আলু চাষের সমস্যার সমাধান দিল কৃষি দফতর

Advertisement
23695

চিরন্তন দাস : আলু চাষের মরশুম চলছে এখন বীরভূম বরাবরই আলু চাষের জন্যে পশ্চিমবঙ্গে একটি গুরুত্বপূর্ণ স্থান অধিকার করে আছে যদিও বুলবুলের ধাক্কায় এই চাষের সময়কাল কিছুটা পিছিয়ে গিয়েছেতবুও দেরিতে হলেও অজয় ও ময়ূরাক্ষী নদীর পার্শ্ববর্তী এলাকায় বিপুল হারে আলু চাষ করতে দেখা যাচ্ছে চাষিদের বাজারে এই সময়ে খাবার আলু বা বীজ আলুর দাম বর্তমানে কিছুটা চড়াতাই চাষিদের অনেকেই আলু চাষের জন্যে সুদের কারবারি বা ব্যাঙ্কের থেকে লোন নিতেও বাধ্য হয়েছেন

     এখন সমস্ত কিছু আয়োজনের পর যদি আশানরূপ ফলন না পাওয়া যায়, তাহলে চাষিদের হতাশ হওয়া ছাড়া অন্য কোনও উপায় থাকবে না আলু চাষের প্রধান সমস্যা তারধ্বসারোগ চাষের শুরুতেই এই রোগের প্রকোপে চাষিদের দারুণভাবে ভুগতে হয়কিন্তু তার সুচিকিৎসাও আছেবোলপুর কৃষি দফতর তার সমাধানও দিয়েছেদফতর সূত্রে জানা গেল, আলুর এই ধ্বসা রোগ প্রধানত দুরকমের, নাবিধ্বসা জলদিধ্বসানাবিধ্বসা হওয়ার পূর্বে এই রোগে আক্রান্ত হওয়ার হাত থেকে বাঁচাতে প্রতিষেধক হিসাবে কপার ম্যাঙ্গোজেব একত্রে মিশিয়ে স্প্রে করা যেতে পারেকিন্তু এই রোগে আক্রান্ত হলে ডাইমিথোমক্স ম্যাঙ্গোজেব একত্রে মিশিয়ে প্রতি লিটার জলে গ্রাম ব্যবহার করতে হবে
     কৃষি দফতর সূত্রে আরও জানা গেল, জলদিধ্বসা হলে মিটালডিত মিক্সার ম্যাঙ্গোজেব একত্রে মিশিয়ে ১৫ দিন অন্তর ব্যবহার করতে হবেতাছাড়াও কিছু ক্ষেত্রে আলুতে জাতপোকার উপদ্রব দেখা যায়সেক্ষেত্রে ডাইমেথোড লিটার জলে গ্রাম ব্যবহার করা যেতে পারে
Advertisement
Previous articleশীতের ভ্রমণে ম্যাসানজোর বরাবরই বাঙালিদের একটি প্রিয় জায়গা (ভিডিও সহ)
Next articleমানুষের নয়নের মণি সমাজসেবী সুব্রত রায় আজও সকলের প্রিয় বাচ্চুদা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here