‘আমার কুটির’ ভাষা দিবসের অঙ্গীকার নিয়ে আয়োজন করল রক্তদান শিবিরের

Advertisement
blood
সৌম্যদীপ্ত বোস :আমার ভাইয়ের রক্তে রাঙানো ২১শে ফেব্রুয়ারি” গানের সঙ্গে যখন আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সমগ্র বিশ্ব জুড়ে ভাষা শহিদদের স্মরণে প্রভাতফেরী ও স্মরণানুষ্ঠান পালন করা হচ্ছে, তখন সেই সন্ধিক্ষনেই বল্লভপুরের আমার কুটির সোসাইটি ফর রুরাল ডেভেলপমেন্ট’-এর পরিচালনায় ও বোলপুর মহাকুমা হসপিটালের সহযোগিতায় আয়োজিত হল স্বেচ্ছায় রক্তদান শিবিরমানুষের পাশে দাঁড়ানোর এ এক অঙ্গীকারতবে এ নজির কেবলমাত্র একদিনের জন্য নয়, প্রতিষ্ঠালগ্ন থেকেই নিজেদের স্বতন্ত্র উদ্যোগ ও কাজকর্মের জন্য আমার কুটির’-এর নাম সর্বজনবিদিত। ২১ ফেব্রুয়ারি সেই মুকুটেই যুক্ত হল আর এক নতুন রঙিন পালক
     স্মরণীয় এই দিনটির অনুষ্ঠান দুটি পর্যায়ে বিভক্ত ছিলপ্রথম পর্যায়ে উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে বিশেষ এই দিনটির তাৎপর্য সম্পর্কে উপস্থিত সকলকে অবহিত করা হয়আর পরবর্তী পর্যায়ে রক্তদাতাদের নাম নথীভূক্তকরণ, স্বাস্থ্যপরীক্ষা ও যাবতীয় প্রক্রিয়া সম্পাদনের মাধ্যমে রক্তদানের ব্যবস্থা করা হয়। অনুষ্ঠানটিতে উপস্থিত ছিলেন আমার কুটির’-এর সভাপতি অধ্যাপক অমিয় ঘোষ, সেক্রেটারী অধ্যাপক প্রশান্ত ঘোষ, ম্যানেজার তুফান সিংহ সহ অন্যান্যরা।
     তুফানবাবুর জানালেন, ‘আমার কুটির’-এ রক্তদান শিবিরের আয়োজন নতুন কিছু নয়তবে বিগত ৫ বছর ধরে ভাষা শহিদদের আত্মবলিদানকে অঙ্গীকার ২১শে ফেব্রুয়ারি’ দিনটিকে রক্তদানের একটি নির্দিষ্ট দিন হিসাবে ঘোষনা করা হয়েছে। অপর এক সভ্য গৌতম চক্রবর্তী বললেন, রক্তদান প্রাণদানের সমকক্ষপ্রতি বছর উপস্থিত সকলে সমান উৎসাহের সঙ্গে রক্তদান করেন। তিনি আরও জানালেন, এদিন সর্বমোট ৩৮ জন রক্তদান করেছেন। এমনকি পিছিয়ে নেই মহিলারাও। তাঁরাও পুরুষদের সঙ্গে সমান উৎসাহ দেখিয়ে এই অঙ্গীকারে হাত মিলিয়েছেন।
Advertisement
Previous articleমারা গেলেন ল্যারি, রয়ে গেল তাঁর কপি-কাট-পেস্ট
Next articleক্রমশ হারিয়ে যাচ্ছে শুশুনিয়ার পাথর শিল্প

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here