আমোদপুরে প্রথমবারের জন্য অনুষ্ঠিত হচ্ছে গানমেলা ও বইমেলা

Advertisement
জনদর্পণ ডেস্ক : এ যেন মুখে গান নিয়ে বই পড়ার আবেদন। বই যেমন জ্ঞানের ভাণ্ডার, ঠিক তেমনি গান হল মনের আরাম। বই আর গান তাই একে অপরের পরিপূরক। বইয়ের মাঝে খুঁজে পাওয়া যায় অজানা জগৎকে। আর গান দিয়ে জয় করা যায় সারা বিশ্বকে। একথা মাথায় রেখে প্রথমবারের জন্য বীরভূমের আমোদপুর জয়দুর্গা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে শুরু হল একই সাথে ‘গানমেলা ও বইমেলা’। সময় কম, তাই এই মেলার জন্য ধার্য করা হয়েছে ৭ ও ৮ মার্চ মাত্র ২ দিন। ২ দিনের প্রতিদিনই মেলা শুরু হচ্ছে দুপুর ২টো থেকে আর শেষ হচ্ছে রাত সাড়ে ৮টায়।

AMod1
ছবি : নিজস্ব
     প্রথমবারের জন্য শুরু হওয়া এই মেলার মূল উদ্যোগ নিয়েছে ‘আমোদপুরের গান পাগলের দল’। সেই সঙ্গে সমস্ত রকমভাবে অনুপ্রেরণা জুগিয়েছে সাঁইথিয়া পঞ্চায়েত সমিতি এবং আমোদপুর গ্রাম পঞ্চায়েত। ৭ মার্চ দুপুর ২টোয় মেলার উদ্বোধন করেন সাঁইথিয়া পঞ্চায়েত সমিতির সভাপতি জীবানন্দ বাগ্দী। সে সময় উদ্বোধনী মঞ্চে উপস্থিত ছিলেন নয়াপ্রজন্ম পত্রিকার সম্পাদক কাঞ্চন সরকার, বাউল সম্রাট কার্ত্তিক দাস বাউল, সাঁইথিয়া পঞ্চায়েত সমিতির সহসভাপতি প্রশান্ত সাধু সহ একাধিক বাউল শিল্পী ও বিশিষ্ট সাহিত্যিকেরা।
     প্রথমবারের জন্য শুরু হওয়া এই মেলায় বইয়ের স্টল সংখ্যা খুব বেশি নয়, মাত্র ৮টি। কিন্তু তাতেও এলাকাবাসীদের উৎসাহে এমন কিছু ভাঁটা পড়েনি। দুপুর থেকেই তাঁরা মেলা প্রাঙ্গণে ভিড় জমাতে শুরু করেন। বইয়ের স্টল থেকে বেছে বেছে কিনতে থাকেন তাঁদের পছন্দের বইগুলি। কিছু স্থানীয় বাসিন্দা অনেকটা আক্ষেপের সুরে বললেন, আরও কিছু বইয়ের স্টল এলে তাঁদের আরও ভালো লাগত। যদিও প্রথমবারের জন্য হওয়ায়, হাতের কাছে এত বইয়ের সম্ভারে তাঁদের চোখ-মুখে ছিল খুশির ঝিলিক।
AMod2
ছবি : নিজস্ব
     বইয়ের পাশাপাশি মনোরঞ্জনের জন্য ছিল ‘গানের ভেলা’। এবারের মেলায় ২ দিন মিলিয়ে প্রায় ৩০ জন্য শিল্পী অংশগ্রহণ করছে। তার মধ্যে কিছু শিল্পীকে মেলায় আমন্ত্রণ জানানো হয়েছে। বাকিদের বেছে নেওয়া হয়েছে গান অডিশনের মাধ্যমে। আমন্ত্রিত শিল্পীরা ২টি করে এবং বাকিরা সুযোগ পাচ্ছেন ১টি করে গান গাওয়ার। আমন্ত্রিত শিল্পীদের মধ্যে আছেন সুমনা মুখোপাধ্যায়, অনন্যা মুখোপাধ্যায়, কাকলি মজুমদার, কমলিকা বন্দ্যোপাধ্যায়, অনুপম চক্রবর্তী।
     আমোদপুর বরাবরই শিল্প-সাহিত্য চর্চার কেন্দ্র। বিভিন্ন সময়ে একাধিক প্রতিভার জন্ম হয়েছে এখানে। তাঁদের মধ্যে কবি সুপ্রভাত মুখোপাধ্যায় ও নাট্যশিল্পী (মিরাক্কেল খ্যাত) অতনু বর্মনের নাম বিশেষভাবে উল্লেখ করতে হয়। এবারের ‘গানমেলা ও বইমেলা’-তেও তাঁরা দারুণভাবে সহযোগিতা করছেন। এছাড়াও অশোক দাস, কিংশুক মুখোপাধ্যায়, সন্দীপ মাহারা, বরুণ ভাণ্ডারী সহ আরও অনেকে মিলিতভাবে নতুন এই উদ্যোগ নিয়েছেন বলে জানা গেল।
     মেলা কমিটির অন্যতম সদস্য কিংশুক মুখোপাধ্যায় জানালেন, ‘মনে গান প্রাণে বই… হোক দুটো দিন হইচই’ ট্র্যাক লাইন নিয়ে তাঁদের এবারের পথ চলা। তাঁরা আশা করছেন আগামীতে এই মেলা আরও বড়ো আকারে উপস্থাপন করতে পারবেন।
Advertisement
Previous articleআন্তর্জাতিক নারী দিবস ও সেই সম্পর্কিত কিছু কথা
Next articleবিশ্বকাপ ঘরে আনা হল না ভারতের প্রমিলা বাহিনীর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here