর্ণ মুক্তি পাওয়া সম্ভব হয়নি। বিশেষজ্ঞদের দাবি, মুক্তি পাওয়ার সবচেয়ে সহজ পথ অবশ্যই দেশ জুড়ে টিকাকরণ। যদিও এই টিকাকরণ অত্যন্ত দ্রুতগতিতে এগিয়ে চলেছে ভারতে, যা যথেষ্ট আশার সংকেত। তবে করোনা সংক্রমণকে বাদ রেখে গোটা দেশের দিকে তাকালে, লক্ষ্য করা যাবে ভালো আর মন্দ দুয়েরই প্রভাব পড়েছে গোটা বছর জুড়ে। আজ তারই কয়েকটি বিষয় এখানে তুলে ধরা হল। –

১. প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ১৬ জানুয়ারি সারাদেশে কোভিড টিকাকরণ কর্মসূচি শুরু করলেন।

২. ১৯ জানুয়ারি অ্যাডিলেডে শেষ তথা সিরিজের নির্ণায়ক টেস্টে অস্ট্রেলিয়া-কে ৩ উইকেটে হারিয়ে অস্ট্রেলিয়ার মাটিতে ২-১ ব্যবধানে সিরিজ জিতে ইতিহাস সৃষ্টি করল বিরাট কোহলি-হীন ভারত।

৩. ১২ মার্চ ভারতের আমেদাবাদের মোতেরা শহরে উদ্বোধন হল বিশ্বের বৃহত্তম ক্রিকেট স্টেডিয়াম। নাম রাখা হল নরেন্দ্র মোদি ক্রিকেট স্টেডিয়াম।

৪. ১৩ মার্চ সপ্তম ISL-এ প্রথমবার চ্যাম্পিয়ন হল মুম্বাই সিটি এফসি। ফাইনালে ২-১ ব্যবধানে হারল এটিকে মোহনবাগান।

৫. ২৫ এপ্রিল ৫১তম দাদাসাহেব ফালকে পুরস্কারের জন্য মনোনীত হলেন দক্ষিণ ভারতের চলচ্চিত্র অভিনেতা রজনীকান্ত।

৬. ২ মে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে বিরাট ব্যবধানে জয়লাভ করল তৃণমূল কংগ্রেস। তৃতীয়বার মুখ্যমন্ত্রীর মসনদে বসলেন মমতা বন্দোপাধ্যায়।

৭. ১৮-২৩ জুন এডিলেডে অনুষ্ঠিত হওয়া প্রথম আইসিসি-র টেস্ট চ্যাম্পিয়নশিপ-এর খেতাব জিতে নিল নিউজিল্যান্ড। ফাইলানে আট উইকেটে ভারতকে পরাজিত করে এই খেতাব জিতেছে ক্রিকেট খেলিয়ে দেশটি।

৮. ভারতীয় জাতীয় ক্রিকেট দলের ওপেনার শেফালী ভার্মা সবচেয়ে কম বয়সে (১৭ বছর ১৫০ দিন) ক্রিকেটের সমস্ত ফরম্যাট-এ খেলার কৃতিত্ব অর্জন করলেন।

৯. ২৪ আগস্ট থেকে ৫ সেপ্টেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হওয়া টোকিও অলিম্পিকে একটি সোনা, দুটি রুপো, ও চারটি বোঞ্জ সহ মোট সাতটি পদক পেয়ে মিশন শেষ করল ভারত। পদক তালিকায় ভারত ছিল ৪৮তম স্থানে। এবারের অলিম্পিকে পুরুষদের জ্যাভেলিন থ্রোতে স্বর্ণ পদক পেলেন নীরজ চোপড়া। ভারতীয় হকি দল পেল ব্রোঞ্জ পদক।

১০. ভারতের ৩৯তম ও ৪০তম ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের মর্যাদা পেল যথাক্রমে তেলেঙ্গানার মুলুগু জেলার রুদ্বেশ্বর মন্দির ও গুজরাতের ঢোলাবিরা শহর।

১১. বর্ডার থোড় অর্গানাইজেশন-এর তরফ থেকে বিশ্বের উচ্চতম সড়ক নির্মাণ করা হল পূর্ব লাদাখের মলেং পাসে।

১২. ভারতের সর্বোচ্চ ক্রীড়া পুরস্কার রাজীব গাঁধী খেলরত্ন-র নাম পরিবর্তন করে রাখা হল মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার।

১৩. ন্যাশনাল ক্রাইম রেকর্ড প্রতিবেদন অনুযায়ী ভারতের সবচেয়ে নিরাপদ শহর হিসেবে উঠে এল কলকাতার নাম।

১৪. অস্ট্রেলিয়ার মাটিতে প্রথম ভারতীয় মহিলা ব্যাটার হিসেবে দিনরাতের গোলাপী বলের টেস্ট ম্যাচে শতরান করলেন স্মৃতি মান্ধানা।

১৫. কলকাতা নাইট রাইডার্স-কে হারিয়ে চতুর্থবার আইপিএল খেতাব জিতল চেন্নাই সুপার কিংস।

১৬. ৮ ডিসেম্বর হেলিকাপ্টার দুর্ঘটনায় প্রাণ হারালেন ভারতের প্রথম চিফ অফ ডিফেন্স স্টাফ বিপিন রাওয়াত। সেই সঙ্গে প্রাণ হারালেন আরও ১২ জন সঙ্গী।

১৭. পুরুষদের টি-টোয়েন্টি ও ওয়ানডে ক্রিকেটের নতুন অধিনায়ক নির্বাচিত হলেন রোহিত শর্মা।

১৮. দীর্ঘ ২১ বছর পর মিস ইউনিভার্স মুকুট উঠল ভারতের চণ্ডীগড়ের মেয়ে হারনাজ সিন্ধুর মাথায়।

১৯. ১৫ ডিসেম্বর ইউনেস্কো বাংলার দুর্গাপুজো-কে ইনট্যানজিবল কালচারাল হেরিটেজ অফ হিউম্যানটি হিসেবে স্বীকৃতি দিল।

২০. ৩০ ডিসেম্বর পর্যন্ত ভারতে করোনা আক্রান্তের সংখ্যা ৩ কোটি ৪৮ লক্ষ অতিক্রম করে গিয়েছে। মৃতের সংখ্যা অতিক্রম করে গিয়েছে ৪ লক্ষ ৮০ হাজার। সুস্থের সংখ্যা ৩ কোটি ৪২ লক্ষ ৫৮ হাজারেরও বেশি।

Advertisement
Previous articleস্বনির্ভরতা-র লক্ষ্যে কাগজের ব্যাগ তৈরির প্রশিক্ষণ পাহাড়পুরে
Next articleকরোনা : আগামী জুলাইয়েই মহামারি শেষ? যা বললেন হু-র মহাপরিচালক

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here