Advertisement
নিশির কুমার হাজরা : সারা দেশ বর্তমানে এক রাজনৈতিক অস্থিরতার ভিতর দিয়ে চলছে। রাজনীতির আবহে সুষ্ঠু নীতির বিভিন্ন ভুল ব্যাখ্যা অপপ্রচার হচ্ছে। সেই সঙ্গে নতুন করে যুক্ত হয়েছে করোনা ভাইরাস বিতর্ক। ভাইরাস সংক্রান্ত বিভিন্ন গুজব প্রচার হচ্ছে দেশ জুড়ে। সোশ্যাল মিডিয়াও ছেয়ে গিয়েছে সেই সব ভুল তথ্যে। কেউ কেউ ভাইরাস সম্পর্কে নিজের মন গড়া তথ্য প্রচার করতেও শুরু করেছে। যে সব কোনও বিজ্ঞানসম্মত ব্যাখ্যা নেই। ঠিক এমন পরিস্থিতিতে মানুষের মধ্যে এই সংক্রান্ত সচেতনতা বোধ গড়ে তুলতে ৮ মার্চ রীতিমতো আনুষ্ঠানিকভাবে এক বিশেষ অনুষ্ঠানের উদ্যোগ নিল আনন্দমার্গ প্রচারক সংঘ। অনুষ্ঠানটি সংঘটিত হয় বীরভূমের গণপুর গ্রামের হাড়ি পাড়ায়। এদিন গণপুর গ্রামের ডাক্তার হরি কিঙ্কর চৌধুরী এবং আনন্দমার্গ প্রচারক সংঘ–এর গণপুর শাখা এই অনুষ্ঠান পরিচালনা করে।
এদিন অনুষ্ঠানের পাশাপাশি ব্যবস্থা করা হয়েছিল একটি হোমিও দাতব্য চিকিৎসা কেন্দ্রেরও। সেখানে গ্রামের দুঃস্থ মানুষদের বিনামূল্যে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছিল। এদিন কয়েকশো রোগী চিকিৎসা পায় এবং বিনামূল্যে ওষুধও সংগ্রহ করে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলার ডিএস কর্মী আচার্য দেবোস্মরানন্দ অবধূত। তিনি অনুষ্ঠানে আনন্দমার্গ প্রচারক সংঘের সামাজিক উন্নয়নের সুস্থ নীতি ব্যাখ্যা করেন। এছাড়াও উপস্থিত ছিলেন মহম্মদবাজার পিয়াশোলার থেকে আগত আচার্য কর্মেসদানন্দ অবধূত, শান্তিনিকেতন আনন্দমার্গ প্রচারক সংঘের অন্যতম জেলা কর্মী কেশব চন্দ্র সিনহা সহ অন্যান্য আনন্দমার্গ প্রচারক কর্মী।
অনুষ্ঠান চলাকালীন সমস্ত ভক্তদের আনন্দমার্গ প্রচারক সংঘের নাম–কীর্তন ছিল শ্রতিমধুর ও দৃষ্টি আকর্ষক। এদিনের নাম-সংকীর্তনে প্রচুর মানুষের উপস্থিতি এক নতুন মাত্রা এনে দেয় বলে মনে করেন গনপুর শাখার সমস্ত আনন্দমার্গ কর্মীগণ।
সব মিলিয়ে আনন্দমার্গ প্রচারক সংঘের অনুষ্ঠান কর্মসূচি সামগ্রিক ভাবে সফল হয়েছে বলে সংবাদ মাধ্যমকে জানিয়েছেন গণপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষক বিকাশ চৌধুরী ও প্রাক্তন সৈনিক বাবুলাল মন্ডল। সবশেষে জেলার বিভিন্ন প্রান্ত থেকে আগত আনন্দমার্গ ভক্ত, কর্মী ও অন্যান্য সদস্যগণ আনন্দমার্গ প্রচারক সংঘের মহাপ্রসাদ গ্রহণ করেন।
Advertisement